ইসরায়েল না থামলে জাতিসংঘকে বল প্রয়োগের পরামর্শ এর্দোয়ানের
১ অক্টোবর ২০২৪
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান সোমবার বলেন, গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে ১৯৫০ সালে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷
বিজ্ঞাপন
১৯৫০ সালে পাস হওয়া ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে, নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে৷
আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এর্দোয়ান এই রেজুলেশনের উল্লেখ করে বলেন, সাধারণ পরিষদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷
গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা করার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে৷ সেটি এখনো চলছে৷ বিভিন্ন সংস্থা গাজার ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে৷
ছবি: Evad Baba/AFP
হতাহত
গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালায়৷ এতে ১,২০০ জন নিহত হন বলে ইসরায়েল জানিয়েছে৷ এরপর ইসরায়েল গাজায় হামলা শুরু করলে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷ আহতের সংখ্যা প্রায় ৯৫ হাজার৷
ছবি: Omar Ashtawy/ZUMA/picture alliance
ধ্বংসস্তূপের পরিমাণ
জাতিসংঘ বলছে, ইসরায়েলের বোমাবর্ষণে গাজায় প্রায় ৪০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে৷ এগুলো সরাতে ১৫ বছর লেগে যেতে পারে৷ খরচ হতে পারে পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলার৷
ছবি: Evad Baba/AFP
ধ্বংসস্তূপের নিচে মরদেহ
ধ্বংসস্তূপে অ্যাসবেস্টস ও মরদেহ থাকতে পারে৷ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত মে মাসে জানিয়েছিল, ধ্বংসস্তূপের নিচে ১০ হাজার মরদেহ থাকতে পারে৷
ছবি: Bashar Taleb/AFP/Getty Images
সংস্কারের সময়
মে মাসে জাতিসংঘের এক প্রতিবেদন জানিয়েছিল, গাজার ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার করতে অন্তত ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে৷ ফিলিস্তিনের তথ্য বলছে, প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে৷
ছবি: Omar Al-Qattaa/AFP/Getty Images
অবকাঠামোর ক্ষতি
জাতিসংঘ ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, অবকাঠামোর ক্ষতির পরিমাণ ১৮.৫ বিলিয়ন ডলার৷ আবাসিক ভবন, ব্যবসা-প্রতিষ্ঠান এবং শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানির মতো জরুরি সেবাকে এর মধ্যে ধরা হয়েছে৷ গাজা শহর তার প্রায় পানি উৎপাদনের পুরো ক্ষমতা হারিয়েছে৷ ৮৮ শতাংশ পানির উৎস ও ১০০ ভাগ লবণমুক্তকরণ প্ল্যাট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে অক্সফ্যামের এক প্রতিবেদন বলছে৷
ছবি: Omar Ishaq/dpa/picture alliance
কৃষিজমির ক্ষতি
কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জাতিসংঘ জানিয়েছে, গাজার মোট কৃষিজমির অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ছবি: Hatem Khaled/REUTERS
শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জার ক্ষতি
গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস আগস্টে এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ সরকারি অবকাঠামো, ১২২টি স্কুল ও বিশ্ববিদ্যালয়, ৬১০টি মসজিদ ও তিনটি গির্জা ধ্বংস হয়েছে৷