1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনি শিশু নির্যাতন

২১ জুন ২০১৩

প্রতিদিন গড়ে অন্তত দু’জন ফিলিস্তিনি শিশুকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা৷ জেলে পুরে চালায় শারীরিক ও মানসিক নির্যাতন৷ প্রায় ৭ হাজার শিশুর ওপর এমন অমানবিক নির্যাতনের তথ্য দিয়ে একটি প্রতিবেদনে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ৷

Bildnummer: 54156592 Datum: 20.06.2010 Copyright: imago/Xinhua (100620)-- GAZA, June 20, 2010 (Xinhua) -- Palestinian children attend a protest calling for ending the siege on Gaza Strip and opening the crossings, in Gaza City, June 20, 2010. (Xinhua)(axy) (2)GAZA-ISRAEL-PROTEST PUBLICATIONxNOTxINxCHN Gesellschaft Politik Protest Kinder Ende Blockade Grenzöffnung Premiumd xint kbdig xub 2010 quer Bildnummer 54156592 Date 20 06 2010 Copyright Imago XINHUA Gaza June 20 2010 XINHUA PALESTINIAN Children attend a Protest Calling for ending The Victories ON Gaza Strip and Opening The crossings in Gaza City June 20 2010 XINHUA axy 2 Gaza Israel Protest PUBLICATIONxNOTxINxCHN Society politics Protest Children End Blockade Border premiumd Kbdig 2010 horizontal
ছবি: imago/Xinhua

জাতিসংঘের শিশু অধিকার কমিটির তৈরি প্রতিবেদনে যেসব তথ্য এসেছে তা সত্যিই নিন্দা জানানোর মতো৷ ১২ থেকে ১৭ বছর বয়সি শিশুদের মূলত ইসরায়েলি সেনাসদস্যদের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার অভিযোগে আটক করা হয়৷ শিশুদের ধরতে রাতের অন্ধকারেও চালানো হয় অভিযান৷ ধরেই শক্ত করে বাঁধা হয় হাত, চোখ – সেই অবস্থায় নিয়ে গিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য চালানো হয় নির্যাতন৷ বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়, শিশুদের প্রতি ইসরায়েলি সেনাদের আরেক নিষ্ঠুরতার কথাও৷ ২০১০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অন্তত ১৪ বার ফিলিস্তিনি শিশুদের ব্যবহার করা হয়েছে ‘মানবঢাল' হিসেবে৷ কোনো ভবনে অভিযান চালাতে গেলে ফিলিস্তিনিরা যখন পাথর ছুঁড়তে থাকে, ইসরায়েলি সেনারা তখন সামনে দাঁড় করায় আটক শিশুদের, উদ্দেশ্য – ঢিল বা গুলি যাই আসুক, আঘাতটা আগে লাগবে শিশুদের গায়ে!

ফিলিস্তিনি শিশুদের ব্যবহার করা হচ্ছে ‘মানবঢাল' হিসেবেছবি: imago/Xinhua

জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংস্থা, সেনাসূত্র এবং ফিলিস্তিনি আর ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটি৷ পরিবেশিত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেই চলে৷ তারপরও ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে৷ সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রতিবেদনটি পক্ষপাতিত্বপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷

এসিবি/এসি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ