1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

ইসরায়েলের দাবি, পুটিন ক্ষমা চেয়েছেন

৬ মে ২০২২

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে ফোনে কথা বলেন পুটিন। সেখানেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের মন্তব্য নিয়ে পুটিন ক্ষমা চান বলে দাবি ইসরায়েলের।

ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন পুটিন।
ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন পুটিন। ছবি: Alexander Nemenov/AFP/Getty Images

লাভরভ সম্প্রতি দাবি করেছিলেন, হিটলারের শরীরেও সম্ভবত ইহুদি রক্ত ছিল। লাভরভের এই মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। বিশেষ করে ইসরায়েল এই মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়। বেনেট বলেছিলেন, এই ধরনের মিথ্যা কথা বলা হয় ইহুদিদের ঘাড়ে দোষ চাপানোর জন্য।

বৃহস্পতিবার পুটিনের সঙ্গে বেনেটের কথা হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ''প্রধানমন্ত্রী পুটিনের ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন। পুটিন ক্ষমা চাওয়ায় তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন।''

তবে ক্রেমলিনের পক্ষ থেকে সরাসরি ক্ষমা চাওয়ার কথা বলা হয়নি। তারা জানিয়েছে, পুটিন ও বেনেট হলোকাস্ট নিয়ে কথা বলেছেন। আর পুটিন বেনেটকে বলেছেন, মারিউপলের ইস্পাত কারখানায় আটকে থাকা মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে দিতে তিনি রাজি। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে মধ্যস্থতা করার চেষ্টা করছে ইসরায়েল। ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে কড়া মনোভাব না দেখানোয় সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল।

ইসরায়েলের মিডিয়া এই সপ্তাহে জানিয়েছিল, ইউক্রেনে সামরিক ও বেসামরিক সাহায্য আরো বাড়ানো হবে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ