1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলি সেনার গুলিতে সিরিয়ার চার নাগরিক নিহত

৫ জুন ২০১১

আরব ইসরায়েল যুদ্ধের ৪৪তম বার্ষিকীতে আবারও রক্ত ঝরলো সিরিয়ার সীমান্তে৷ রোববার সিরিয়ার বিক্ষোভাকারীদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি বর্ষণে নিহত হয়েছে চার জন৷

ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত একজনের লাশ নিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরাছবি: dapd

গোলান মালভূমি এলাকায় যা ঘটলো

আজ ছিল আরব ইসরায়েল যুদ্ধের ৪৪তম বার্ষিকী৷ ওই যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির অনেকটা অংশ দখল করে নিয়েছিল ইসরায়েল৷ বার্তা সংস্থাগুলোর খবর থেকে জানা গেছে, সিরিয়া সীমান্ত এলাকা থেকে আজ শত শত বিক্ষোভকারী ইসরায়েলি সীমান্তের দিকে ছুটে যায়৷ দুই দেশের সীমান্ত এলাকার মাঝখানে যেখানে যে কারো প্রবেশ নিষেধ সেখানে তারা প্রবেশ করার চেষ্টা করে৷ কাঁটাতারের বেড়া কেটে তারা ওই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে বলে বার্তা সংস্থাগুলোর খবরে জানা গেছে৷ এই সময় ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালালে চারজন নিহত হয়েছে বলে সিরিয়ার টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে৷ এছাড়া আহত হয়েছে আরও ১৩ জন এমনটা বলা হয়েছে৷ তবে বার্তা সংস্থা ডিপিএ নিহতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছে৷

ইসরায়েলি সেনাদের কাঁদানে গ্যাসছবি: picture-alliance/dpa

ইসরায়েলের বক্তব্য

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা যখন সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল তখন থেকেই ইসরায়েলি সেনারা তাদের ওপর কড়া নজর রাখছিল৷ বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এবং তারা সেই পতাকা সীমান্ত এলাকায় উড়িয়ে দিয়েছে বলেও জানিয়েছে রয়টার্স৷ তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করছিল এবং ইসরায়েলি সেনারা তাদের সতর্কও করেছে৷ বিক্ষোভকারীরা তাতেও না থামায় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়৷ এই ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইওয়াভ মোরডেখাই দাবি করেন, ইসরায়েলি সেনারা যথাযথভাবেই জবাব দিয়েছে৷

ইসরায়েলি সেনার গুলিতে আরও এক নিহতের মৃতদেহছবি: AP

অন্য জায়গাতেও বিক্ষোভ

এদিকে কেবল সিরিয়া সীমান্ত নয়, পশ্চিম তীর ও গাজাতেও আজ ব্যাপক ইসরায়েল বিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে৷ পশ্চিম তীরে বিক্ষোভরত ফিলিস্তিনীদের কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি সেনারা৷ কিন্তু রক্তপাত হলো কেবল সিরিয়া সীমান্তেই৷ আসলে গোলান মালভূমি এলাকাটা ইসরায়েলের দখলে থাকায় সিরিয়ার লোকদের ক্ষোভ একটু বেশি৷ তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আজকের ঘটনার ব্যাপারে বলছে, গোটা সিরিয়াতে এখন বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে৷ সেদিক থেকে নজর ফেরাতে এখন সিরিয়ার সরকার সীমান্ত এলাকাতে বাড়তি উত্তেজনা তৈরি করছে৷ কিন্তু দেখা যাচ্ছে, নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর কেবল সিরিয়ার সরকার নয়, ইসরায়েলও গুলি চালাতে দ্বিধা করছে না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ