1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ইসরায়েলে সেনা ও মিসাইল-বিরোধী সিস্টেম পাঠাবে যুক্তরাষ্ট্র

১৪ অক্টোবর ২০২৪

ইসরায়েলে মার্কিন সেনা ও মিসাইল-বিরোধী সিস্টেম পাঠানো হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হানার পর এই সিদ্ধান্ত, জানাচ্ছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের থাড মিসাইল ডিফেন্স সিস্টেম।
ইসরায়েলকে থাড মিসাইল ডিফেন্স সিস্টেম দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে যাবে মার্কিন সেনাও। ছবি: Choo Sang-chul/Newsis via AP/picture alliance

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তারা ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে চান। ইসরায়েল এখন ইরানের আক্রমণের জবাব দেবে বলে জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলকে বলেছে, তারা যেন ইরানে আক্রমণ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর না বাড়ায়। প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে জানিয়েছেন, ইরানের পারমাণবিক সাইটে ইসরায়েল আক্রমণ করুক, তা তিনি চান না। বাইডেন এটাও বলেছেন, ইরানের তেল পরিকাঠামোর উপর আক্রমণ নিয়েও তিনি শঙ্কিত।

পেন্টাগনের মুখপাত্র মেজর জানেরাল প্যাট্রিক রাইডার বলেছেন, ইসরায়েলে সেনা ও ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্ত ইসরায়েলকে সমর্থন ও ইরান ও তাদের মদতপুষ্ট সংগঠনের আক্রমণ প্রতিহত করার জন্য নেয়া হয়েছে। 

তবে ইসরায়েলে এইভাবে মার্কিন সেনা পাঠানোর ঘটনা বিরল। ইসরায়েলের রীতিমতো শক্তিশালী সেনাবাহিনী আছে। গত কয়েক মাসে মার্কিন বাহিনী ইসরায়েলের বাহিনীর সঙ্গে যৌথ মহড়া করেছে। ইরানের আক্রমণের পর তাদের রণতরী ও ফাইটার জেট মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে। তবে সবই হয়েছে ইসরায়েলের বাইরে।

দ্য টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থাড হলো মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমের অন্যতম কার্যকরী ব্যবস্থা। তারা ইতিমধ্যে ইসরায়েলকে থাড দিয়েছে।

এই থাড ব্যাটারি অপারেট করতে গেলে একশ জন সেনার দরকার হয়। ছয়টি ট্রাক ভর্তি লঞ্চার, আটটি ইন্টারসেপটার ও একটি ক্ষমতাশালী রাডার থাকে এই ব্যবস্থায়।

ইরানের প্রতিক্রিয়া

ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন, অ্যামেরিকা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে তাদের সেনার জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছে। তিনি দাবি করেছেন, সর্বাত্মক যুদ্ধ যাতে না হয়, সেজন্য ইরান সম্প্রতি নিজেকে সংযত রেখেছে। কিন্তু নিজের দেশ ও দেশবাসীকে বাঁচাতে ইরান যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত।

ড্রোন হামলায় মৃত চার

উত্তর ইসরায়েলে ড্রোন হামলায় ইসরায়েলের চারজন সেনা মারা গেছেন, আহত হয়েছেন ৬০ জন। ইসরায়েলের সেনা ঘাঁটিতে এই আক্রমণ হয়। হাইফা থেকে ৩৩ কিলোমিটার দূরে এই সেনা ঘাঁটি রয়েছে।

হিজবুল্লা এই আক্রমণের দায় স্বীকার করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে ও বৈরুতে ইসরায়েল যে আক্রমণ করছে, তার জবাবে তারা এই পাল্টা আঘাত হেনেছে। তাদের দাবি, তারা ইসরায়েলে একাঢিক ড্রোন পাঠিয়েছিল।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তিনজন সেনা গুরুতর আহত। অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার করে ৩৭ জন সেনাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জিএইচ/এসজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ