1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারক

২৬ ফেব্রুয়ারি ২০২২

ইসরায়েলের সুপ্রিম কোর্টে সোমবার চারজন নতুন বিচারক নিয়োগ দেয়া হয়েছে৷ এদের মধ্যে একজন খালেদ কাবুব৷ ৬৩ বছর বয়সি এই বিচারক প্রথম মুসলিম হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেলেন৷

Israel, Jerusalem | Oberster Gerichtshof
ছবি: Rafael Ben-Ari/Chameleons Eye/Newscom/picture alliance

ইসরায়েলের ২০ শতাংশের বেশি নাগরিক আরব৷ তারা ইসরায়েলি-আরব হিসেবে পরিচিত৷ ২০০৩ সাল থেকে সুপ্রিম কোর্টে অন্তত একজন ইসরায়েলি-আরব বিচারক আছেন৷ তবে তারা সবাই খ্রিস্টান ছিলেন৷

এর আগে ১৯৯৯ সালে আবদেল রহমান জোয়াবি নামে একজন মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছিলেন৷ কিন্তু তার মেয়াদ ছিল এক বছর৷

জাফায় জন্ম নেয়া খালেদ কাবুব তেল আভিভ বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়েছেন৷

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের নানা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়৷

১৫ জন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়৷ নিজে পদত্যাগ না করলে কিংবা তাদের সরিয়ে দেয়া না হলে বিচারকরা ৭০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ