দেড় বছর আগে ইসরায়েলি মন্ত্রীসভা জেরুসালেমের ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিমের দেয়ালে নারী-পুরুষের একসঙ্গে প্রার্থনার পরিকল্পনা অনুমোদন করে৷ দৃশ্যত উগ্র সনাতনপন্থিদের চাপে সে পরিকল্পনা মুলতুবি রাখা হচ্ছে৷
বিজ্ঞাপন
ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে প্রার্থনার পবিত্রতম স্থান৷ সেখানে নারী-পুরুষদের একত্রে প্রার্থনা করার একটি বিশেষ অংশ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলি সরকার৷ দৃশ্যত সেই নীতির পরিবর্তন ঘটতে চলেছে৷
ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনার জন্য নারী ও পুরুষদের আলাদা আলাদা জায়গা আছে৷ সেই সঙ্গে নারী-পুরুষদের একত্রে প্রার্থনার একটি স্থান নির্দিষ্ট করার দাবিতে যাঁরা বহু বছর ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন, তাঁরা এবার নিরাশ ও ক্ষুব্ধ৷
‘উওমেন অফ দ্য ওয়াল' সংগঠন বহু বছর ধরে পশ্চিম প্রাকার সংক্রান্ত মান্ধাতার আমলের নীতিমালা বদলানোর চেষ্টা করে আসছে৷ সংগঠনের সভাপতি আনাত হফমান বলেছেন, এটি ‘‘ইসরায়েলে মহিলাদের জন্য একটি ভয়ংকর দিন, (যেদিন ইসরায়েলের) প্রধানমন্ত্রী একদল ধর্মীয় চরমপন্থির মন রাখার জন্য (ইসরায়েলের মহিলাদের) অধিকার বিসর্জন দিলেন৷''
যে মসজিদে নারী-পুরুষ সমান
মুসলিম নারী-পুরুষরা কি মসজিদে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন? সেই সুযোগ রেখে বার্লিনে একটি প্রোটেস্ট্যান্ট চার্চের ভেতর সদ্যই উদ্বোধন করা হল একটি মসজিদ৷ এতে অনেকেই খুশি, কিন্তু সবাই নয়৷
ছবি: picture-alliance/dpa/S. Stache
ইবনে রুশদ গ্যোটে মসজিদে স্বাগত
জার্মানির বার্লিনে একটি প্রোটেস্ট্যান্ট চার্চে তৈরি করা হয়েছে ইবনে রুশদ গ্যোটে মসজিদ৷ এখানে নারী-পুরুষ সবাই সমানভাবে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন৷ বারো শতকের ইসলামিক স্কলার ইবনে রুশদ এবং বিখ্যাত জার্মান নাট্যকার গ্যোটের নামে করা হয়েছে এই মসজিদটি৷
ছবি: picture-alliance/dpa/S. Stache
একজন নারী উদ্যোক্তা
সেইরান আতেজ নামের একজন মুসলিম নারী এই মসজিদের মূল উদ্যোক্তা৷ পেশায় উকিল হলেও তিনি একজন নারীবাদী এবং ইমাম৷ আট বছরের নিরলস প্রচেষ্টায় তিনি এই মসজিদটি তৈরি করেছেন৷
ছবি: picture-alliance/dpa/M. Gambarini
উদ্বোধন
গেল শুক্রবার মসজিদের উদ্বোধনে অনেকেই উপস্থিত ছিলেন৷ মসজিদটি তৈরিতে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান আতেজ৷ তিনি তাঁদেরও ধন্যবাদ জানান, যাঁরা তাঁর এই ধারণায় সমর্থন দিয়েছেন যে, তিনি কোন নতুন ধর্ম তৈরি করছেন না, বরং বিভেদহীন ধর্মীয় আচরণকে উৎসাহিত করছেন৷
ছবি: picture-alliance/dpa/M. Gambarini
শুধু নারী-পুরুষই নয়
শুধু নারী পুরুষ নন, এখানে শিয়া, সুন্নীসহ ভিন্ন মতাবলম্বীরা একসঙ্গে নামাজ পড়তে পারবেন৷ এছাড়া এলজিবিটিরাও যোগ দিতে পারবেন৷ এমন উদারনৈতিক ধারণা নিয়েই এই মসজিদের পরিকল্পনা করেছিলেন আতেজ৷
ছবি: picture-alliance/dpa/M. Gambarini
সহজ ছিল না
আতেজের জন্য কাজটি মোটেই সহজ ছিল না৷ মসজিদটির জন্য যে চার্চ জায়গা দিয়েছে, সেই সেইন্ট জোহানেস চার্চের যাজক সাবিনা রম জানিয়েছেন যে, কাউন্সিলে বিষয়টি পাশ করাতে অনেক কষ্ট করতে হয়েছে৷
ছবি: DW/S.Kinkartz
নিরাপত্তা ঝুঁকি
তবে সাধারণ মানুষের মনে মসজিদটি নিয়ে আতঙ্ক আছে৷ তাঁরা আশংকা করছেন, উগ্রবাদীরা হয়ত বিষয়টিকে ভালোভাবে নেবে না৷ যদি কেউ হামলা করে বসে, তাহলে এর নিরাপত্তা কে দেবে– এমন প্রশ্ন ঘুরছে তাদের মনে৷ তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন কোনো হামলার শংকা নেই৷
ছবি: DW/S.Kinkartz
বাংলাদেশে মসজিদে নারীদের নামাজের জায়গা
বাংলাদেশে অনেক মসজিদেই পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজ পড়ার সুযোগ আছে৷ তবে তা ভিন্ন ভিন্ন কক্ষে৷ বায়তুল মোকাররম, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, সোবহানবাগ, গুলশান আজাদ মসজিদসহ অনেক মসজিদেই রয়েছে নারীদের পৃথক নামাজের ব্যবস্থা৷
ছবি: DW/M. Mamun
7 ছবি1 | 7
টানাপোড়েন
ইসরায়েলি মন্ত্রিসভা ওয়েস্টার্ন ওয়ালে নারী-পুরুষের যৌথ প্রার্থনার পরিকল্পনা অনুমোদন করে ২০১৬ সালের জানুয়ারি মাসে৷ ১৫-৫ ভোটে মন্ত্রিসভার উগ্র সনাতনপন্থি সদস্যদের ওজর-আপত্তি পরাস্ত হয়৷ গত রবিবারের সিদ্ধান্ত কিন্তু সরকার জোটের গোঁড়া অংশের সঙ্গে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্কের আভাস দিচ্ছে৷
জোট সরকারের দুই উগ্র সনাতনপন্থি সদস্য, শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম দলের প্রতিনিধিরা বলেছেন যে, ওয়েস্টার্ন ওয়ালে নারী-পুরুষের যৌথ প্রার্থনার পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্তে ‘‘জাতির অধিকাংশ মানুষ, যাঁরা ওয়েস্টার্ন ওয়ালের পবিত্রতা ও মর্যাদা সুরক্ষিত রাখতে চান, তাঁদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে৷''
এই পদক্ষেপের ফলে জুডাইজমের রক্ষণশীল ও সংস্কার আন্দোলনগুলির সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের আরো অবনতির আশঙ্কা রয়েছে, যদিও নেতানিয়াহু তাতে পরোয়া করবেন কিনা, বলা শক্ত৷ অপরদিকে ইসরায়েল রিলিজিয়াস অ্যাকশান সেন্টার বা আইআরএসি-র মতো সংস্কারপন্থি দলগুলি ইতিমধ্যেই প্রতিরোধের ডাক দিয়েছে৷
পরিকল্পনা বাতিলের সমতুল
রবিবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ওয়াস্টার্ন ওয়াল সংক্রান্ত পরিকল্পনাটি শুধুমাত্র স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই পদক্ষেপ যে বস্তুত পরিকল্পনাটি বাতিল করার সমতুল, সে বিষয়ে সব দলই সচেতন৷
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র ইগাল পালমর বর্তমানে ‘জিউয়িশ এজেন্সি ফর ইসরায়েল'-এর ‘ডাইরেক্টর অফ পাবলিক অ্যাফেয়ার্স'৷ এজেন্সিটি বহির্বিশ্বের ইহুদি গোষ্ঠীগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে থাকে৷ পালমর তাঁর টুইটে এজেন্সির চেয়ারম্যান নাতান শারানস্কি'র মনোভাব ব্যক্ত করেছেন৷ শারানস্কি সরকারের সর্বশেষ সিদ্ধান্তে তাঁর গভীর হতাশা ব্যক্ত করে বলেছেন, এর ফলে ‘‘ইহুদি বিশ্বের সঙ্গে সম্পর্ক আরো জটিল হবে''৷
নারী-পুরুষের মিশ্র প্রার্থনার স্থানটি প্রাকারের একটি ভিন্ন অংশে – প্রাকারের সামনের চত্বর থেকে দেখলে, বর্তমান সনাতনপন্থি-পরিচালিত প্রাঙ্গণের ডানদিকে স্থাপিত হবার কথা ছিল৷
বর্তমানে পশ্চিম প্রাকারের ব্যবস্থাপনার দায়িত্ব সরকারিভাবে একজন উগ্র সনাতনপন্থি রাবি বা ইহুদি যাজকের উপর ন্যস্ত৷ নতুন মিশ্র বিভাগটি কিন্তু একজন রক্ষণশীল বা সংস্কারপন্থি রাবির পরিচালনায় রাখার কথা ছিল৷
ইসরায়েল: দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফিলিস্তিনের সঙ্গে এবং সেই কারণে বলতে গেলে প্রায় গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই ইসরায়েল নামের রাষ্ট্রটির বৈরিতা৷ তবে ইহুদি অধ্যুষিত এ দেশ সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? জানলে সত্যিই অবাক হবেন৷
রাষ্ট্র ভাষা কয়টি?
জানেন ইসরায়েলের রাষ্ট্রভাষা ক’টি? দু’টি৷ আধুনিক হিব্রু ভাষা এবং আরবি৷ হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু ‘আধুনিক হিব্রু’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়ত অনেকেই বুঝতে পারবেন না৷ এই ভাষাটি গত ১৯ শতকের শেষভাগ পর্যন্তও বিকশিত হয়েছে৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধুনিক হিব্রুর শেকড় প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি, স্লাভিচ, আরবি এবং জার্মানসহ অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে৷
ছবি: Fotolia/Ivan Montero
ইসরায়েলের আয়তন কত?
ছোট্ট দেশ৷ কিন্তু কত ছোট? ইসরায়েলের আয়তনই বা কত? কাজির গরু নাকি গোয়ালে থাকে না, গাছে থাকে৷ ইসরায়েলের ক্ষেত্রে কথাটা একটু অন্যভাবে বলা যায়৷ ইসরায়েলের ভূমি চুক্তিতে থাকে না, বাস্তবে থাকে৷ ১৯৪৯ সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চু্ক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ২০ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার৷ কিন্তু ইসরায়েলের আয়তন এখন ২৭ হাজার ৭৯৯ বর্গ কিলোমিটার৷
ইসরায়েলের ‘সবাই’ সেনাসদস্য
ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনাসদস্যও এক অর্থে ততজন৷ সেনাপ্রশিক্ষণও স্বল্পমেয়াদি হয় না৷ সব প্রাপ্ত বয়স্ক ছেলেকে ৩ বছরের এবং মেয়েকে অন্তত ২ বছরের প্রশিক্ষণ নিতে হয়৷
ছবি: dapd
ইসরায়েলিও ফিলিস্তিনের সমর্থক?
ইহুদিদের একটি ধর্মীয় সংগঠন জিওনিজম মতবাদ এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরুদ্ধে৷ সংগঠনটির নাম, ‘নেতুরেই কার্টা’ বা ‘নগর রক্ষক’৷ ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি ‘ফিলিস্তিনের সমর্থক’ হিসেবে পরিচিত৷
ছবি: picture-alliance/dpa
আইনস্টাইন প্রেসিডেন্ট হননি
নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিনিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন৷ ইসরায়েল তাঁর কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি, তাঁকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে৷ ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন৷
ছবি: Imago/United Archives International
ঈশ্বরের কাছে চিঠি
ইসরায়েলের মানুষ সত্যি সত্যিই ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে৷ প্রতি বছর জেরুসালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজার খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ‘ঈশ্বর’!
ছবি: Fotolia/V. Kudryashov
জেরুসালেম যা যা সয়েছে
ইতিহাস বলছে, প্যালেস্টাইনের রাজধানী জেরুসালেমে এ পর্যন্ত ২৩ বার ভয়াবহ আগুন লেগেছে আর বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে ৫২ বার৷ জেরুসলেম দখল এবং পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে ৪৪ বার৷
ছবি: DW/S. Legesse
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ নোট
ইসরায়েলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা৷ ‘ব্রেইল’-এর মতো বর্ণের সহায়তায় কাগুজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না৷ সারা বিশ্বে ইসরায়েল ছাড়া ক্যানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই বিষেষ ব্যবস্থা রয়েছে৷