ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্কে বিক্ষোভ দেখাতে গিয়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত ১৫ বছরের নাবালক।
বিজ্ঞাপন
জন্মদিনেই ইসরায়েলের নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যুবরণ করতে হলো ওয়েস্ট ব্যাঙ্কের ১৫ বছরের বালক আলি আবু আলিয়াকে। গত শুক্রবারই ছিল তার জন্মদিন। ওই দিন পাড়ার মোড়ে ইসরায়েলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ফিলিস্তিনের বিক্ষোভকারীদের সংঘাত দেখতে গিয়েছিল সে। যোগ দিয়েছিল সেই বিক্ষোভে। সেখানেই ইসরায়েলের নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় তার। এই নিয়ে গত এক বছরে পাঁচজন নাবালককে গুলি করে মারলো ইসরায়েল।
যেসব দেশ ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি
বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনো কিছু দেশ তা দেয়নি কিংবা দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রয়েছে৷ ছবিঘরে থাকছে সেরকম কিছু দেশের কথা৷
ছবি: picture-alliance/N. Alon
আফগানিস্তান
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি৷
ছবি: picture-alliance/AP Photo/R. Gul
আলজেরিয়া
ইসরায়েল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও আলজেরিয়া এখনো তা করেনি৷ এমনকি উত্তর আফ্রিকার দেশগুলো যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে, আলজেরিয়া সেদিকে আগায়নি৷
ছবি: Reuters/R. Boudina
বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি৷ ফলে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনা৷ একইভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করা যায় না৷
ছবি: picture-alliance/NurPhoto/M. Ponir Hossain
ভুটান
ইসরায়েলের সঙ্গে ভুটানের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷
ছবি: Michael Marek/Anja Steinbuch
ব্রুনাই
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ব্রুনাই৷
ছবি: Reuters
কোমোরোস
কোমোরোস দ্বীপপুঞ্জের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে যৌথ বাণিজ্যিক সম্পর্কের উদাহরণ রয়েছে৷
জিবুতি
জিবুতির সঙ্গে কোন আনুষ্ঠানিক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরায়েলের৷ অতীতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি৷
ছবি: Getty Images/AFP/S. Maina
ইন্দোনেশিয়া
ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও অনানুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে৷ এমনকি ইসরায়েলিরা চাইলে সিঙ্গাপুর থেকে ভিসা নিয়ে বালিতে যেতে পারেন৷ আর ইন্দোনেশীয়রা তীর্থযাত্রী হিসেবে ইসরায়েলে যেতে পারেন৷
ছবি: AFP/STR
ইরাক
২০০৩ সালে ইরাক যুদ্ধের পর ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কোন্নয়নের চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি৷
ছবি: picture-alliance/epa/A. Abbas
কুয়েত
ইসরায়েলের সঙ্গে কুয়েতের সম্পর্ক কখনোই বন্ধুভাবাপন্ন হয়নি৷ ইসরায়েলের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কেউ দেশটিতে প্রবেশ করতে পারেনা৷
ছবি: robertharding/picture-alliance
লেবানন
লেবানন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ অব্যাহত রয়েছে৷ বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে উভয় দেশের জনগণের এক বড় অংশ প্রতিবেশিদের প্রতি বিরূপ ধারনা পোষণ করে৷
ছবি: Joseph Eid/AFP/Getty Images
লিবিয়া
আফ্রিকার দেশ লিবিয়ার সঙ্গে ইসরায়েলের কোন সম্পর্ক নেই৷
ছবি: picture-alliance/Photoshot
মালয়েশিয়া
মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশও করা যায় না৷ তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷
ছবি: Getty Images/AFP/Goh Chai Hin
উত্তর কোরিয়া
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ উত্তর কোরিয়া৷ দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ শত্রুতাপূর্ণ৷
ছবি: picture-alliance/AP Photo/W. Maye-E
ওমান
আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ওমান৷ তবে, ১৯৯৬ সাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷
নানামুখী চাপ সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে পাকিস্তান৷ দেশটির পাসপোর্টধারী কেউ পাকিস্তানে প্রবেশও করতে পারে না৷
ছবি: picture-alliance/dpa/AP/B. K. Bangash
কাতার
ইসরায়েলের সঙ্গে কাতারের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল৷
ছবি: picture-alliance/augenklick/firo Sportphoto
সৌদি আরব
সৌদি আরব এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি৷ তবে এই অবস্থা শীঘ্রই বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
ছবি: picture-alliance/AA/E. Yorulmaz
সোমালিয়া
ইসরায়েলের সঙ্গে সোমালিয়ার কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷
ছবি: Getty Images/AFP/M. Abdiwahab
সিরিয়া
প্রতিবেশি রাষ্ট্র সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ দুর্বল৷ দু’দেশের মধ্যে গোলাইন হাইটস এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে৷
ছবি: Reuters/G. Tomasevic
টিউনিশিয়া
ইসরায়েলের সঙ্গে টিউনিশিয়ার কোন আনুষ্ঠানিক শান্তি চুক্তি নেই৷ তবে, দেশটির পাসপোর্ট ব্যবহার করে টিউনিশিয়া ভ্রমণ করা যায়৷ সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক বেশ নাজুক হয়ে উঠেছে৷
ছবি: Chedly Ben Ibrahim/NurPhoto/picture alliance
ইয়েমেন
ইয়েমেনের সঙ্গে ইসরায়েলের কোন ধরনের সম্পর্ক নেই৷ ইসরায়েলি পাসপোর্ট বা ইসরায়েলের স্টাম্প আছে এমন কোন পাসপোর্ট নিয়ে ইয়েমেনে প্রবেশ করা যাবে না৷ দ্রষ্টব্য: ছবিঘরটিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকা, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য ব্যবহার করা হয়েছে৷
ছবি: Mohammed Huwais/AFP/Getty Images
22 ছবি1 | 22
আলি আবু আলিয়ার পরিবার ধার্মিক। কোনো বছরই ছেলের জন্মদিন পালন করেননি তার বাবা-মা। কিন্তু ১৫ বছরের জন্মদিন বিশেষ। তাই বাবা-মা ঠিক করেছিলেন এ বছর ছেলের জন্মদিন পালন করা হবে। মা কেকও বানিয়েছিলেন। গত শুক্রবার বাড়িতে যখন জন্মদিনের প্রস্তুতি চলছে, তখনই রাজধানী শহরের অদূরে আলির পাড়ার মোড়ে বিক্ষোভ শুরু হয়। প্রায় প্রতি সপ্তাহেই এমন বিক্ষোভ চলে। এ দিন বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পর আলি তা দেখতে যায়। তার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের দিকে গুলি চালাতে শুরু করে। আলি তলপেটে গুলি লাগে।
বিক্ষোভকারীরাই আলিকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে সামান্য চিকিৎসার পরেই আলির মৃত্যু হয়। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আলির মা খবর পেয়ে অচৈতন্য হয়ে পড়েন। আলির বাবা সংবাদমাধ্যমকে বলেন, এরপর তাঁদের জীবনের আর কোনো মানে থাকল না।
ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে শিশু এবং কিশোরদের অধিকার নিয়ে কাজ করছে ডিফেন্স ফর চিলড্রেনস ইনট্যারন্যাশনাল প্যালেস্তাইন। তাদের বক্তব্য, গত এক বছরে এই নিয়ে পাঁচজন নাবালককে গুলি করে মারল ইসরায়েলের নিরাপত্তারক্ষীরা। তার আগের বছরে সংখ্যাটি আরো বেশি ছিল।
অধিকাররক্ষী সংগঠনগুলির বক্তব্য, গোটা বিশ্বেই নাবালকদের জন্য বিশেষ আইন আছে। তাদেরকে এ ভাবে হত্যা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কিন্তু ইসরায়েল এ সব কিছুর তোয়াক্কা করে না। একাধিকবার তাদের গুলিতে নাবালকদের মৃত্যু হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মহলে তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না।
বস্তুত, আলির মৃত্যুর পর স্থানীয় মানুষেরা জানিয়েছেন, প্রায় প্রতি সপ্তাহেই ওই এলাকায় ইসরায়েলের নিরাপত্তরক্ষীদের সঙ্গে এলাকার মানুষের সংঘাত হয়। এর আগে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথরও মারা হয়েছে। তবে তাঁদের দাবি, শুক্রবারের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ।