1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩ হামাস নেতা নিহত

২১ আগস্ট ২০১৪

শান্তি আলোচনা ভেঙে যাবার পর গাজায় ইসরায়েলি হামলায় হামাসের তিনজন সামরিক নেতা নিহত হয়েছে৷ এদিকে ইসরায়েলি আকাশসীমায় বিমান চলাচল আর নিরাপদ নয় বলে সতর্কতা জারি করেছে হামাস৷

Gazastreifen / Beerdigung der Ehefrau von Hamas-Militärchef Deif
ছবি: Reuters

আলোচনার মাধ্যমে চলমান সংকটের অবসানের আশা খতম হবার পর ইসরায়েল ও হামাসের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা গ্রহণ করছে৷ বৃহস্পতিবার গাজায় এক বিমান হামলায় হামাসের তিন উচ্চপদস্থ সামরিক নেতার মৃত্যু হয়েছে৷ বুধবার মাঝরাতের পর ইসরায়েলি বিমানবাহিনী প্রায় ২০ বার হামলা চালিয়েছে৷ এর মধ্যে দক্ষিণে রাফাহ শহরের কাছে একটি বাড়ির উপর হামলার সময় সেখানে মহম্মদ আবু শামালেহ, মহম্মদ বারহুম ও রায়েদ আল-আত্তার সেখানে ছিলেন৷ ইসারেয়েলের উপর অনেক হামলার সঙ্গে তাদের নাম জড়িত ছিল৷ চলমান সংঘাতের ৪৫তম দিনে সব মিলিয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷

এই ঘটনার পর হামাসের এক জঙ্গি সংগঠন বিদেশি বিমান সংস্থাগুলির উদ্দেশ্যে সতর্কতা জারি করে৷ বৃহস্পতিবার সকাল ৬টার পর ইসরায়েলি আকাশ সীমায় যাত্রীবাহী বিমান বিপন্ন হতে পারে বলে তারা হুমকি দেয়৷ এর পর বেন গুরিয়ন বিমানবন্দরে ১০ মিনিটের জন্য বিমান চলাচল বন্ধ রাখার পর আবার স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ৷

বর্তমান সংকট কাটাতে মিশরের মধ্যস্থতায় কায়রোয় আলোচনার সময় মঙ্গলবার হামাস ইসরায়েলের উপর হামলা শুরু করে৷ ফলে ইসরায়েলও আলোচনা বন্ধ করে পালটা হামলা শুরু করে৷ বুধবার হামাস সামরিক প্রধান মহম্মদ দেউফিম-এর উপর ইসরায়েলি হামলা বিফল হয়৷ হামলায় তাঁর স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়৷

সাম্প্রতিক অভিজ্ঞতার পর ইসরায়েল আর আলোচনার পথে ফিরে যেতে চায় না৷ বুধবার এক ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, সর্বশক্তি দিয়ে এই অভিযান চলবে৷ যতদিন না বিশেষ করে ইসরায়েলের দক্ষিণে মানুষের নিরাপত্তার গ্যারেন্টি দেওয়া সম্ভব, ততদিন তাঁর সরকার অভিযান থামাবে না৷

এই অবস্থা সত্ত্বেও মিশর দুই পক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে যাবে বলে জানিয়েছে৷ অন্যদিকে কাতারও এই সংকটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ সেখানেই হামাসের নেতা খালেদ মাশাল নির্বাসনে রয়েছেন৷ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, যে কাতারই মিশরে শান্তি আলোচনা ব্যর্থ করেছে৷ এমনকি মিশরের শান্তি প্রস্তাব গ্রহণ করলে খালেদ মাশালকে কাতার থেকে বহিষ্কার করার হুমকিও দেওয়া হয়েছিলো বলে অভিযোগ করেন তিনি৷ এক ইসরায়েলি কর্মকর্তাও কাতারের ভূমিকার সমালোচনা করেছেন৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ