1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল ও আমিরাত সংস্থার চুক্তি

১৭ আগস্ট ২০২০

ইসরায়েলের সংস্থার সঙ্গে এ বার সংযুক্ত আরব আমিরাতের কোম্পানির চুক্তি হলো। কোভিড ১৯ নিয়ে গবেষণা ও ভাইসার পরীক্ষার যন্ত্র তৈরি নিয়ে চুক্তি হয়েছে।

ছবি: AFP/WAM

দিন কয়েক আগেই ইসারায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। যে চুক্তির ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হবে। তার দিন কয়েকের মধ্যেই আমিরাতের ন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে ইসরায়েলের টেরা গ্রুপের চুক্তি হলো। আমিরাতের সরকারি সংবাদসংস্থা এই খবর দিয়েছে।

এই চুক্তির মধ্যে দিয়েই আমিরাতের সঙ্গে ইসরায়েলের বাণিজ্যিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কার্যকর সহযোগিতাও শুরু হলো বলে  জানিয়েছেন আমিরাতের সংস্থার চেয়ারম্যান খলিফা ইউসেফ খাউরি। তাঁর দাবি, এর ফলে করোনা ভাইরাস নিয়ে গবেষণার কাজ আরো শক্তিশালী হবে এবং মানবতা উপকৃত হবে।

এই চুক্তি সই হয়েছে আবু ধাবিতে। গত বৃহস্পতিবার ইসরায়েল এবং আমিরাত ঘোষণা করে, অ্যামেরিকার উদ্যোগে তারা একটি ঐতিহাসিক চুক্তিতে সই করছে। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হবে। তবে ইজরায়েলকেও গাজা ভূখণ্ডের কিছু এলাকা দখলের পরিকল্পনা ছাড়তে হবে।

এরপর গত রোববার দুই দেশের বিদেশমন্ত্রীরা ফোনে কথা বলেছেন। আমিরাত এই প্রথম ইসরায়েলের সঙ্গে টেলিফোন সংযোগ চালু করল। দুই বিদেশমন্ত্রী ঐতিহাসিক চুক্তির জন্য শুভেচ্ছা বিনিময় করেছেন। তাঁরা খুব তাড়াতাড়ি সাক্ষাতে আলোচনা করবেন বলেও ঠিক হয়েছে।

দুই দেশের তরফে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত  ও ইসরায়েল অবিলম্বে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াবে। তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করারও চেষ্টা করবে। আগামী সপ্তাহে দুই দেশের প্রতিনিধিরা মিলিত হয়ে বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চালানো, নিরাপত্তা, টেলি যোগাযোগ ও অন্য বিষয়ে কথা বলবেন।

মিশর ও জর্ডনের পর আমিরাতই হলো আরব দুনিয়ায় তৃতীয় দেশ যারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল।

জিএইচ/এসজি(রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ