1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফিলিস্তিন

ইসরায়েলি অভিযানের মুখে ঘর ছাড়ছেন পশ্চিম তীরের বাসিন্দারা

২৪ জানুয়ারি ২০২৫

টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের মুখে জেনিনে ঘর-বাড়ি ছাড়ছেন শত শত বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পশ্চিম তীরের শহরটিতে ড্রোন থেকে অভিযানের বিষয়ে সতর্কবার্তা দেয়া হচ্ছিল।

একজন বয়স্ক নারীসহ কয়েকজন ফিলিস্তিনি হেঁটে যাচ্ছেন, পেছনে ইসরায়েলের সেনারা৷
ইসরায়েলের অভিযানের মুখে জেনিন শরণার্থী শিবির থেকে নিরাপদ আশ্রয়ে ছুটছেন ফিলিস্তিনিরাছবি: Majdi Mohammed/AP Photo/picture alliance

গাজায় যুদ্ধবিরতির প্রথম সপ্তাহেইপশ্চিম তীরে ইসরায়েলের এই অভিযান শুরু হয়৷ অভিযানটিতে ভারী সামরিক সরঞ্জামসহ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে৷ যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি বন্দিদের পাশপাশি তাদের জেলে বন্দি ফিলিস্তিনেদেরও প্রথম দফায় মুক্তি দেয়া হয়েছে৷

ইসরায়েলের এক মুখপাত্র বলেন, শহরটির শরণার্থী শিবিরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি এক বিবৃতিতে বলেন, ‘‘আমাদের প্রস্তুত থাকতে হবে যেন জেনিনের ক্যাম্প থেকে অন্যান্য জায়গাতেও অভিযান পরিচালনা করা যেতে পারে৷’’

এসএইচ/এসিবি (রয়টার্স)

কেন জাতিসংঘের সহায়তাকারী সংস্থা ফিলিস্তিনিদের জন্য এত গুরুত্বপূর্ণ?

04:15

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ