1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীর রকেট হামলার অভিযোগ

৫ আগস্ট ২০২১

পর পর তিনটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ। লেবাননে বসবাসকারী ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী এই কাজ করেছে বলে অনুমান।

ইসরায়েল
ছবি: AFP/J. Marey

লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে পর পর তিনটি রকেট ছোড়া হয়েছে বলে ইসরায়েলের অভিযোগ। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমে রকেটগুলিকে আটকে দেওয়া গেছে বলে দেশের সেনা বাহিনী জানিয়েছে। অভিযোগ, লেবাননে বসবাসকারী একটি ফিলিস্তিনি গোষ্ঠী এ কাজ করেছে। এর আগেও তারা লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়েছে। পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলও। লেবানন লক্ষ্য করে শেলিং করা হয়েছে। তাতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে লেবাননের তরফে জানানো হয়েছে।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করেনি। লেবাননও এ বিষয়ে মুখ খোলেনি। তবে লেবাননের এক কর্মকর্তা বেসরকারি ভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফিলিস্তিনের কোন গোষ্ঠী এই কাজের পিছনে আছে।

ইসরায়েল জানিয়েছে, রকেট হামলা হওয়ার পরেই এয়ার রেড সাইরেন বেজে ওঠে। উত্তর ইসরায়েলের প্রায় ২০ হাজার মানুষ সেই সাইরেন শুনে নিরাপদ জায়গায় পালাতে শুরু করেন। পরে তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে বলা হয়। আয়রন ডোম থাকায় বহু মানুষের প্রাণ বেঁচেছে বলে দাবি করেছে ইসরায়েল।

গত বেশ কয়েকমাস ধরেই ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের লাগাতার সংঘর্ষ চলছে। মূলত, জেরুসালেমে ফিলিস্তিনিদের বসবাস নিয়ে নতুন করে গন্ডগোলের সূত্রপাত। মাঝে হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়েছিল ইসরায়েল। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও দুইপক্ষই আক্রমণ শানিয়েছে। বুধবারের ঘটনা তেমনই আরেক আক্রমণ বলে মনে করা হচ্ছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ