1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে ফিরছেন ইথিওপিয়ার ইহুদিরা

৪ ডিসেম্বর ২০২০

পরিবারের সঙ্গে পুনর্মিলন হচ্ছে ইথিওপিয়ার ইহুদিদের। শয়ে শয়ে ইথিওপিয়ার ইহুদিকে জায়গা করে দিচ্ছে ইসরায়েল।

ইসরায়েলে ইথিওপিয়ানরা
ছবি: Jack Guez/AFP/Getty Images

২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে ইথিওপিয়া থেকে প্রায় দুই হাজার ইহুদি পরিবারকে ইসরায়েলে নিয়ে আসার কথা জানালো নেতানিয়াহুর সরকার। বস্তুত, ইতিমধ্যেই শয়ে শয়ে ইথিওপিয়ান ইহুদিকে ইসরায়েলে নিয়ে আসার কাজও শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার কয়েকশ ইহুদি ইথিওপিয়ান এয়ারলাইন্সে ইসরায়েলে এসে পৌঁছেছেন। ইসরায়েলের একমাত্র ইথিওপিয়ার বংশোদ্ভূত মন্ত্রী তাঁদের স্বাগত জানিয়েছেন।

ইথিওপিয়ায় বহু ইহুদির বসবাস। ২০১৫ সালে ইসরায়েল একটি চুক্তির মাধ্যমে স্থির করে ইথিওপিয়ার সমস্ত ইহুদিকে ইসরায়েলে থাকার জায়গা দেয়া হবে। কিন্তু দীর্ঘ দিন তা সফল ভাবে কার্যকর করা যায়নি। বিষয়টি নিয়ে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করছিল কোনো কোনো রাজনৈতিক সংগঠন। এত দিনে তা সফল ভাবে করা শুরু হলো বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইথিওপিয়ার ইহুদিদের প্রধানমন্ত্রী নিজে স্বাগত জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি মাসের মধ্যে প্রায় সাত হাজার ইথিওপিয়ান ইহুদিকে ইসরায়েলে নিয়ে আসা হবে। সরকারের বক্তব্য, এটি হলো ঘরে ফেরার প্রকল্প। ইথিওপিয়ার ইহুদিদের নিজের ঘরে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটানো হচ্ছে।

বৃহস্পতিবার যাঁরা ইসরায়েলে পৌঁছেছেন, তাঁদের অনেকরই পোশাক ছিল ইথিওপিয়ার জাতীয় পোশাক। কোলে শিশু। তাঁরা জানিয়েছেন, ইসরায়েলে এসে তাঁরা খুশি। বহু দিন ধরেই তাঁরা ইহুদি অধ্যুষিত ইসরায়েলে আসার অপেক্ষায় ছিলেন। নিজেদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় ছিলেন।

এসজি/জিএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ