1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত

১ নভেম্বর ২০২৪

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷ হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা৷

বাইত লাহিয়া এলাকায় ইসরায়েলের হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন
গাজা উপত্যকার বিভিন্ন এলাকাতে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানা গেছেছবি: AFP

বাইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতাল ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছে বলে অভিযোগ ইসরায়েল৷ গাজার স্বাস্থ্য কর্মকর্তা ও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে৷

মধ্য গাজার নুসিরাত ক্যাম্পের দুইটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ ক্যাম্পের আল-আওদা হাসপাতালের চিকিৎসকেরা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন৷ নিহতদের মধ্যে একজন প্যারামেডিক এবং দুইজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স৷

ইসরায়েল জানুয়ারিতে বলেছিল উত্তর গাজায় তারা হামাসের কমান্ড কাঠামো ভেঙে দিয়েছে৷ তবে এই উত্তর গাজাই এখন ইসরায়েলের হামলার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে৷ হামাস আবার সংগঠিত হয়েছে দাবি করে অক্টোবরের শুরুতে জাবালিয়া, বাইত হানুন এবং বাইত লাহিয়া ট্যাংক পাঠায় ইসরায়েল৷

বাইত লাহিয়াতে অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং পরিচালক ইদ সাব্বাহ রয়টার্সকে জানিয়েছেন, হাসপাতালের তৃতীয় তলায় হামলায় কিছু কর্মী সামান্য দগ্ধ হয়েছেন৷ গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী এই হাসপাতালটি আক্রমণ করে দখলে নেয়৷ তখন সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ ইসরায়েল জানিয়েছে, সেই অভিযানে প্রায় ১০০ জন সন্দেহভাজন হামাস জঙ্গিকে তারা আটক করেছিল৷ ইসরায়েলি ট্যাংক এখনও হাসপাতালটির কাছাকাছি অবস্থান করছে৷

ট্রাম্প বা হ্যারিস কে কিভাবে ইসরায়েল ও গাজা সামলাতে পারেন?

01:29

This browser does not support the video element.

এডিকে/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ