1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল ও মরক্কোর মধ্যে তিনটি চুক্তি

১২ আগস্ট ২০২১

সম্পর্ক আরো ঘনিষ্ট করলো দুই দেশ। ইসরায়েল ও মরক্কোর মধ্যে তিনটি চুক্তি হলো

মরক্কো ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: Jalal Morchidi/AA/picture alliance

মরক্কো সফরে গেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে।

গত ডিসেম্বরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে। তারপর মরক্কোতে ইসরায়েলের দূতাবাস তৈরি হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সেই দূতাবাসের উদ্বোধন করবেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যে সব চুক্তিতে সই করেছেন, তার মধ্যে আছে, মরক্কো ও ইসরায়েলের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত চুক্তি। তাছাড়া ক্রীড়া, যুব ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার চুক্তিও সই হয়েছে।

তারা একটি সমঝোতাপত্রেও সই করেন। সেখানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার মেকানিজম তৈরির কথা বলা রয়েছে।

চুক্তিতে সই করছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: Mosa'ab Elshamy/AP/dpa/picture alliance

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে ইসরায়েল ও মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালু করা নিয়ে চুক্তি হয়। তখন পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্ব মেনে নেয় অ্যামেরিকা।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরো বৃদ্ধি পেলে তাদের আর্থিক ক্ষেত্রে লাভ হবে। তার অনুরোধ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যেন টু-স্টেট সমাধান মেনে ফিলিস্তিনের সঙ্গে বিরোধ মিটয়ে নেন।

লাপিদের এই সফর কূটনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে লাপিদেরই প্রধানমন্ত্রী হওয়ার কথা। বেনেটের সঙ্গে জোট নিয়ে এরকমই চুক্তি হয়েছে লাপিদের।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ