1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল ও ফিলিস্তিনি নেতৃবৃন্দের সাথে ভেস্টারভেলের বৈঠক আজ

২৪ নভেম্বর ২০০৯

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ইসরায়েল সফরে গিডো ভেস্টারভেলে এখন জেরুসালেমে৷ ইসরায়েল পৌঁছে ভেস্টারভেলে প্রথমেই ইহুদি নিধনযজ্ঞ তথা হলোকস্ট স্মরণে ইয়াদ ভাশেম স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন৷

ইয়াদ ভাশেম স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ ভেস্টারভেলেরছবি: picture-alliance / dpa

ঐতিহাসিক সূত্র মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাতে ৬০ লক্ষ ইহুদি নৃশংসভাবে খুন হয়েছিল৷ হলোকস্টের সত্যতা নিয়ে ইরান বরাবরই বিতর্কের সৃষ্টি করলেও, জার্মানিতে হলোকস্ট অস্বীকার শাস্তিযোগ্য অপরাধ৷ এছাড়া, সাম্প্রতিক সময়ে হলোকস্ট বিষয়ে পোপ ষোড়শ বেনেডিক্টের অবস্থান নিয়েও বেশ তোলপাড় উঠেছিল৷

ইসরায়েলের প্রতি জার্মানির বিশেষ দায়িত্ববোধ রয়েছে - ভেস্টারভেলে

জেরুসালেমে ভেস্টারভেলে বলেন, ইসরায়েলের প্রতি জার্মানির বিশেষ দায়িত্ববোধ রয়েছে৷ ইসরায়েল সফরের প্রাক্কালে ভেস্টারভেলে আবারও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে দ্বি-রাষ্ট্রিক সমাধানের পক্ষে জার্মান সরকারের অবস্থান তুলে ধরেন৷ এছাড়া শান্তি আলোচনা শীঘ্রই শুরুর জন্য ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ করারও আহ্বান জানান তিনি৷ ভেস্টারভেলে বলেন, ''ইসরায়েলের যেমন নিজেদের সীমানা নিরাপদ করার অধিকার রয়েছে, ফিলিস্তিনিদেরও তেমনি তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে৷''

আজ মঙ্গলবার ভেস্টারভেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট শিমন পেরেস, পররাষ্ট্রমন্ত্রী আভিগডর লিবারমানের সাথে বৈঠক করবেন৷ এছাড়া রামাল্লায় ফিলিস্তিনি নেতৃবৃন্দের সাথেও বৈঠক করার কথা রয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর৷ বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে৷ এছাড়া হামাসের হাতে বন্দি ইসরায়েলি সৈন্য গিলাদ শালিটের মুক্তির বিষয়ে প্রচেষ্টা চালাবেন ভেস্টারভেলে বলে বিশ্লেষকরা মনে করছেন৷

ইয়াদ ভাশেম স্মৃতিস্তম্ভে ভেস্টারভেলেছবি: picture-alliance / dpa

পশ্চিম তীরে বসতি নির্মাণ ১০ মাসের জন্য স্থগিত রাখার পরিকল্পনা

এদিকে, ভেস্টারভেলের সফরের সময়েই পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ ১০ মাসের জন্য স্থগিত রাখার কথা সম্প্রচার করলো ইসরায়েলি টেলিভিশন৷ সোমবার টেলিভিশনের খবরে বলা হয় যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ১০ মাসের জন্য বসতি স্থাপন বন্ধের প্রস্তাব করেছেন৷ অবশ্য পূর্ব জেরুসালেমের অধিকৃত অঞ্চলে বসতি সম্প্রসারণ এই প্রস্তাবের আওতায় পড়বে না বলে ঐ খবরে বলা হয়৷

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের মধ্য দিয়ে পূর্ব জেরুসালেম দখলের পর থেকে ঐ অঞ্চলে ইহুদি বসতি বাড়াতেই আছে৷ স্থগিত হয়ে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর জন্য আমেরিকাসহ বিশ্ব সমাজের আহ্বান প্রত্যাখ্যান করেই বসতি সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল৷ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও শান্তি আলোচনার জন্য পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম উভয় এলাকাতেই বসতি সম্প্রসারণ সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়ে আসছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ