আট দলের জোটের সরকারের পক্ষে ভোট দিলো ইসরায়েলের পার্লামেন্টে ক্নেসেট৷ এর মাধ্যমে ১২ বছর ক্ষমতায় থাকা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হলো৷
বিজ্ঞাপন
রোববার ইসরায়েলের আইনপ্রণেতারা এক ভোটের মাধ্যমে জোট সরকারের পক্ষে নিজেদের সমর্থন জানান৷ বিভিন্ন ইস্যুতে বিপরীত মেরুতে অবস্থান করা আটটি দল কেবল নেতানিয়াহুর শাসনের অবসান বিষয়ে একমত হয়ে এই জোট সরকার গঠন করেছে৷ ১২০ আসনের ক্নেসেটে ৬০-৫৯ ব্যবধানে জিতে সরকার গঠন করছে এই জোট৷
রোববারই নেতানিয়াহুর একসময়ের মিত্র নাফতালি বেনেট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ইয়েশ আতিদ পার্টির মাইকে লেভিকে ক্নেসেটের স্পিকার নির্বাচিত করা হয়েছে৷
ক্নেসেটের বিশেষ অধিবেশন, উত্তেজনা
সাবেক প্রধানমন্ত্রীর বিদায় এবং নতুন প্রধানমন্ত্রীর শপথ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন আয়োজন করা হয় ক্নেসেটে৷ নেতানিয়াহু এবং বেনেট দুজনেই অধিবেশনে বক্তব্য রাখেন৷ দুজনের বক্তব্যের সময়েই বিপক্ষের আইনপ্রণেতারা দুয়োধ্বনি দেন৷
বক্তব্যে নাফতালি বেনেট তার জোট ‘পুরো ইসরায়েলের প্রতিনিধিত্ব’ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ বেনেটকে উদ্ধৃত করে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎস জানিয়েছে, ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলের আরব নাগরিকদের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে তার জোট সরকার৷ নেতানিয়াহুকে তার ভূমিকার জন্য ধন্যবাদও জানান বেনেট৷
ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও মন্তব্য করেন বেনেট। তিনি বলেন, ‘‘ইসরায়েল ইরানকে পরমাণু বোমার অধিকারী হতে দিবে না৷’’
এদিকে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দল ডানপন্থি লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহু জানিয়েছেন বিরোধী ভূমিকায় তার দল শক্তিশালী ভূমিকা পালন করবে।
এডিকে/এফএস
যেসব দেশ ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি
বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনো কিছু দেশ তা দেয়নি কিংবা দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রয়েছে৷ ছবিঘরে থাকছে সেরকম কিছু দেশের কথা৷
ছবি: picture-alliance/N. Alon
আফগানিস্তান
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি৷
ছবি: picture-alliance/AP Photo/R. Gul
আলজেরিয়া
ইসরায়েল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও আলজেরিয়া এখনো তা করেনি৷ এমনকি উত্তর আফ্রিকার দেশগুলো যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে, আলজেরিয়া সেদিকে আগায়নি৷
ছবি: Reuters/R. Boudina
বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি৷ ফলে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনা৷ একইভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করা যায় না৷
ছবি: picture-alliance/NurPhoto/M. Ponir Hossain
ভুটান
ইসরায়েলের সঙ্গে ভুটানের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷
ছবি: Michael Marek/Anja Steinbuch
ব্রুনাই
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ব্রুনাই৷
ছবি: Reuters
কোমোরোস
কোমোরোস দ্বীপপুঞ্জের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে যৌথ বাণিজ্যিক সম্পর্কের উদাহরণ রয়েছে৷
জিবুতি
জিবুতির সঙ্গে কোন আনুষ্ঠানিক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরায়েলের৷ অতীতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি৷
ছবি: Getty Images/AFP/S. Maina
ইন্দোনেশিয়া
ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও অনানুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে৷ এমনকি ইসরায়েলিরা চাইলে সিঙ্গাপুর থেকে ভিসা নিয়ে বালিতে যেতে পারেন৷ আর ইন্দোনেশীয়রা তীর্থযাত্রী হিসেবে ইসরায়েলে যেতে পারেন৷
ছবি: AFP/STR
ইরাক
২০০৩ সালে ইরাক যুদ্ধের পর ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কোন্নয়নের চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি৷
ছবি: picture-alliance/epa/A. Abbas
কুয়েত
ইসরায়েলের সঙ্গে কুয়েতের সম্পর্ক কখনোই বন্ধুভাবাপন্ন হয়নি৷ ইসরায়েলের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কেউ দেশটিতে প্রবেশ করতে পারেনা৷
ছবি: robertharding/picture-alliance
লেবানন
লেবানন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ অব্যাহত রয়েছে৷ বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে উভয় দেশের জনগণের এক বড় অংশ প্রতিবেশিদের প্রতি বিরূপ ধারনা পোষণ করে৷
ছবি: Joseph Eid/AFP/Getty Images
লিবিয়া
আফ্রিকার দেশ লিবিয়ার সঙ্গে ইসরায়েলের কোন সম্পর্ক নেই৷
ছবি: picture-alliance/Photoshot
মালয়েশিয়া
মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশও করা যায় না৷ তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷
ছবি: Getty Images/AFP/Goh Chai Hin
উত্তর কোরিয়া
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ উত্তর কোরিয়া৷ দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ শত্রুতাপূর্ণ৷
ছবি: picture-alliance/AP Photo/W. Maye-E
ওমান
আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ওমান৷ তবে, ১৯৯৬ সাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷
নানামুখী চাপ সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে পাকিস্তান৷ দেশটির পাসপোর্টধারী কেউ পাকিস্তানে প্রবেশও করতে পারে না৷
ছবি: picture-alliance/dpa/AP/B. K. Bangash
কাতার
ইসরায়েলের সঙ্গে কাতারের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল৷
ছবি: picture-alliance/augenklick/firo Sportphoto
সৌদি আরব
সৌদি আরব এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি৷ তবে এই অবস্থা শীঘ্রই বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
ছবি: picture-alliance/AA/E. Yorulmaz
সোমালিয়া
ইসরায়েলের সঙ্গে সোমালিয়ার কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷
ছবি: Getty Images/AFP/M. Abdiwahab
সিরিয়া
প্রতিবেশি রাষ্ট্র সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ দুর্বল৷ দু’দেশের মধ্যে গোলাইন হাইটস এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে৷
ছবি: Reuters/G. Tomasevic
টিউনিশিয়া
ইসরায়েলের সঙ্গে টিউনিশিয়ার কোন আনুষ্ঠানিক শান্তি চুক্তি নেই৷ তবে, দেশটির পাসপোর্ট ব্যবহার করে টিউনিশিয়া ভ্রমণ করা যায়৷ সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক বেশ নাজুক হয়ে উঠেছে৷
ছবি: Chedly Ben Ibrahim/NurPhoto/picture alliance
ইয়েমেন
ইয়েমেনের সঙ্গে ইসরায়েলের কোন ধরনের সম্পর্ক নেই৷ ইসরায়েলি পাসপোর্ট বা ইসরায়েলের স্টাম্প আছে এমন কোন পাসপোর্ট নিয়ে ইয়েমেনে প্রবেশ করা যাবে না৷ দ্রষ্টব্য: ছবিঘরটিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকা, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য ব্যবহার করা হয়েছে৷