1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল এ রাশিয়া ও পূর্ব-ইউরোপ থেকে আগত অভিবাসী

আবদুস সাত্তার২৭ এপ্রিল ২০০৫

সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক অভিবাসী বর্তমানে ইসরায়েল এ বসবাস করছেন৷ গত পনেরো বছরে সোভিয়েত ইউনিয়নের উত্তরসুরী দেশগুলো থেকে রুশ ভাষায় কথা বলেন এমন দশ লাখেরো বেশি ইহুদী ইসরায়েল এ অভিবাসী হয়েছেন৷ রুশ প্রেসিডেন্ট পুটিন এর ইসরায়েল সফরের সময় এই বিষয়টিও আলোচনায় স্থান পাবে

ছবি: dpa

��

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিন এর ইসরায়েল সফরের সময় অন্যান্য বিষয়ের মধ্যে ইসরায়েল এ বসবাসরত সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আগত অভিবাসীদের সম্পর্কেও আলোচনা হবে৷ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর তার সাবেক কিছু রাজ্য স্বাধীনতা লাভ করে৷ ঐ রাষ্ট্রগুলো থেকে দশ লাখেরো বেশি ইহুদী ইসরায়েল এ অভিবাসী হয়েছেন৷ এঁরা হলেন বর্তমানে ইসরায়েল এর মোট জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ৷ ইসরায়েল এর দক্ষিণাঞ্চলের বন্দর নগরী আশদোদ এ বাস করেন মোট লোকসংখ্যার এক-তৃতীয়াংশ৷ শহরের দুটি এলাকায় বাস করেন এমনকি প্রায় শুধুমাত্র রুশ ইহুদীরা৷ আশদোদ এর অবস্থান তেল আভিভ থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে৷

আশদোদকে মনে হয় একটি রুশ মেট্রোপলিটন শহর বলে৷ শহরের আনুমানিক দুই লাখ বাসিন্দার মধ্যে এক তৃতীয়াংশই হলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসুরী রাষ্ট্রগুলোর অভিবাসীরা৷ এঁদের বেশির ভাগই আশদোদ শহরে পাড়ি জমিয়েছেন বিগত পনেরো বছরে৷ তাঁদের সেখানে নিজেদের দোকানপাট রয়েছে, নিজেদের সংবাদপত্র রয়েছে, টেলিভিশনে রুশ ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয় এবং তাঁরা নিজস্ব সংস্কৃতির চর্চা করে থাকেন৷

৯০ এর দশকের গোড়া থেকে দশ লাখেরো বেশি ইহুদী সাবেক সোবিয়েত ইউনিয়ন থেকে ইসরায়েল এ এসেছেন অভিবাসী হয়ে৷ তাঁদের ছিল ভাল প্রশিক্ষণ৷ তাঁরা ছিলেন প্রকৌশলী, চিকিত্ সক এবং সঙ্গীতজ্ঞ৷ ইসরায়েল এ সংহতি সাধন তাঁদের জন্য সহজ ছিল না৷ বিশেষ করে যুবদের৷ আশদোদ এ অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেন Irit Wiener৷ তিনি বলেন, যুব অভিবাসীদের অবস্থা ভাল ছিল না-তাঁরা বেশ কঠিন সময় কাটায়৷ তারা তাদের দেশ ছেড়ে চলে এসেছে কিন্তু তাদেরকে কেউ জিজ্ঞেস করে নি তারা ইসরায়েলে সত্যিই যেতে চায় কিনা৷ তাদের বাবা মারা তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেন৷ তবে আটজন অভিবাসীর একটি মহিলা গোষ্ঠী তাদের জন্য একটি কর্মসূচী গ্রহণ করেন যা তাদের বিশেষ উপকারে আসে৷



স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ