1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় চলছে ফিলিস্তিনি নিধন

১০ জুলাই ২০১৪

গাজায় বিমান হামলা আরো জোরদার করেছে ইসরায়েল৷ হামলায় এ পর্যন্ত অন্তত ৬৬ জন নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে এক পরিবারের পাঁচ শিশুসহ আটজনও রয়েছে৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাস রকেট হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চলবে৷

ছবি: Reuters

বিমান হামলা আরো জোরদার করার পাশাপাশি প্রয়োজনে তাঁর দেশের পদাতিক বাহিনী গাজার দিকে অগ্রসর হতে পারে বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়ানহু৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন অবশ্য ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন৷ মিশরসহ কয়েকটি দেশ গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ ইসরায়েলের হামলায় আহতদের সুচিকিৎসার স্বার্থে উত্তর সিনাইয়ের সব হাসপাতাল খোলা রেখেছে মিশর৷ সিনাই সীমান্তও খুলে দিয়েছে দেশটি৷

মঙ্গলবার থেকে চলছে গাজার ওপর ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বিমান হামলা৷ বৃহস্পতিবার ভোরে হামাসের অন্তত ৩০০টি ছোট-বড় ঘাঁটির ওপর হামলা চালিয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি৷ তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অভিযোগ, ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে সাধারণ জনগণের ওপর হামলা চালাচ্ছে৷ বুধবার রামাল্লায় অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি বলেন, ‘‘এ যুদ্ধ হামাস বা অন্য কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা পুরোপুরি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ৷ এটা গণহত্যা৷ এক পরিবারের সবাইকে মেরে ফেলা অবশ্যই গণহত্যার নামান্তর৷''

ইসরায়েলের হামলায় এক পরিবারের পাঁচ শিশুসহ আটজন মারা গেছেছবি: Reuters

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন দিনের হামলায় ফিলিস্তিনে এ পর্যন্ত অন্তত ৬৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫০ জনই সাধারণ মানুষ৷ বৃহস্পতিবারের হামলায় দক্ষিণ গাজার খান ইউনুসের একটি বাড়ি প্রায় ধ্বংস হয়ে যায়৷ ওই বাড়ির পাঁচ শিশুসহ আটজন মারা গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়৷ এ সময় একই অঞ্চলের একটি কফি দোকানেও আটজন নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন৷

এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ‘ইসলামি জঙ্গি সংগঠন' হামাসের রকেট হামলাও চলছে৷ হামাসের হামলার জবাবে বিমান হামলার তীব্রতাও বাড়িয়ে চলেছে ইসরায়েল৷ বৃহস্পতিবার ভোরে গাজার অন্তত ৩০০ লক্ষ্যবিন্দুতে হামলা চালানো হয়৷ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র পিটার লেরনার জানান, গত তিনদিনে সব মিলিয়ে হামাসের ৭৫০ ঘাঁটির ওপর হামলা চালিয়েছে তারা৷

গাজার ওপর হামলা বন্ধ করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বেনইয়ামিন নেতানিয়ানহু৷ হামলা আরো জোরদার করার পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ইসরায়েলের সাধারণ মানুষদের লক্ষ্য করে রকেট ছোড়ার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে৷ অভিযানের ব্যাপকতা আরো বাড়বে৷ আমাদের শহরগুলোর দিকে রকেট ছোড়া বন্ধ না হওয়া পর্যন্ত, শহরগুলোতে শান্তি না ফেরা পর্যন্ত এ হামলা চলবে৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ