পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে এখন ১৮ হাজার ভারতীয় আছেন। হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের পর সেখানে পরিস্থিতি রীতিমতো উত্তেজক ও বিপজ্জনক হয়ে গেছে। তাই সব ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার জন্যই শুরু হয়েছে 'অপারেশন অজয়'।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে যারা আসবেন, তাদের ই মেল করে জানিয়ে দিয়েছে ভারতীয় দূতাবাস। বাকি যারা নাম নথিভুক্ত করেছেন, তাদের পরে জানানো হবে, তারা কবে ফিরতে পারবেন।
দিল্লিতে এর জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। তেল আভিভেও জরুরি ভিত্তিতে হেলপলাইন নম্বর দেয়া হয়েছে। সেখানে ভারতীয়রা যোগায়োগ করতে পারবেন।
নৌবাহিনীর একটি জাহাজও পাঠানো হচ্ছে। যদি দরকার হয়, তাহলে তাতে করেও ভারতীয়রা দেশে ফিরতে পারবেন।
ইসরায়েলে চাকুরিজীবী ছাড়াও ভারতীয় ছাত্র, ব্যবসায়ী ও পেশাদাররা আছেন।
গাজার রাস্তাজুড়ে কেবলই ধ্বংসের ছবি। ইসরায়েলের মতোই সেখানেও মৃত্যু হয়েছে কয়েকশ মানুষের।
ছবি: Mahmud Hams/AFP/Getty Imagesহামাস ইসরায়েলে আক্রমণ চালানোর পর গত তিনদিন গাজা স্ট্রিপে লাগাতার বিমান হামলা চালচ্ছে ইসরায়েল। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। প্রতিটি বাড়ি জ্বলে-পুড়ে ছাই হয়ে গেছে।
ছবি: Belal Al SabbaghAFP/Getty Imagesগত শনিবার ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল হামাস। ইউরোপীয় ইউনিয়ন এবং অ্যামেরিকা হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। হামাসের সেই আক্রমণের পর পাল্টা যুদ্ধে নেমেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামাসকে এমন শিক্ষা দেওয়া হবে যে গাজা স্ট্রিপের পরবর্তী প্রজন্মও ভয়াবহতার কথা মনে রাখবে।
ছবি: Mohammed Talatene/dpa/picture allianceজাতিসংঘের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত গাজা স্ট্রিপের ভিতর অন্তত ৮০০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ত পাঁচ হাজার বাড়ি। প্রায় চার লাখ মানুষ জল পর্যন্ত পাচ্ছেন না। পানীয় জল পৌঁছাচ্ছে না তাদের কাছে।
ছবি: Fatima Shbair/AP/picture alliance ইসরায়েলের বিমানহামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে এই ভবন। উদ্ধারকর্মীরা সেখানেই প্রাণের সন্ধানে নেমেছেন। ধ্বংসস্তূপের নিচে মানুষ বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে।
ছবি: Mahmud Hams/AFP/Getty Imagesকোলের শিশুকে কবর দিতে নিয়ে যাচ্ছেন তার আত্মীয়রা। গত তিনদিনে গাজায় অন্তত ১৪০টি শিশুর মৃত্যু হয়েছে। একশর বেশি নারী মারা গেছেন।
ছবি: Mahmud Hams/AFP/Getty Imagesগাজা সম্পূর্ণ অবরুদ্ধ। সেখান থেকে পালানোর পথ নেই। ইসরায়েলের আক্রমণে এখনো পর্যন্ত প্রায় এক লাখ ৮৭ হাজার মানুষ গৃহহীন। এক লাখ ৩৭ হাজার মানুষ জাতিসংঘের বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন। মিশরের দিকের সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে।
ছবি: Saleh Salem/REUTERSইসরায়েল-গাজা সীমান্তে অতন্দ্র প্রহরায় ইসরায়েলের সেনা। গোটা সীমান্তে কাঁটাতার বসানো। সেই কাঁটাতার উপেক্ষা করেই শনিবার ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তারপরেই গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল।
ছবি: Oren Ziv/AP/picture allianceইসরায়েল-গাজা সীমান্তে ইসরায়েল প্রায় তিন লাখ সেনা মজুত করেছে। সঙ্গে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধের সাজোয়া গাড়ি। গাজার মানুষের ধারণা, যে কোনো সময় ইসরায়েলের সেনা গাজা স্ট্রিপের ভিতরে ঢুকে পড়তে পারে।
ছবি: Ilia Yefimovich/dpa/picture allianceমানবাধিকার কর্মীদের বক্তব্য, গাজা স্ট্রিপে হাসপাতাল লক্ষ্য করেও বোমাবর্ষণ করা হচ্ছে। হাসপাতালে ওষুধের অভাবে, খাবারের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট ছোট শিশুরা। একে যুদ্ধপরাধ বলে মনে করছে কোনো কোনো সংগঠন।
ছবি: Mahmud Hams/AFP/Getty Images মুম্বইয়ে ইসরায়েলের কনসাল জেনারেল বলেছেন, কোনো ভারতীয় এই সংঘাতের ফলে হতাহত হয়েছেন, তেমন কোনো খবর তার কাছে নেই।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরায়েল গিয়েছিলেন নুসরত ভারুচা। তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। রাজ্যসভা সাংসদ খারলুখি-সহ মেঘালয়ের ২৭ জন মানুষ বেথলহেমে আটকা পড়ে গিয়েছিলেন। তাদের নিরাপদে মিশর নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
জয়শঙ্কর আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছেন। তারা নিয়মিত যোগায়োগ রাখবেন বলেও ঠিক হয়েছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)