1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

১৪ এপ্রিল ২০২৪

ইরানের রেভোল্যুশনারি গার্ডের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সে দেশের গণমাধ্যম৷ হামলা মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল৷

২০২৩ সালের অক্টোবরে ইরানে মহড়ায় ড্রোন ছোঁড়ার দৃশ্য
ইসরায়েলের গণমাধ্যম প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, প্রায় ১০০ ড্রোন ও মিসাইল ছুঁড়েছে ইরান৷ (ফাইল ছবি)ছবি: Iranian Army Office/ZUMA Wire/IMAGO

ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান৷ সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রতিশোধের হুমকির মধ্যে এই ঘটনা ঘটলো৷ ইরানের ড্রোন ও মিসাইল ছোঁড়ার তথ্য জানিয়েছে দুই পক্ষই৷

ইসরায়েলের আকাশে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে৷ হোয়াইট হাউস ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছে৷

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ড্রোন দেশটির আকাশ সীমায় এসে পৌঁছাতে কয়েক ঘণ্টা লাগতে পারে৷ দেশটির চ্যানেল ১২ টেলিভিশন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ ড্রোন ও মিসাইল ছুঁড়েছে ইরান৷ এর মধ্যে সিরিয়া অথবা জর্ডানের উপরে বেশ কয়েকটিকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে চ্যানেলটি৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানের হামলার জন্য প্রস্তুত৷ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমর্থন তার দেশের উপর রয়েছে বলে জানান তিনি৷ 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির রেভোল্যুশনারি গার্ডের সামরিক ইউনিটের বরাত দিয়ে ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে ড্রোন ও মিসাইল ছোঁড়ার তথ্য নিশ্চিত করেছে৷

এফএস/ এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ