গাজায় উত্তপ্ত পরিস্থিতির আঁচ পড়ল ভারতের সংসদে৷ গাজায় লাগাতার ইসরায়েলি হামলা নিয়ে বিরোধী দলগুলির বিতর্কের প্রস্তাব নাকচ করে দিয়ে সরকার বলেছে, এতে ইসরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্কে প্রভাব পড়তে পারে৷
বিজ্ঞাপন
এটাকে ভারতের ইসরায়েল নীতিতে একটা নতুন মোড় বলে মনে করছে দিল্লির কূটনৈতিক মহল৷
গাজা ভূখন্ডে ইসরায়েলের লাগাতার হানা নিয়ে মোদী সরকারের অবস্থান কী, সেটা খোলসা করতে বিরোধীপক্ষ সংসদে আলোচনার জন্য ক্রমাগত দাবি জানাতে থাকলে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, সংসদে এই ইস্যু নিয়ে আলোচনা হলে ইসরায়েলের কাছে ভুল বার্তা যাবে, যেটা সরকার চায় না৷
ছবিতে গাজা
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ক্রমশ বাড়ছেই৷ তবুও হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই৷ গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে ছবিঘর৷
ছবি: Reuters
স্বজনের আর্তনাদ
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ক্রমশ বাড়ছেই৷ ছবিতে স্বজনের মৃত্যুতে বিলাপ করছেন এক ফিলিস্তিনি৷ গাজায় এমন দৃশ্য প্রতিনিয়ত দেখা যাচ্ছে৷ ছবিটি ২১ জুলাই তোলা৷
ছবি: Reuters
নিরাপদ আশ্রয়ের সন্ধান
বিমান হামলা চালানো হবে - ইসরায়েলের এমন সতর্কবার্তা শুনে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছে একদল ফিলিস্তিনি৷ ২২ জুলাই ছবিটি তোলা৷ মঙ্গলবার গাজায় হামলার পরিমাণ আরো বাড়িয়েছে ইসরায়েল৷
ছবি: Reuters
ধ্বংসস্তূপের মাঝে আশ্রয়ের সন্ধান
সহায়সম্বল বলতে যা কিছু তা ঐ কাগজের বাক্সে৷ আর এই বাক্সসহ রাস্তায় হাঁটছে গাজার এই শিশুটি৷ তার পেছনে থাকা ধ্বংসস্তূপ একটি বাড়ির৷ গাজার পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় বাড়িটি এভাবে ধসে গেছে৷
ছবি: Reuters
ধোঁয়ার কুণ্ডলী
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলার কারণে সৃষ্টি হয়েছে এই ধোঁয়া৷ ২২ জুলাই গাজা থেকে তোলা ছবি এটি৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন৷ কিন্তু তাঁর এই আহ্বান তেমন একটা আমলে নিচ্ছে না ইসরায়েল বা হামাস৷
ছবি: Reuters
বাদ পড়ছে না হাসপাতালও
গাজার মসজিদ, স্কুল এমনকি হাসপাতালেও হামলা চালাচ্ছে ইসরায়েল৷ ফলে বেসামরিক প্রাণহানি বাড়ছে৷ ছবিতে গাজা সিটির আল-সাফিয়া হাসপাতালে শিশুদের মরদেহবাহী একটি লাশের ব্যাগ সরাচ্ছেন সেচ্ছাসেবীরা৷
ছবি: Marco Longari/AFP/Getty Images
গাধার গাড়িতে পালানো
গাধায় টানা গাড়িতে করে পালাচ্ছেন ফিলিস্তিনিরা৷ ছবিটি ২১ জুলাই তোলা৷ বলাবাহুল্য, ফিলিস্তিনিদের পক্ষে গাজার বাইরে যাওয়া প্রায় অসম্ভব৷ কারণ অঞ্চলটির দুই দিক ঘিরে রেখেছে ইসরায়েল৷ আর একদিকে মিসরের সঙ্গে সীমান্ত৷ অপর পাশে সমুদ্র৷ ফলে গাজার মধ্যেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয় তাদের৷
ছবি: Reuters
ইসরায়েলি সেনা
গাজার উত্তরাঞ্চলে ‘স্টেজিং এরিয়ার’ দিকে তাকিয়ে আছেন ইসরায়েলি সেনারা৷ গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও পরিচালনা করছে ইসরায়েল৷ এতে ইসরায়েলি কয়েকজন সেনা নিহত হয়েছে৷
ছবি: Reuters
হামলার প্রতিবাদ
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে৷ ছবিটি গত ২০ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তোলা৷
ছবি: Reuters
নিষেধাজ্ঞা, অগ্নিকাণ্ড
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করে প্যারিস পুলিশ৷ প্রতিবাদে রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সাধারণ জনতা৷ ছবিটি ২০ জুলাই তোলা৷ এই ঘটনার পর প্যারিসে অবস্থানরত ইহুদিদের নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
এথেন্সে প্রতিবাদ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গ্রিসের রাজধানী এথেন্সে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়৷ ছবিটি ১৭ জুলাই তোলা৷
ছবি: Reuters
ঢাকায় প্রতিবাদ
হামাস এবং ইসরায়েলের মধ্যকার সহিংস পরিস্থিতি নিরসনে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশিরা৷ ছবিটি ১৮ জুলাই তোলা৷ বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসও গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন৷
ছবি: Reuters
11 ছবি1 | 11
তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিন্দাসূচক প্রস্তাব সরকার সংসদে আনার বিরোধী৷ দেশের পররাষ্ট্র নীতিতে জাতীয় স্বার্থ সবার আগে৷ তবে ভারতের ফিলিস্তিনি নীতিতে কোনো পরিবর্তন হয়নি৷ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতি ভারতের সমর্থন আছে আগের মতোই৷ সেইসঙ্গে আছে ফিলিস্তিনি জনগণের প্রতি ভারতের পূর্ণ সহমর্মিতা৷ তার অর্থ এই নয় যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভারত এগিয়ে নিয়ে যাবে না৷ কাজেই ভারতের মতে, বর্তমান গাজা সংঘর্ষ পরিস্থিতিতে সবথেকে ভালো হয় যদি মিশরের উদ্যোগে দেয়া শান্তি প্রস্তাব উভয়পক্ষ মেনে নেয়৷
দিল্লির কূটনৈতিক মহল মনে করে মোদী সরকার উভয়পক্ষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা ভারসাম্য আনতে চাইছে৷ বিজেপি সাংসদ চন্দন মিত্রের কথায়, এক পক্ষের দিকে বেশি ঝুঁকলে দেশের পররাষ্ট্র নীতিতে বিরূপ প্রভাব পড়বে৷ ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাসূচক প্রস্তাব আনার জন্য বিরোধীদের দাবি নিছক আবেগপ্রসূত৷
উল্লেখ্য, বিজেপির সঙ্গে ইসরায়েলের এক বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল৷ ২০০৬ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদী ইসরায়েল সফরে গিয়ে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী হতে পারলে আবার তিনি ইসরায়েল যাবেন৷ বিজেপির শীর্ষ নেতা এল কে আডবানি ইসরায়েল গিয়েছিলেন ২০০০ সালে৷
গাজার শিশুদের কী অপরাধ?
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ৷ পরিসংখ্যান বলছে, নিহতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই শিশু ও নারী৷ বোমার আঘাতে প্রাণ হারানো শিশুরা হয়ত যুদ্ধ কি তাই জানে না৷ গাজার শিশুদের বর্তমান অবস্থা নিয়ে আমাদের ছবিঘর৷
ছবি: Reuters
ধ্বংসের মাঝে বেঁচে থাকা
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি গাড়ি পরীক্ষা করে দেখছে এক ফিলিস্তিনি শিশু৷ ছবিটি গত ১৪ জুলাই তোলা৷ বিমান হামলায় গাজায় নিহতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই নারী ও শিশু৷
ছবি: Mohammed Abed/AFP/Getty Images
পালিয়ে বাঁচার চেষ্টা
ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে পরিবার পরিজন নিয়ে ছুটছেন ফিলিস্তিনিরা৷ তবে গাজায় তাদের জন্য নিরাপদ আশ্রয় নেই বললেই চলে৷ ফিলিস্তিনি কর্মকর্তারা মনে করেন, ইসরায়েলের হামলা সহসা বন্ধের কোনো লক্ষণ নেই৷
ছবি: Reuters
অপেক্ষা
ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি এই ছেলেটি গাজার দক্ষিণাঞ্চলে মিশর সীমান্তে অ্যাম্বুলেন্সে শুয়ে মিশরে ঢোকার জন্য অপেক্ষা করছে৷ আহতদের চিকিৎসার সুবিধার্থে মিশর রাফা সীমান্ত খুলে দেয় ১০ জুলাই৷
ছবি: Said Khatib/AFP/Getty Images
স্কুলে রাতযাপন
বাড়িতে যে-কোনো মুহূর্তে পড়তে পারে ইসরায়েলের বোমা৷ তাই ঘরবাড়ি ছেড়ে এই শিশুরা আশ্রয় নিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের স্কুলে৷ এখানে যে বোমা পড়বে না, এমন কোনো নিশ্চয়তা নেই৷ তবে আশঙ্কা কম৷
ছবি: Mahmud Hams/AFP/Getty Images
আতঙ্ক
বাড়ির উপরে উড়ছে ইসরায়েলি ড্রোন৷ আর সেটাই দেখছে এই শিশুটি৷
ছবি: Thomas Coex/AFP/Getty Images
ইয়াসমিনের জানাজা
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারায় চার বছরের শিশু ইয়াসমিন৷ ছবিটি ১০ জুলাই তার জানাজার সময় তোলা৷
ছবি: Reuters
বিনা অপরাধে শাস্তি
গাজার শিশুরা জানে না তাদের অপরাধ কি? কেনই বা বোমা হামলার নির্মম শিকার তারা? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারেও এমন প্রশ্ন করেছেন অনেকে৷ গত ১৪ জুলাই তোলা ছবিতে চাচার মৃত্যুতে কাঁদছে দুই শিশু৷
ছবি: Mahmud Hams/AFP/Getty Images
প্রতিবন্ধীদের আশ্রয়
ছবিটি ২০১২ সালের এপ্রিলে তোলা৷ দৃষ্টি প্রতিবন্ধী এক শিশুকে জাতিসংঘের স্কুলে নিয়ে যাচ্ছে তার এক সহপাঠী৷ গাজায় ইসরায়েলি হামলায় আহতও হচ্ছে অসংখ্য শিশু৷ পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হচ্ছে তাদের৷ তবে এই শিশুটি ইসরায়েলি হামলায় দৃষ্টি হারিয়েছে কিনা জানা যায়নি৷
ছবি: Reuters
নিরাপদ আশ্রয়ের সন্ধান
ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে অনেক ফিলিস্তিনি তাদের স্ত্রী সন্তান নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন৷ তবে গাজার দু’দিকে ইসরায়েল, একদিনে মিশর এবং অপর পাশে সমুদ্র৷ এই অবস্থায় নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া দুষ্কর৷ তবুও প্রাণ বাঁচানোর চেষ্টা৷
ছবি: picture-alliance/dpa
হামলা নতুন নয়
গাজায় ইসরায়েলের হামলা নতুন নয়৷ হামাসের রকেট ছোড়ার জবাব সেদেশ দেয় বিমান হামলার মাধ্যমে৷ আর তাতে অধিকাংশ ক্ষেত্রেই প্রাণ হারায় নারী, শিশু এবং হামাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষ৷
ছবি: Reuters
10 ছবি1 | 10
পরবর্তীকালে কংগ্রেস সরকারও ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলি হানার ক্ষেত্রে ভারতের বিবৃতি থেকে ‘নিন্দা' শব্দটির বদলে ‘উদ্বেগ' শব্দ ব্যবহার করতো৷
অতীতে ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষিতে ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলি হানার সঙ্গে সঙ্গে ভারত ইসরায়েলের নিন্দায় সরব হতো৷ কিন্তু হামাসের মতো ফিলিস্তিনি জঙ্গি সংগঠনকে ভারত কখনো সমর্থন করেনি৷ পাকিস্তানসহ বিশ্বের বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীগুলির সঙ্গে হামাসের যোগ আছে বলে ভারতের সন্দেহ৷
উল্লেখ্য, নরসিমহা রাও-এর প্রধানমন্ত্রীত্বকালে তৎকালীন কংগ্রেস সরকার ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ১৯৯২ সালে৷ ধীরে ধীরে ভারতের নিরাপত্তার খাতিরে ইসরায়েল হয়ে ওঠে ভারতের সমরাস্ত্র জোগানোর অগ্রণী দেশ৷ ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত হয় আর্থিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক স্তরে৷ শুধু তাই নয়, ১৯৯৮ সালে পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইসরায়েল৷