1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলী হামলায় গাজা এখন ধ্বংসস্তুপ

ফাহমিদা সুলতানা২ জানুয়ারি ২০০৯

ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়ির ধ্বংসাবশেষের সঙ্গে রায়ানের ছিন্ন-বিচ্ছিন্ন দেহটি রাস্তায় ছিটকে এসে পরে৷ ওই হামলায় আশেপাশের আরো ১২টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে৷

রায়ানের বাড়ির ধ্বংসস্তুপছবি: picture-alliance/ dpa

গাজায় ইসরায়েলী আগ্রাসন ৬ষ্ঠ দিনের মত অব্যাহত ছিল বৃহস্পতিবারও৷ আকাশ ও সমুদ্র পথে হামলায় গাজা ধ্বংসস্তুপে পরিনত হয়েছে৷ যেদিকে তাকানো যায় শুধুই ধ্বংস আর মৃত্যু দৃশ্য৷ অপারেশন কাস্ট লীড নামের ওই ইসরায়েলী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪২০ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে৷ এখন পর্যন্ত আহতের সংখ্যা দুই সহস্রাধিক৷

বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন হামাসের সিনিয়র নেতা নিজার রায়ান এবং তার পরিবারের কয়েকজন সদস্য৷ ২০০৪ সাল থেকে রায়ান ছিলেন হামাসের সবচেয়ে সিনিয়র নেতাদের একজন৷ জানা গেছে, জাবালিয়া শরনার্থী শিবিরে নিজার রায়ানের বাড়ি লক্ষ্য করে ইসরায়েলী জঙ্গি বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়৷ এই সময়ই নিহত হন রায়ান, তার ৪স্ত্রী, ১০ জন ছেলেমেয়ে এবং ২ জন প্রতিবেশী৷ ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়ির ধ্বংসাবশেষের সঙ্গে রায়ানের ছিন্ন-বিচ্ছিন্ন দেহটি রাস্তায় ছিটকে এসে পরে৷ ওই হামলায় আশেপাশের আরো ১২টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বৃহস্পতিবারে ইসরায়েলের ছোঁড়া রকেটে হামাসের সরকারী কমপ্লেক্সের পার্লামেন্ট এবং বিচার মন্ত্রনালয়ে আঘাত হানে৷

ইসরায়েলী সেনাদের গুলিতে আহত একজন ফিলিস্তিনীছবি: AP

অন্যদিকে হামাস ইসরায়েলের আরো অভ্যন্তরে রকেট ছোঁড়া শুরু করেছে৷ এই পর্যন্ত হামাসের ছোঁড়া রকেটে ইসরায়েলে ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে৷

গত কয়েকদিনের হামলার মধ্যে বৃহস্পতিবারের হামলায় হামাস নেতা নিজার রায়ান নিহত হওয়ায় এটি ছিল হামাসের জন্যে একটি বড় ধরনের ধাক্কা৷ গত ৬ দিন ধরে ইসরায়েল আকাশ এবং সমুদ্র পথে হামলা চালাচ্ছে গাজায়, তবে স্থল পথে হামলা চালানোর সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে ইতোমধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে৷ ফিলিস্তিনী অঞ্চলের চারপাশে ট্যাংক এবং ইসরায়েলী সেনা উপস্থিতি লক্ষ্য করার মত৷

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সিপি লিভনী বলেছেন, গাজ উপত্যকায় হামাসকে দূর্বল করতে চায় ইসরায়েল৷ এদিকে ইসরায়েলী আগ্রাসনে কয়েকশ বাড়ি ধ্বংস হয়ে গেছে৷ জাতিসংঘের হিসেব অনুযায়ি নিহতদের মধ্যে শতকরা ২৫ ভাগই বেসামরিক নাগরিক৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ইসরায়েল-ফিলিস্তিনী সংকট নাটকীয়তার দিকে মোর নিচ্ছে বলার পরও, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শান্তি প্রচেষ্টা স্থবির হয়ে পরেছে৷ অন্যদিকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সম্বলিত আরবলীগের একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পেশ করেছে লিবিয়া৷

এদিকে গাজায় ইসরায়েলী আগ্রাসন বন্ধের জন্যে আরবলীগ যে প্রচেষ্টা চালাচ্ছে, তা গঠনমূলক ভাবে বিবেচনা করার জন্যে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাংক ভাল্টার স্টায়ানমায়ার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ স্টায়ানমায়ার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে, গাজার যুদ্ধ নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অগ্রগতিকে বাধাগ্রস্থ করছে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ