ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের সেনার সঙ্গে হামাসের লড়াই। নিহত চার হামাস যোদ্ধা। বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
রাতভর লড়াই। পশ্চিম উপকূল বা ওয়েস্ট ব্যাঙ্কের অন্তত দুইটি এলাকায় রোববার রাতে ইসরায়েলের সেনার সঙ্গে হামাসের লড়াই হয়। ইসরায়েলের পুলিশের দাবি, নির্দিষ্ট খবর পেয়ে তারা হামাসের একটি একটি সেলকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তখনই হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই বাধে। রাতভর লড়াইয়ের পরে অন্তত চার হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে ইসরায়েলের দাবি। ফিলিস্তিনও চারজনের নিহত হওয়ার খবর স্বীকার করেছে।
পশ্চিম তীরে বসতি উচ্ছেদ ও লেবাননে বিমান হামলা
বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে ফিলিস্তিনিদের বসতি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল৷ এসময় সেখানে সংঘাতের ঘটনা ঘটে৷ এদিকে একই দিনে লেবানন থেকে ছোঁড়া রকেটের জবাবে সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ বিস্তারিত ছবিঘরে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
গুড়িয়ে দেয়া ভবন
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে হেবরনের কাছে অবস্থিত ফিলিস্তিনিদের বসতি ভারি যন্ত্র দিয়ে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
পুলিশি অবস্থান
এসময় নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন করা হয় সীমান্ত পুলিশের সদস্যদের৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
আটক
এক পর্যায়ে স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়৷ ছবিতে ইসরায়েলের বাহিনীর হাতে আটক এক ফিলিস্তিনিকে দেখা যাচ্ছে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
অসহায়ত্ব
বসতি উচ্ছেদ ও তার জের ধরে চলছিল সংঘাত৷ ছবিতে ফিলিস্তিনের এক নারীকে ইসরায়েলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে কাঁদতে দেখা যাচ্ছে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
সাউন্ড গ্রেনেড
সংঘাত চলাকালে ফিলিস্তিনিদের দিকে ইসরায়েলের সীমান্ত পুলিশের এক সদস্যকে সাউন্ড গ্রেনেড ছুঁড়তে দেখা যাচ্ছে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
টিয়ার গ্যাস
বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছোঁড়ে৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
সতর্ক অবস্থান
সংঘাত চলাকালে ফিলিস্তিনিদের দিকে অস্ত্র তাক করে সতর্ক অবস্থানে ইসরায়েলের দুই পুলিশ সদস্য৷
ছবি: Mussa Issa Qawasma/REUTERS
লেবানন থেকে রকেট
বুধবার প্রতিবেশি লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছোঁড়ার ঘটনা ঘটেছে৷ দুইটি রকেটই উন্মুক্ত স্থানে পড়ে৷ হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষ৷ তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে রকেট ছোঁড়া হয়েছিল ইরান সমর্থিত হেজবুল্লাহ গেরিলাদের নিয়ন্ত্রিত দক্ষিণ লেবানন থেকে৷
ছবি: Karamallah Daher/REUTERS
ইসরায়েলের জবাব
এই ঘটনার পর প্রথমে ভূমি থেকে লেবাননে গোলা ছোঁড়ে ইসরায়েল৷ এরপর ‘রকেট হামলার স্থান ও সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা’ চালানো হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ ছবিতে দক্ষিণ লেবাননে ইসরায়েল সীমান্তের কাছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বহর দেখা যাচ্ছে৷
ছবি: Aziz Taher/REUTERS
লেবাননের প্রতিক্রিয়া
ইসরায়েলের হামলার ঘটনায় কোন হতাহত হয়নি বলে দাবি করেছে হেজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশন৷ লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এই হামলাকে তার দেশের প্রতি ইসরায়েলের আগ্রাসী মনোভাব হিসেবে অভিহিত করেছেন৷ তিনি একে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সরাসরি হুমকি এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশনের বরখেলাপ বলেও টুইটে উল্লেখ করেন৷
ছবি: Aziz Taher/REUTERS
10 ছবি1 | 10
ইসরায়েল জানিয়েছে, ওয়েস্ট ব্যাঙ্কে হামাসের একটি সেলের বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট খবর ছিল। সেই মোতাবেক রোববার তাদের গ্রেপ্তার করতে যাওয়া হয়। ওয়েস্ট ব্যাঙ্কের দুইটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। দুই জায়গাতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হামাস। এরপরেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ভোরের দিকে চার হামাস যোদ্ধার নিহত হওয়ার খবর প্রকাশ করে ইসরায়েল।
দেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, 'হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। চারজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে জঙ্গি হামলার চক্রান্ত করছিল ওই সন্ত্রাসীরা। দেশের সেনা এবং কম্যান্ডোদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।'
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রীও চার হামাস যোদ্ধার মৃত্যুর কথা স্বীকার করেছেন। হামাস জানিয়েছে, পশ্চিম উপকূলের দুইটি অঞ্চলে তাদের সদস্যদের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের সেনা সূত্র জানিয়েছে, এর জবাবে হামাস রকেট হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল তার জন্য প্রস্তুত আছে। হামাস হামলা চালালে ইসরায়েলও পাল্টা জবাব দেবে।
হামাসের মুখপাত্র ডিডাব্লিউকে জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতিনিধিরা ইসরায়েলকে সাহায্য করছে। তাদের যৌথ উদ্যোগেই পশ্চিম উপকূলের মানুষের উপর এই আঘাত হানা হয়েছে।