1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

ইসরায়েলিদের খোঁজে রাশিয়ার বিমানবন্দরে ঢুকলো জনতা

৩০ অক্টোবর ২০২৩

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে গাজা-সংঘাতের প্রভাব পড়ছে। ইসরায়েলিদের খোঁজে বিমানবন্দরে বহু মানুষের হামলা।

রাশিয়ার বিমানবন্দরে বিক্ষোভ
রাশিয়ার বিমানবন্দরে ফিলিস্তিনি বিক্ষোভছবি: Ramazan Rashidov/TASS/dpa/picture alliance

দাগেস্তানে খবর রটে যায় যে ইসরায়েল থেকে একটি বিমান এসেছে। তারপরেই মুসলিম-অধ্যুষিত এই এলাকায় প্রচুর মানুষ বিমানবন্দরে ঢুকে ইসরায়েলিদের খোঁজ করতে থাকেন।

রাশিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট জানিয়েছে, তেল আভিভ থেকে একটি বিমান এসেছিল। প্রচুর মানুষ ইহুদি-বিরোধী স্লোগান দিয়ে বিমানের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক মাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু মানুষ ফিলিস্তিনি পতাকা নাড়ছেন।

ভিডিওতে আরো দেখা গেছে, কিছু মানুষ টার্মিনালের দরজা ভেঙে রানওয়ে পর্যন্ত চলে যান। অন্যরা যে সব গাড়ি বিমানবন্দর থেকে বেরোচ্ছিল, সেগুলি চেক করতে শুরু করেন।

প্রচুর মানুষ বিমানবন্দরে ঢুকে যান। বিমানবন্দরটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। বিমানগুলিকে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। পরে সরকারিভাবে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আইনরক্ষকরা তাদের কাজ শুরু করে দিয়েছেন।

ইসরায়েলের আবেদন

এই ঘটনার পরেই রাশিয়ার কর্তৃপক্ষের কাছে ইসরায়েল আবেদন জানিয়ে বলেছে, তারা যেন ইসরায়েলি ও ইহুদিদের নিরাপদে রাখার জন্য ব্যবস্থা নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের আশা দাঙ্গাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে রাশিয়া কড়া ব্যবস্থা নেবে।

এসজি/জিএঅইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ