দুই দেশের ‘শত্রু' এক আর সেই শত্রুকে শায়েস্তা করতে এখন নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়তে চলেছে সৌদি আরব এবং ইসরায়েল৷ খোদ ইসরায়েলের সেনা প্রধানের কথাতেও সেই ইঙ্গিত৷
বিজ্ঞাপন
এ মাসেই এক সাক্ষাৎকারে রীতিমতো সাড়া জাগিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান গাদি আইসেনকট৷ সৌদি আরবের ‘এলাফ' সাইটকে দেয়া সাক্ষাৎকারে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্কোন্নয়নের প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি দেখিয়েছেন৷ তিনি জানান, সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ইসরায়েল৷ তিনি বলেন, ‘‘আমরা প্রয়োজন মতো (সৌদি আরবের সঙ্গে) তথ্য আদান-প্রদানে প্রস্তুত৷ আমাদের তো কিছু স্বার্থের মিল রয়েছে৷'' ইসরায়েলের সেনা কর্মকর্তা জানান, তাঁর দেশের সবচেয়ে বড় শত্রু ইরান৷ অন্যদিকে ইরানের সঙ্গে সৌদি আরবের বৈরিতার ইতিহাসও সুদীর্ঘ৷ সাম্প্রতিক সময়ে এই দু দেশের সম্পর্কের আরো অবনতি হয়েছে৷ বিশ্লেষকরা মনে করেন, দু দেশের ‘কমন' শত্রু ইরান আর তাই নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে সৌদি আরব এবং ইসরায়েল৷
মুসলমানদের জন্য সেরা ১৫টি দেশ
প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০১৬-১৭’৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সবচেয়ে বেশি মুসলিমবান্ধব দেশগুলোর নাম৷ সেখানে বাংলাদেশও আছে৷ দেখুন...
ছবি: Getty Images/AFP/M. Al-Shaikh
দশম স্থানে ইন্দোনেশিয়া
৩৬ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া আছে দশ নম্বরে৷ ইসলামি বিনিয়োগে দেশটি আছে নয় নম্বরে৷ এছাড়া হালাল কসমেটিক্স এবং হালাল ওষুধ বেশি পাওয়া যায় এমন দেশগুলোর মাঝে ইন্দোনেশিয়া আছে অষ্টম স্থানে৷
ছবি: SUDIARNO/AFP/Getty Images
নবম স্থানে জর্ডান
মধ্যপ্রাচ্যের এই দেশটি ৩৭ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়ার ঠিক আগে আছে৷ ইসলামি বিনিয়োগে দেশটি আছে নয় নম্বরে৷
ছবি: Reuters
অষ্টম স্থানে কাতার
কাতারের মোট পয়েন্ট ৪৩৷ হালাল ও ইসলামি বিনিয়োগ আর বেশি ইসলামি মিডিয়া আছে এমন দেশগুলোর তালিকার শীর্ষ দশে আছে দেশটি৷
ছবি: picture-alliance/ dpa
কুয়েত সপ্তম
কুয়েতের মোট পয়েন্ট ৪৪৷ ইসলামি বিনিয়োগে ষষ্ঠ এবং বেশি ইসলামি মিডিয়া আছে এমন দেশগুলোর তালিকার শীর্ষ দশে আছে এই দেশটি৷
ছবি: Getty Images/AFP/Y. Al-Zayat
ষষ্ঠ স্থানে পাকিস্তান
সেরা মুসলিমবান্ধব দেশগুলোর তালিকায় মোট ৪৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে ষষ্ঠ স্থানে৷ হালাল খাবার বেশি পাওয়া যায় এমন দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি৷ বেশি ইসলামি বিনিয়োগে পাকিস্তান আছে সপ্তম স্থানে৷
ছবি: picture-alliance/dpa/S. Akber
ওমান পঞ্চম
পাকিস্তানের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে ওমান আছে পঞ্চম স্থানে৷
ছবি: J. Sorges
চতুর্থ স্থানে সৌদি আরব
সৌদি আরবের মোট পয়েন্ট ৬৩৷ তারা আছে চতুর্থ স্থানে৷
ছবি: Reuters/File Photo/A. Jadallah
বাহরাইন সৌদি আরবের চেয়ে এগিয়ে
সৌদি আরবের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে বাহরাইন আছে তৃতীয় স্থানে৷
ছবি: Getty Images/AFP/M. Al-Shaikh
দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত
মোট ৮৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় সেরা মুসলিমবান্ধব দেশ হয়েছে সংযুক্ত আরব আমিরাত৷
ছবি: picture-alliance/DPPI/A. Francolini
সবার সেরা মালয়েশিয়া!
হ্যাঁ, তালিকায় সবার ওপরে আছে মালয়েশিয়া৷ তাদের মোট পয়েন্ট ১২১!
ছবি: picture-alliance/dpa/S. Kahnert
এবং বাংলাদেশ
২৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ১৫ নম্বরে৷ ১৫টি সেরা মুসলিমবান্ধব দেশের তালিকায় বাংলাদেশের আগে আছে শুধু ইরান, সুদান, ব্রুনেই এবং সিঙ্গাপুর৷
ছবি: picture-alliance/dpa
11 ছবি1 | 11
সম্প্রতি ইসরায়েলের ‘জাতির পিতা' ডেভিড বেন-গুরিয়নের ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে ভাষণ দিতে গিয়ে বেনিয়ামিন নেতানিয়ানহু-ও ‘আরব বিশ্বের সঙ্গে' ফলদায়ক সহযোগিতার সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন৷ ‘আরব বিশ্ব' বলতে তিনি যে সৌদি আরব ও সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলোকেই বুঝিয়েছেন সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই৷
ডয়চে ভেলের আরবি বিভাগ সৌদি আরবের সাবেক সেনা কর্মকর্তা জেনারেল আনোয়ার আশকির সাক্ষাৎকার নিয়েছে৷ সাক্ষাৎকারে আশকি জানান, গত বছর তিনি আরব দেশগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে ইসরায়েলে গিয়েছিলেন৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি অবশ্য সেই সফরের বিষয়ে কিছু বলেননি৷ তবে ইসরায়েলের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক ভালো করার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে তিনিও দুই দেশের কিছু স্বার্থের মিলের কথা তুলে ধরেছেন৷ সেখানে সবার আগে এসেছে ইরান প্রসঙ্গ৷ সৌদি আরবের বন্ধু হিসেবে ইরানের চেয়ে ইসরায়েলকেই বেশি গ্রহণযোগ্য মনে করেন তিনি৷ তার কারণ জানাতে গিয়ে সাবেক সামরিক কর্মকর্তা বলেন, ‘‘আমাদের ওপর কিন্তু ইসরায়েল কখনো রকেট হামলা চালায়নি, চালিয়েছে ইরান৷''