সাম্প্রতিক ইহুদি-বিদ্বেষের ঘটনার নিন্দা করলেন জার্মানির আইনসভার সদস্যরা। অনেকেই বললেন, ইসরায়েল আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে পারে।
বিজ্ঞাপন
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনা নিয়ে আলোচনা হলো জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে। সেখানে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হাইকো মাস বলেন, ''যে সব ইহুদি-বিদ্বেষীরা ঘৃণা ছড়াচ্ছে, অপরাধমূলক কাজ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া উচিত।'' মাস বলেন, ''আমাদের পথে ধর্মবিদ্বেষের জন্য এক সেন্টিমিটার জায়গাও নেই।''
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।'' তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের রকেট-সন্ত্রাসের প্রসঙ্গও তোলেন। সংঘর্ষ থামাতে তার প্রস্তাব, ''হামাসকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে হবে, যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে।''
বুন্দেসটাগ পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান ও সিডিইউ নেতা নরবার্ট বলেছেন, ''জার্মানিকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। না হলে ওই অঞ্চলে হিংসা আরো বাড়বে।'' তার মতে, ''এই সংঘাতকে এখন সব চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঘরের ও পররাষ্ট্র নীতির বাস্তবতাকে বুঝতে হবে।''
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: বিশ্বজুড়ে প্রতিবাদ
এক সপ্তাহ ধরে জেরুসালেমে হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে৷ ইসরায়েলের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, দাবি ফিলিস্তিনের৷ এই দ্বন্দ্ব অবসানে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
নিউ ইয়র্কে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের বিক্ষোভ
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ইসরায়েল সমর্থকদের সমাবেশের সময় ফিলিস্তিনের সমর্থনে পতাকা ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক অর্থোডক্স ইহুদিকে৷ প্ল্যাকার্ডে ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের হিংস্রতার নিন্দা জানানো হয়েছে৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
ইসরায়েলের সমর্থনে মিছিল
টাইমস স্কয়ারে ইসরায়েলের সমর্থকরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে৷ প্ল্যাকার্ডে লেখা ‘ইসরায়েল ইজ আন্ডার অ্যাটাক’৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
দুই পক্ষের তর্ক
ইসরায়েলের সমর্থনে টাইমস স্কয়ারে সমাবেশ হচ্ছে৷ এ সময় এক ফিলিস্তিন সমর্থক অর্থোডক্স ইহুদির সাথে তর্কে জড়িয়ে পড়েন ইসরায়েল সমর্থক এক নারী৷
ছবি: David 'Dee' Delgado/REUTERS
ম্যানহাটনে ইসরায়েল বনাম ফিলিস্তিন
ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেটের সামনে ইসরায়েলি সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন এক ফিলিস্তিন সমর্থক নারী৷
ছবি: Eduardo Munoz/REUTERS
ফিলিস্তিনিদের বিক্ষোভ
ইসরায়েলি কনস্যুলেটের সামনে প্রতিবাদের পর ফিলিস্তিন সমর্থকরা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানান৷
ছবি: Eduardo Munoz/REUTERS
‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে মিউনিখে৷ প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’৷
ছবি: Sachelle Babbar/ZUMA Wire/picture alliance
ইরানে বিক্ষোভ সমাবেশ
ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশে যোগ দেন হাজারো মানুষ৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
কেপ টাউন, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকার কেপ টাউনে পার্লামেন্টের বাইরে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ করছেন কয়েকশ’ মানুষ৷
ছবি: Mike Hutchings/REUTERS
স্যান্ডটন, সাউথ আফ্রিকা
স্যান্ডটনে ইসরায়েল ট্রেড অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান এই বিক্ষোভকারীদের৷
ছবি: Siphiwe Sibeko/REUTERS
লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশে পতাকা আর প্ল্যাকার্ড হাতে হাজির হন হাজারো সমর্থক৷
ছবি: Toby Melville/REUTERS
বিক্ষোভের ঢেউ কেনিয়ায়
ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ সমাবেশের সময় পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে৷
ছবি: Monicah Mwangi/REUTERS
ইস্তাম্বুলে ইসরায়েল কনস্যুলেটের সামনে...
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েল কনস্যুলেটের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ৷
ছবি: Dilara Senkaya/REUTERS
12 ছবি1 | 12
ফ্রি ডেমোক্রেটিক পার্টির সদস্য আলেকজান্ডার ল্যাম্বসডরফ জানান, তিনি বনের সিনাগগে গিয়েছিলেন। ইহুদিদের পবিত্র স্থানে ঢিল মারা হয়েছে। ইসরেয়ালের পতাকা পোড়ানো হয়েছে। তার মতে যারা এই ঢিল মারছে, তারা ঘৃণা ছড়াচ্ছে।
অতি দক্ষিণপন্থি এএফডি দলের সদস্যরাও হামাসের আক্রমণের নিন্দা করেছেন। তারা অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিরও সমালোচনা করেছেন।