1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনি ও মিশরীয়দের প্রাণহানি

২০ আগস্ট ২০১১

ইসরায়েল আবারও প্যালেস্টাইনের গাজায় হামলা চালিয়েছে৷ বৃহস্পতিবার মিশরের সীমান্ত এলাকার কাছে এক হামলায় আট ইসরায়েলি নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালালো তারা৷ এদিকে ইসরায়েলি সেনাদের হাতে মিশরের পুলিশেরও প্রাণ গেছে৷

ছবি: picture alliance/dpa

গত বৃহস্পতিবার ইসরায়েলের একেবারে দক্ষিণে, মিশরের সীমান্তবর্তী এলিয়াত মরুভূমিতে বন্দুকধারীরা হামলা চালায়৷ এই হামলায় তাদের দুই সেনা সহ আটজন প্রাণ হারিয়েছে৷ ইসরায়েলিদের ওপর হামলায় সাত জন অংশ নেয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ৷ তাদের অভিযোগ, হামলাকারীদের পেছনে গাজার পপুলার রেজিস্ট্যান্স গ্রুপের হাত রয়েছে৷ উল্লেখ্য, এই গ্রুপের সঙ্গে হামাসের ঘনিষ্ঠতা রয়েছে, তবে তারা বিচ্ছিন্নভাবেও অনেক সময় কাজ করে বলে জানা যায়৷ ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়ভ মোরডেখাই বলেছেন, হামলার আগেই তারা গোয়েন্দা মারফত খবর পেয়েছিলেন৷ তবে পপুলার রেজিস্ট্যান্স গ্রুপের পক্ষ থেকে এই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ এই গ্রুপের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ঢাকার জন্য এই অভিযোগ তুলেছে ইসরায়েল৷

ইসরায়েলি বিমানের গোলায় ক্ষতিগ্রস্ত বাড়িছবি: picture alliance/dpa

এই ঘটনার পরপরই ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে৷ বার্তা সংস্থাগুলোর খবর থেকে জানা গেছে, নিহতদের মধ্যে একজন বালকও রয়েছে৷ গাজার সঙ্গে মিশরের সীমান্তবর্তী রাফাহ এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি হেলিকপ্টার৷ মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলের হামলায় দুই মিশরীয় নাগরিক নিহত হয়েছে৷ তবে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে ইসরায়েলের গোলায় পাঁচ জন মিশরীয় পুলিশ প্রাণ হারিয়েছে৷ অন্যদিকে গাজার একটি কম্পাউন্ড লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলের বিমান, যাতে প্রাণ হারায় ছয় ফিলিস্তিনি৷ যাদের মধ্যে পাঁচজন গাজার পপুলার রেজিস্ট্যান্স গ্রুপের সদস্য৷

এদিকে ইসরায়েলের এই হামলার জবাবে গাজা থেকেও পাল্টা রকেট ছোঁড়া হয়েছে ইসরায়েলের ভূমি লক্ষ্য করে৷ এতে আহত হয়েছে অন্তত দুই ইসরায়েলি নাগরিক৷ যাদের একজনের অবস্থা গুরুতর৷ তবে মিশরের পুলিশ নিহত হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে মিশর৷ মনে করা হচ্ছে, ইসরায়েলি বিমান ভুল করে মিশরের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে৷ এদিকে মিশরের সেনা প্রধান সামি এনান সিনাই এলাকাতে যাচ্ছেন এই ঘটনা তদন্ত করতে এমন খবরও জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ