ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে হঠাৎ বিদ্যুৎবিভ্রাটের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান বলছে এটি ইসরায়েলের ‘পারমাণবিক সন্ত্রাস'৷ ইরান আরো মনে করে, এভাবে নাশকতা করে ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে না৷
বিজ্ঞাপন
রাজধানী তেহরানের দক্ষিণে নাতানৎস নিউক্লিয়ার কমপ্লেক্সে রবিবার হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়৷ ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে এসে মাত্র একদিন আগেই ইউরেনিয়াম বাড়ানোর এ উদ্যোগটিতে কাজ শুরুর ঘোষণা দিয়েছিল ইরান৷ এমন এক সময়ে আকস্মিক এ বিদ্যুৎবিভ্রাট উপসাগরীয় দেশটিকে ক্ষুব্ধও করেছে৷ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মেদ জাভেদ জারিফ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে যে আলোচনা শুরু হয়েছে, তাকে ব্যর্থ করার জন্য ইসরায়েল এমনটি করে থাকতে পারে৷
ইরানে নারীদের জন্য নারী নাচের দল
কয়েক বছর আগেও ইরানের কয়েকজন নারী স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন পুরুষ সেজে৷ সেই দেশেই নারীদের নাচের দল গড়েছেন বোশরা৷ দেখুন ছবিঘরে...
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচ তার কৈশোরের প্রেম
অবসর সময়ে তেহরানে নিজের ঘরে বসে সেতার বাজাচ্ছেন বোশরা৷ তবে ৩৩ বছর বয়সি এ নারীর আসল ভালোবাসা নাচ৷ ছোটবেলায় এক বন্ধুকে নাচতে দেখে সেই যে প্রেমে পড়েছিলেন নৃত্যপ্রেম আর ছাড়তে পারেননি৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচের ভুবনে বোশরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে কোনো নারী নাচ শেখার স্বপ্ন দেখলেও সেই স্বপ্নের বাস্তবায়ন খুব কঠিন৷ কিন্তু বোশরা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়ে নাচ শিখেছেন৷ ১৩ বছর ধরে তিনি পেশাদার নৃত্যশিল্পী৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
প্রশিক্ষক বোশরা
পেশাদার নৃত্যশিল্পী হয়ে শুধু নিজের পারফর্ম্যান্সেই মন দেননি৷ নাচ শিখতে আগ্রহীদের কথাও ভেবেছেন৷ ১০ বছর আগে তাই নাচের প্রশিক্ষণও দিচ্ছেন মেয়েদের৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচের দল
তেহরানে মেয়েদের একটি নাচের দলও গড়ে তুলেছেন বোশরা৷ তার দল ব্যালে, ইরানের ঐতিহ্যবাহী সামা-সহ অনেক ধরনের নাচ পারফর্ম করে৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
অনলাইন ক্লাস
করোনা মহামারির সময়েও থেমে থাকেনি নাচের প্রশিক্ষণ৷ ভিডিও কনফারেন্সেও নাচ শিখিয়েছেন বোশরা৷ ওপরের ছবিতে অনলাইন ক্লাসের একটি মুহূর্ত৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
স্বাস্থ্যবিধি মেনে নাচের প্রশিক্ষণ
অনেকের অনলাইন ক্লাসে মন ভরছিল না৷ তাদের স্বাস্থ্যবিধি মেনে নিজের ফ্ল্যাটেই নাচ শিখিয়েছেন বোশরা৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
মঞ্চেও বোশরার দল
মাঝে মাঝে মঞ্চে দর্শক উপস্থিতিতেও পারফর্ম করে বোশরার দল৷ তবে নাচের দল গড়ার জন্য যেমন ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়েছিল, তেমনি মঞ্চে পারফর্ম করার বেলায়ও নিতে হয়েছে মন্ত্রণালয়ের অনুমতি৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
সেল্ফি
নিজের দলের মেয়েদের সঙ্গে সেল্ফি তুলছেন বোশরা্৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
শুধু নারীদের জন্য
তবে একটা শর্তে বোশরার দলকে মঞ্চে পারফর্ম করার অনুমতি দিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়৷ সেই শর্ত অনুযায়ী, বোশরার মেয়েদের নাচের দলের পারফর্ম্যান্স দেখতে পারেন শুধু মেয়েরা৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
9 ছবি1 | 9
পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবাজাদেহ এক সংবাদ সম্মেলনে বিষয়টির জন্য ইসরায়েলকেই দায়ী করেন৷ তিনি বলেন, ‘‘ইরানের জনগণ যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ধৈর্য আর বিজ্ঞের মতো দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, তার প্রতিশোধ নেয়ার জন্য'' ইসরায়েল এমন করেছে৷ সাঈদ খাতিবাজাদেহ আরো বলেন, ‘‘তারা যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনাকে ব্যাহত করার জন্য এমনটি করে থাকে, তাহলে তাদের সেই লক্ষ্য পূরণ হবে না৷''