ইসরায়েল-হামাস যুদ্ধ: গাজা সিটিতে হামলায় নিহত অনেক
২৩ জুন ২০২৪
গাজার কর্মকর্তারা জানান, ছিটমহলের উত্তরে গাজা সিটির একাধিক স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। ইসরায়েল বলেছে, তারা শুধু হামাসের এলাকাগুলোকে 'টার্গেট' করেছে।
বিজ্ঞাপন
শনিবার গাজা সিটির একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত অঞ্চলের কর্মকর্তারা এ কথা জানান।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ফিলিস্তিনি ছিটমহলের উত্তরে "গাজা সিটিতে হামাসের দুটি সামরিক অবকাঠামোতে" আঘাত হেনেছে।
ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং আরো অনেক দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়েছে।
শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের কাছে মুওয়াসির এক শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন নিহত হন, কমপক্ষে ৫০ জন আহত হন।
তারা বলেছে, এই ঘটনার তদন্ত চলবে। এ ছাড়াও "আমাদের আন্তর্জাতিক অংশীদারদের ফলাফল জানানো হবে''।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল এই ঘটনার "স্বতন্ত্র তদন্ত" করার আহ্বান জানান।
তেল আভিভে বিক্ষোভ
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইসরায়েলে অসন্তোষ বাড়ছে।
শনিবারের সন্ধ্যায় হাজার হাজার বিক্ষোভকারী তেল আভিভে মিছিল করেন। নতুন নির্বাচনের দাবি এবং গাজায় জিম্মিদের প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান ওঠে মিছিল থেকে। অনেক বিক্ষোভকারীর হাতে লেখা ছিল "যুদ্ধ বন্ধ করুন।"
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল 'প্রতিশোধমূলক আক্রমণ' শুরু করার পর থেকে ৩৭ হাজার ৫৫১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে চেষ্টা করছে।
জেরুসালেমে ইসরায়েল সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ
নতুন নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা সোমবার জেরুসালেমের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।
ছবি: Ohad Zwigenberg/AP Photo/picture alliance
নতুন নির্বাচনের দাবি
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বাইরে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নেন। অনেকের হাতে ছিল সরকারি নীতির সমালোচনা করে ব্যানার বা প্ল্যাকার্ড। গত কয়েক সপ্তাহ ধরেই নিয়মিত আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।
ছবি: Ohad Zwigenberg/AP/picture alliance
নেতানিয়াহুর বাসার সামনে বিক্ষোভ
সোমবারের বিক্ষোভকারীদের কেউ কেউ আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের এলাকায় চলে যান। এক পর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করে তারা বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। বিক্ষোভ থেকে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছবি: Eloisa Lopez/REUTERS
যুদ্ধকালীন ঐক্যের সরকারের পতন
এক সপ্তাহ আগে যুদ্ধকালীন ঐক্য সরকার থেকে দুই মন্ত্রী সাবেক জেনারেল বেনি গান্টৎস এবং গাডি আইজেনকোট পদত্যাগ করার পর তিন সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভাও ভেঙে গিয়েছেন নেতানিয়াহু। সরকার টিকিয়ে রাখতে নেতানিয়াহুকে এখন নির্ভর করতে হবে আলট্রা অর্থোডক্স এবং কট্টর ডানপন্থি দলগুলোর সমর্থনের ওপর।
ছবি: picture alliance/dpa/GPO
গাজা পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, ত্রাণকর্মীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে গাজা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক তথ্যে সংস্থাটি জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত সংস্থাটির অন্তত ১৯৩ জন কর্মী প্রাণ হারিয়েছেন।
ছবি: Marwan Dawood/Xinhua/IMAGO
লেবানন-ইসরায়েল যুদ্ধের শঙ্কা বাড়ছে
লেবাননের সঙ্গে ইসরায়েলের সংঘাতের ঘটনা বেড়ে চলেছে। সীমান্তের প্রায় দেড় লাখ মানুষ পালটাপালটি রকেট হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়েছেন। সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে হেজবোল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনী।