1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলী সংসদে গাজা - পরিকল্পনা অনুমোদিত - প্রতিক্রিয়া

আবদুস সাত্তার২৭ অক্টোবর ২০০৪

গাজা-ভূখন্ড থেকে ইসরায়েলী বসতি তুলে নেওয়া সংক্রান্ত ইসরায়েলী প্রধানমন্ত্রী আরিয়েল শারন-এর পরিকল্পনা সংসদে অনুমোদিত হয়েছে৷ তারপর এর ওপর একটি গণভোট অনুষ্ঠানের আহবান তিনি আবারও প্রত্যাখ্যান করলেন৷ শারন বলেন যে, তিনি তাঁর দলের কট্টরপন্থীদের চাপে নতিস্বীকার করবেন না৷ উল্লেখ্য যে,

ছবি: ap

��ংসদে ভোটাভুটির পর তাঁর চার জন মন্ত্রী পদত্যাগের হুমকি দেন৷ সংসদে গাজা -পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য শারন একজন মন্ত্রীকে বরখাস্তও করেন৷ সংসদে গাজা- পরিকল্পনা অনুমোদনের ওপর বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে৷

গাজা এলাকা থেকে ইসরায়েলী বসতি সরিয়ে নেওয়া বিষয়ক ইসরায়েলী প্রধানমন্ত্রী আরিয়েল শারন-এর পরিকল্পনা সংসদে অনুমোদিত হওয়ার পর ইসরায়েলী প্রধানমন্ত্রী পরিকল্পনাটির ওপর একটি গণভোট অনুষ্ঠানে তাঁর চার জন মন্ত্রীর আহবান নাকচ করে দেন৷ লিকুড দলে শারন-এর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রী বেন্জামিন নেতানইয়াও অন্য তিন জন মন্ত্রীর সঙ্গে হুমকি দিয়েছেন গণভোট অনুষ্ঠিত না হলে আগামী দুই সপ্তাহের মধ্যে পদত্যাগ করার৷ অন্যদিকে, ইসরায়েলী প্রধানমন্ত্রী সংসদে তাঁর গাজা পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য একজন মন্ত্রী লানডাওকে বরখাস্ত করেছেন৷ নেতানইয়াও অবশ্য পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠ ভোটেই শারনের গাজা ভূ-খন্ড বিষয়ক পরিকল্পনাটি অনুমোদিত হয় সংসদে৷ ৬৭ জন সাংসদ পরিকল্পনাটির পক্ষে এবং ৪৫ জন বিপক্ষে ভোট দেন৷ সাত জন ভোট দানে বিরত থাকেন৷ ক্ষমতাসীন লিকুড দলের প্রায় অর্ধেক সাংসদ পরিকল্পনাটির বিরুদ্ধে ভোট দেন৷ তবে শারন সংসদে সমর্থন লাভ করেন বিরোধী শ্রমিক দলের৷

ইসরায়েলী কোয়ালিশন সরকারের গুরুত্বপূর্ণ শরীক জাতীয় ধর্মীয় পার্টি শারনের প্রতি আহবান জানিয়েছে গাজা অন্চল থেকে ইসরায়েলী বসতি তুলে নেওয়ার পরিকল্পনার ওপর গণভোট অনুষ্ঠানের ৷ দলটি হুমকি দিয়েছে, গণভোট অনুষ্ঠিত না হলে আগামী দুই সপ্তাহের মধ্যে তারা সরকার থেকে পদত্যাগ করবে৷

এদিকে, গাজা-পরিকল্পনার সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলী সংসদের ইতিবাচক ভোটাভুটিকে স্বাগত জানিয়েছে৷ মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী মুখপাত্র এডাম এরেলি বলেন, পরিকল্পনাটি সুযোগ সৃষ্টি করলো মধ্যপ্রাচ্য-বিষয়ক শান্তিপ্রক্রিয়ায় আবার ফিরে আসার৷ জার্মানিতে নিযুক্ত ইসরায়েলী রাষ্ট্রদূত শিমন স্টাইন বলেন, ইসরায়েলী সংসদের সিদ্ধান্তের ফলে রোড ম্যাপ - শান্তিপ্রস্তাবের অধীনে আলোচনা এখন পুনরায় শুরু হতে পারে৷ জার্মানিতে ফিলিস্তিনীদের প্রতিনিধি আবদাল্লাহ ফ্রাঙ্গী বলেন, গাজা থেকে প্রত্যাহারের পর পশ্চিম তীর থেকেও সমস্ত ইহুদী বসতি সরিয়ে নিতে হবে৷ তাহলেই সত্যিকারের শান্তি অর্জনের সুযোগ সৃষ্টি হবে৷ ফিলিস্তিনীরা ইসরায়েলকে এ মর্মে অভিযোগ করেছে যে, গাজা এলাকা থেকে বসতি তুলে নেওয়ার মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক দৃষ্টি দূরে সরিয়ে নিতে চাইছে পূর্ব-জেরুসালেম ও পশ্চিম তীরে তার নিয়ন্ত্রন শক্তিশালী করার জন্য৷

আরব লীগের মহাসচীব আমরে মুসা ফিসিস্তিনী ও আরব দেশের সরকারগুলোর প্রতি জরুরী আহবান জানিয়েছেন ইসরায়েলী বসতি তুলে নেওয়ার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনায় বসার৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক প্রধান Javier solana বলেন, ইজরায়েলী সংসদের সিদ্ধান্তটি একটি ঐতিহাসিক ঘটনা- যা ইসরায়েলী এবং ফিলিস্তিনীদের একত্রে শান্তিতে বসবাসের আশা সন্চার করলো৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ