ইসরাইলকে স্বীকৃতি দেবে না হামাস
২১ এপ্রিল ২০০৮সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে আলোচনার পর নির্বাসিত হামাস নেতা খালিদ মিশাল বলেছেন, ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কোনো পরিকল্পনা হামাসের নেই৷
সিরিয়ার রাজধানী দামেস্কে সংবাদ সম্মেলনে মিশেল বলেন, ১৯৬৭ সালে জেরুজালেম রাজধানী সহ সম্পূর্ন সীমান্ত নিয়ে যে সার্বোভৌম রাষ্ট্রটি ছিল, কোনো বসতি ছাড়া সেই রাষ্ট্র ফিরে পাবার ব্যাপারে আমরা একমত৷ তবে সে ক্ষেত্রেও ইসরাইলকে স্বিকৃতি দেবো না৷ এর আগে দামেস্কে মিশেলের সঙ্গে দুবার বৈঠকের পর কার্টার জানান, ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি মেনে নিতে হামাস একমত হয়েছে৷
ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা সত্ত্বেও কার্টার মিশেলের সঙ্গে বৈঠক করেন৷ কার্টার প্রথম থেকেই বলে আসছিলেন,হামাসকে বাদ দিয়ে শান্তি চুক্তি করাটা হবে বিরাট ভুল৷ একই সঙ্গে তিনি বলেন, আলোচনা থেকে সিরিয়াকে বাদ দেয়াটাও ঠিক হবে না৷ মিশেলের বক্তব্যের আগে জিমি কার্টার বলেছিলেন, হামাস এমনকি এই নিশ্চয়তাও দিয়েছে যে, ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচিত শান্তি চুক্তি মানতেও তারা রাজি, শুধু সেটি অনুমোদিত হতে হবে ফিলিস্তিনী ভোটারদের মাধ্যমে৷ তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে শান্তি চাই হামাস৷