1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

১৯ জানুয়ারি ২০২৫

ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে৷ নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর রোববার স্থানীয় সময় সকাল সোয়া ১১ টায় শুরু হয়েছে এই সাময়িক যুদ্ধবিরতি৷

উত্তরে ফিরে যাওয়ার পথে ফিলিস্তিনিরা
হামাসের কাছ থেকে বন্দিদের একটি তালিকা পাবার কথা ইসরায়েল নিশ্চিত করার পর যুদ্ধবিরতি কার্যকর হয় ছবি: Omar Al-Qattaa/AFP/Getty Images

এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজা উপত্যকায় ১৫ মাস ধরে চলমান সংঘাতের একটি সাময়িক বিরতি এসেছে৷ এর আগে ১৬ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে একমত হয় দুই পক্ষ৷ চুক্তির প্রথম ধাপে আগামী দেড় মাসে হামাস গাজায় জিম্মি ইসরায়েলি বন্দিদের একটি অংশকে মুক্তি দেবে৷ বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের একটি অংশকে ছেড়ে দেবে৷

রোববার মুক্তির জন্য হামাস তিনজন নারীর নাম দিয়েছে৷

একইসঙ্গে এই সময়ের মধ্যে ইসরায়েল ধীরে ধীরে গাজার সীমানায় নিজেদের বাহিনী ফিরিয়ে নেবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে৷

যুদ্ধবিরতির এই প্রাথমিক ধাপের লক্ষ্য হলো, সংঘাতপূর্ণ অঞ্চলে ধাপে ধাপে স্থিতিশীলতা আনা৷ আশা করা হচ্ছে, প্রথম ধাপের সাফল্য দ্বিতীয় ও তৃতীয় ধাপের জন্য পথ সুগম করবে৷ দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরিকল্পনায় রয়েছে সব বন্দির মুক্তি এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন৷

এই চুক্তি মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ মানবিক সহায়তা এবং শান্তি প্রক্রিয়া চালিয়ে নিতে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে৷

নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পর প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়৷ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তিন বন্দির নামের তালিকা পাবার কথা নিশ্চিত করার পরই যুদ্ধবিরতি কার্যকর হয়৷

এই বিলম্বের কারণ হিসেবে হামাস তাদের ‘কারিগরি জটিলতার' কথা উল্লেখ করে৷ তবে এই বিলম্বের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে গেছে৷ গাজার চিকিৎসাকর্মীদের তথ্য অনুযায়ী, পূর্ব গাজায় একটি ড্রোন হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও আটজন বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন৷

ইসরায়েলি মিডিয়া জানায়, প্রথম দিনে বিকেল ৪টা নাগাদ তিন নারী বন্দিকে মুক্তি দেওয়া হবে৷

তবে এই চুক্তি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে৷ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির চুক্তির প্রতিবাদে তার পদ থেকে পদত্যাগ করেছেন৷ তার দল জিউইশ পাওয়ার পার্টি সরকারের মিত্র হলেও এই পদক্ষেপের মাধ্যমে ক্ষমতাসীন জোটের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, ২০১৪ সালের গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা গোলানি ব্রিগেডের সদস্য ওরন শাউলের দেহ উদ্ধার করা হয়েছে৷ তার দেহ এতদিন গাজায় হামাসের নিয়ন্ত্রণে ছিল৷

যুদ্ধবিরতি শুরুর আগে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বাসিন্দাদের সতর্ক করে বলেছে, কেউ যেন সীমান্তবর্তী এলাকায় বা ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার চেষ্টা না করেন৷ এটি করলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে বলে ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে৷

জেডএ/এআই (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ