1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের নতুন বসতি নির্মাণের পরিকল্পনা, ক্ষুব্ধ ফিলিস্তিন

১৬ অক্টোবর ২০১০

ইসরায়েল পূর্ব জেরুসালেমে ২৩৮টি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে৷ প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ফিলিস্তিনের৷ এর ফলে, ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি আলোচনার অচলাবস্থা কাটিয়ে, আবার শুরু করা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে৷

Israeli, settlement, Jerusalem, ইসরায়েল, ফিলিস্তিন
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

সংযোজিত পুর্বাঞ্চলে বসতি নির্মাণের জন্যে এই প্রথম টেন্ডার দিল ইসরায়েল৷ এই শহরটিকে ঘিরে দশ মাস ধরে বিতর্ক চলছে৷ জেরুসালেমের কাছাকাছি পিসগাত জিভ এবং রামোটে দুটি ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে৷ ইসরায়েল শান্তির বদলে বসতি স্থাপনকেই বেছে নিচ্ছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি মধ্যস্থতাকারী সায়েব এরাকাত৷

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন সরকারি কর্মকর্তা জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে বলেছেন, টেন্ডারের অনুমতি প্রদান করা হয়েছে৷ তবে ইসরায়েল সেনাবাহিনীর রেডিও, প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, এই সিদ্ধান্ত নিয়েছেন গৃহনির্মাণ মন্ত্রী আরিয়েল আতিয়াস৷ রেডিওতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীকে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে৷ এবং একই সঙ্গে জানানো হয়েছে হোয়াইট হাউসকেও৷ বিশেষ করে, গত মার্চের লজ্জাজনক পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতেই৷ সেইসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সফরকালে, একটি স্থানীয় পরিকল্পনা কমিটি ১৬'শ টি এ্যাপার্টমেন্ট নির্মাণের ঘোষণা দেয়৷ নেতানিয়াহু সেইসময় বলেছিলেন যে, এই কথা তাঁকে জানানো হয়নি৷

এদিকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেছেন, ব্যাপারটি জেনে যুক্তরাষ্ট্র ‘হতাশা' ব্যক্ত করেছে৷ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে সরাসরি আলোচনার প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এই ঘটনা তার বিরুদ্ধ বলে ইসরায়েলের কাছে প্রতিবাদও জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, ক্রাউলি বলেন, আমাদের সচেতনতার ব্যাপারে বেশ ভালোভাবেই সতর্ক আছে ইসরায়েল৷

ওদিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত মার্ক ওটের সঙ্গে পশ্চিমতীরের কার্যালয়ে বৈঠকের পরে ফিলিস্তিনি আলোচক সায়ের এরাকাত বলেছেন, ‘‘এই টেন্ডার আহ্বানের মধ্যে দিয়ে ইসরায়েল এটাই প্রমাণ করলো যে, শান্তি নয়, বসতি স্থাপনই ইসরায়েলের পছন্দ৷ আর এই কারণেই আলোচনা ব্যর্থতাই পর্যবসিত হয়েছে৷'' তিনি বলেন, পূর্ব জেরুসালেমকে রাজধানী করে পশ্চিম তীর এবং গাজায় রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের জন্যে জাতিসংঘের কাছে প্রস্তাব রাখলে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের সমর্থন যেন পাওয়া যায়, সেজন্যে তিনি ইতোমধ্যেই তাঁদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের আগে সীমান্ত এলাকায় রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্যে ফিলিস্তিন এবং তাদের আরব সমর্থক দেশসমূহ জাতিসংঘের কাছে আহ্বান জানাতে চাচ্ছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ