1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল-জাজিরার অফিস বন্ধের পরিকল্পনা

৭ আগস্ট ২০১৭

ইসরায়েলে আল-জাজিরা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলি সরকার৷ কাতারের আন্তর্জাতিক সংবাদ নেটওয়ার্কটি ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, বলে ইসরায়েলের অভিযোগ৷

ছবি: picture alliance/dpa/T.Brakemeier

ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী আয়ুব কারা রবিবার ঘোষণা করেন যে, তিনি ইসরায়েলে আল-জাজিরার কার্যকলাপ বন্ধ করে দিতে চান৷

কারা বলেন যে, তিনি আল-জাজিরার কর্মীদের প্রেসকার্ড বাতিল করতে চান ও জেরুসালেমে আল-জাজিরার কার্যালয়টি বন্ধ করে দিতে চান৷ এছাড়া তিনি কেবল অপারেটরদের আল-জাজিরার অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করতে অনুরোধ করেছেন, ও কেবল অপারেটররা আল-জাজিরার আরবি ও ইংরেজি চ্যানেল দু'টি সম্প্রচার না করতে সম্মত হয়েছেন, বলে কারা জানান৷ জেরুসালেমে আল-জাজিরার অফিস বন্ধ করে দিতে বাড়তি আইন প্রণয়নের প্রয়োজন পড়বে, বলে কারা মন্তব্য করেন৷

জঙ্গি গোষ্ঠীসমূহকে সহিংসতার ‘‘প্ররোচনা’’ দেবার জন্য আল-জাজিরাকে ব্যবহার করা হয়ে থাকে, বলে কারা অভিযোগ করেন৷ তাঁর দৃষ্টিতে আল-জাজিরা ‘‘সন্ত্রাসবাদকে সাহায্য করে’’: মধ্যপ্রাচ্যের একাধিক আরব দেশ যে এই কারণে আল-জাজিরাকে নিষিদ্ধ করেছে, অথচ ইসরায়েল করেনি – কারা এই পরিস্থিতিকে একটি ‘‘বিভ্রম’’ বলে অভিহিত করেন৷

‘‘সম্প্রতি আমাদের এলাকার প্রায় সব দেশ স্থির করেছে যে, আল-জাজিরা সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে থাকে, ধর্মীয় উগ্রপন্থাকে সমর্থন করে থাকে৷ এবং আমরা যখন দেখি যে, এই সব ক'টি দেশের মতে আল-জাজিরা ইসলামিক স্টেট, হামাস, হেজবোল্লাহ ও ইরানের হাতের ক্রীড়নক – শুধু আমরাই সে’ সিদ্ধান্তে আসিনি, তাহলে এখানে (আমাদের) একটা বিভ্রম ঘটছে’’, বলেন কারা৷

জর্ডান ও সৌদি আরব আল-জাজিরার স্থানীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে; অপরদিকে সৌদি আরব, ইউএই, মিশর ও বাহরেইন আল-জাজিরা ও তাদের শাখা সাইটগুলিকে ব্লক করেছে –এছাড়া এই চারটি দেশ কাতারের কাছে যে বিভিন্ন দাবির তালিকা পেশ করেছে, সেখানেও আল-জাজিরা বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়েছে, তবে সেই দাবি পূরণের কোনো সময়সীমা নির্দিষ্ট করা হয়নি৷

নেতানিয়াহু বদ্ধপরিকর

ইসরায়েলের সরকারি কর্মকর্তারা বহুদিন ধরেই আল-জাজিরার বিরুদ্ধে ইসরায়েলের প্রতি অ-পক্ষপাতমূলক মনোভাব পোষণের অভিযোগ করে আসছেন৷ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারমান আল-জাজিরার ইসরায়েল সংক্রান্ত বিবরণ প্রদানকে ‘‘নাৎসি জার্মানির কায়দায়’’ অপপ্রচারের সঙ্গে তুলনা করেছেন৷ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আল-জাজিরার বিরুদ্ধে সহিংসতায় ‘‘প্ররোচনা’’ দেওয়ার অভিযোগ করেন৷

‘‘আল-জাজিরা চ্যানেল টেম্পল মাউন্ট (আল-আকসা মসজিদ)-এর চারপাশে সহিংসতার প্ররোচনা দিয়ে চলেছে’’, বলে নেতানিয়াহু গত ২৭শে জুলাই তারিখে একটি ফেসবুক পোস্টে লেখেন৷ অপরদিকে নেতানিয়াহু সাধারণভাবেই নিউজ মিডিয়ার উপর বিশেষ প্রীত নন৷

আল-জাজিরা জেরুসালেমে তাদের কার্যালয় বন্ধ করে দেবার পরিকল্পনাকে ‘‘অ-গণতান্ত্রিক’’ বলে অভিহিত করেছে ও এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, বলে জানিয়েছে৷

এসি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ