1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের হাতে নিহত চার হামাস যোদ্ধা

২৭ সেপ্টেম্বর ২০২১

ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের সেনার সঙ্গে হামাসের লড়াই। নিহত চার হামাস যোদ্ধা। বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

ইসরায়েল
ছবি: MUSSA ISSA QAWASMA/REUTERS

রাতভর লড়াই। পশ্চিম উপকূল বা ওয়েস্ট ব্যাঙ্কের অন্তত দুইটি এলাকায় রোববার রাতে ইসরায়েলের সেনার সঙ্গে হামাসের লড়াই হয়। ইসরায়েলের পুলিশের দাবি, নির্দিষ্ট খবর পেয়ে তারা হামাসের একটি একটি সেলকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তখনই হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই বাধে। রাতভর লড়াইয়ের পরে অন্তত চার হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে ইসরায়েলের দাবি। ফিলিস্তিনও চারজনের নিহত হওয়ার খবর স্বীকার করেছে।

ইসরায়েল জানিয়েছে, ওয়েস্ট ব্যাঙ্কে হামাসের একটি সেলের বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট খবর ছিল। সেই মোতাবেক রোববার তাদের গ্রেপ্তার করতে যাওয়া হয়। ওয়েস্ট ব্যাঙ্কের দুইটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। দুই জায়গাতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হামাস। এরপরেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ভোরের দিকে চার হামাস যোদ্ধার নিহত হওয়ার খবর প্রকাশ করে ইসরায়েল।

দেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, 'হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। চারজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে জঙ্গি হামলার চক্রান্ত করছিল ওই সন্ত্রাসীরা। দেশের সেনা এবং কম্যান্ডোদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।'

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রীও চার হামাস যোদ্ধার মৃত্যুর কথা স্বীকার করেছেন। হামাস জানিয়েছে, পশ্চিম উপকূলের দুইটি অঞ্চলে তাদের সদস্যদের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের সেনা সূত্র জানিয়েছে, এর জবাবে হামাস রকেট হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল তার জন্য প্রস্তুত আছে। হামাস হামলা চালালে ইসরায়েলও পাল্টা জবাব দেবে।

হামাসের মুখপাত্র ডিডাব্লিউকে জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতিনিধিরা ইসরায়েলকে সাহায্য করছে। তাদের যৌথ উদ্যোগেই পশ্চিম উপকূলের মানুষের উপর এই আঘাত হানা হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ