1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্ক

৩০ জুন ২০১৪

পশ্চিমতীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের পর, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ১৪টি রকেট হামলা চালিয়েছে হামাস গোষ্ঠী৷ এর ফলে আবারো ইসরায়েল ও ফিলিস্তিনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে আবারো৷

ছবি: Reuters

সোমবার ভোরে রকেট হামলায় দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী৷ পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে দুই জন৷ সেনাবাহিনী জানিয়েছে, হামাস গোষ্ঠী তিনজন কিশোরকে অপহরণ করার পর পশ্চিমতীরে অভিযান চালায় তারা৷ ঐ অভিযানের প্রতিবাদেই হয়ত এই হামলা চালিয়েছে হামাস৷

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, ঐ কিশোরদের নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত হামাস ৪০টি রকেট হামলা চালিয়েছে৷ ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ আল-কিদরা বলেছেন, রবিবার রাতে ইসরায়েলের হামলায় হামাসের একজন সদস্য নিহত হয়েছে৷

রাবিন স্কয়ারে মানুষের বিক্ষোভছবি: Reuters

১২ই জুন থেকে ইসরায়েলি সেনারা পশ্চিমতীরে ধড়পাকড় শুরু করেছে৷ শুক্রবারও ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি৷ সেনাবাহিনীর দাবি, হামাসের ঐ সদস্যরাই রকেট হামলা চালাচ্ছিল৷ শনিবার রাতে গাজার ১২টি স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী৷ এ পর্যন্ত ৪০০ ফিলিস্তিনিকে পশ্চিমতীর থেকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই হামাসের সদস্য৷

ইসরায়েলে বিক্ষোভ

এদিকে ইসরায়েলের রাজধানী তেল আভিভে নিখোঁজ তিন কিশোরকে ফিরিয়ে আনার দাবিতে রবিবার রাতভর কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে রাবিন স্কয়ারে৷ ঐ তিন কিশোরের মা জনগণের উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা আশা ছাড়বো না, বিক্ষোভ অব্যাহত রাখবো৷'' ঐ কিশোরদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে৷

এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু হামাসের সাথে জোট ভেঙে নতুন সরকার গঠনের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আহ্বান জানিয়েছেন৷ আব্বাস অবশ্য কিশোর অপহরণের তীব্র নিন্দা জানান৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ