রাজনীতিফিলিস্তিন
ইসরায়েলি অভিযানের মুখে ঘর ছাড়ছেন পশ্চিম তীরের বাসিন্দারা
২৪ জানুয়ারি ২০২৫
বিজ্ঞাপন
গাজায় যুদ্ধবিরতির প্রথম সপ্তাহেইপশ্চিম তীরে ইসরায়েলের এই অভিযান শুরু হয়৷ অভিযানটিতে ভারী সামরিক সরঞ্জামসহ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে৷ যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি বন্দিদের পাশপাশি তাদের জেলে বন্দি ফিলিস্তিনেদেরও প্রথম দফায় মুক্তি দেয়া হয়েছে৷
ইসরায়েলের এক মুখপাত্র বলেন, শহরটির শরণার্থী শিবিরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি এক বিবৃতিতে বলেন, ‘‘আমাদের প্রস্তুত থাকতে হবে যেন জেনিনের ক্যাম্প থেকে অন্যান্য জায়গাতেও অভিযান পরিচালনা করা যেতে পারে৷’’
এসএইচ/এসিবি (রয়টার্স)