1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রাস-িসরায়েল

৮ এপ্রিল ২০১২

নোবেল পুরস্কার বিজয়ী জার্মান কথাসাহিত্যিক গুইন্টার গ্রাস তাঁর ‘‘যা বলা উচিৎ’’ কবিতায় ইসরায়েল ইরানের উপর প্রতিরোধমূলক হানা দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন৷ এবার এলো ইসরায়েলের প্রতিক্রিয়া৷

ছবি: dapd

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইশাই এ' ঘোষণা দেন এবং বলেন, ‘‘গ্রাস'এর কবিতাটি ইসরায়েল রাষ্ট্র ও তার জনগণের প্রতি বিদ্বেষের অগ্নি উস্কে দেওয়ার একটা প্রচেষ্টা৷'' গুইন্টার গ্রাস যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে কুখ্যাত ওয়াফেন-এসএস গোষ্ঠীর সদস্য ছিলেন, এবং পরবর্তী ৬০ বছর ধরে সে-বিষয়ে নীরব থাকেন, তার প্রতি ইঙ্গিত করে ইশাই বলেন, ‘‘এসএস উর্দি পরার সময় তিনি যে সব ধারণার প্রকাশ্য সহযোগী ছিলেন, তিনি এখনও সেগুলি প্রচার করার চেষ্টা করছেন৷''

ইশাই স্বয়ং প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু'র রক্ষণশীল জোট সরকারে একটি চরম সনাতনপন্থি ইহুদি দলের প্রধান৷ তিনি গ্রাস'কে সরাসরি ইরানে গিয়ে তার এই সব ‘‘বিকৃত ও মিথ্যা'' ধ্যানধারণা প্রচার করার পরামর্শ দিয়েছেন৷ সেখানে নাকি গ্রাস উৎসাহী শ্রোতা পাবেন৷

গ্রাস’এর বিতর্কিত কবিতা: ‘‘ভাস গেসাগ্ট ভের্ডেন মুস’’ছবি: picture-alliance/dpa

গত বুধবার স্যুড-ডয়েচে সাইটুং পত্রিকায় গ্রাস'এর ৬৬ ছত্রের কবিতাটি প্রকাশিত হয়৷ তার পরে জার্মানিতেও নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে গেছে৷ সেটা স্বাভাবিক৷ কেননা যে দেশ থেকে হলোকস্টের সূচনা, সে'দেশে ইসরায়েলের প্রতি বিশেষ দায়িত্বের কথা জার্মান জাতি, জনগণ এবং রাজনীতি, সকলের চেতনায়৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইসরায়েলের প্রসঙ্গ উঠলেই প্রতিবার স্মরণ করিয়ে দেন যে, ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তা জার্মান পররাষ্ট্রনীতির একটি অপরিবর্তনীয় উপাদান৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বিল্ড আম জোন্টাগ পত্রিকায় গ্রাস'এর সমালোচনা করে বলেছেন, ইসরায়েল এবং ইরানকে একই নৈতিক পর্যায়ে ফেলাটা হাস্যকর হয়েছে৷

অপরদিকে প্রখ্যাত ইসরায়েলি ইতিহাসবেত্তা টম সেগেভ বলেছেন, নিজের অপরাধবোধ থেকেই গ্রাস'এর এই ভ্রান্তি, যেন তিনি জীবনের শেষে নিজেই নিজেকে শাস্তি দিতে চেয়েছিলেন৷ আসলে গ্রাস ইহুদি-বিদ্বেষী নন, এমনকি ইসরায়েল-বিরোধীও নন৷ ‘‘যেটুকু কালি বাকি আছে'', তাই দিয়ে তিনি কবিতাটি লিখেছেন, গ্রাস বলেছেন তার কবিতায়৷ সেগেভ যোগ করেছেন, আশা করা যাক, আরেকটা সুন্দর উপন্যাসের জন্যও কালি থাকবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ, রয়টার্স)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ