তেলআভিভের কাছের একটি বাড়িতে সোমবার রকেট আঘাত হানার প্রতিক্রিয়ায় গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল৷ এদিকে মঙ্গলবার দুই দিক থেকেই নতুন করে হামলা শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে৷
বিজ্ঞাপন
মঙ্গলবার ইসরায়েল এবং ফিলিস্তিন দুই পক্ষই একে অপরের উপর নতুন করে রকেট হামলা শুরু করেছে৷ ইসরায়েল দাবি করেছে, শেষ রাতে গাজা থেকে ৩০টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের হামাস৷ জবাবে ইসরায়েলও ১৫টি রকেট ছুড়েছে, যার মধ্যে হামাসের একটি কম্পাউন্ডও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়৷ ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, তারা প্রয়োজনমত সামরিক কার্যক্রম বাড়াবে৷ দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন, ‘‘আমাদের প্রতিক্রিয়া খুব, খুবই শক্তিশালী ছিল৷'' ইসরায়েলের রাষ্ট্রীয় বেতারে দেয়া আরেক ভাষণে তিনি বলেন, ‘‘ হামাসের জানা থাকা উচিত যে আমরা গাজায় ঢুকে পদক্ষেপ নিতে কোনো কার্পণ্য করব না৷''
যেভাবে শুরু
সোমবার সকালে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের তেল আভিভে দূরপাল্লার একটি রকেট হামলা চালানো হয়, যা একটি বাড়িতে আঘাত হানে৷ এতে সাতজন আহত হয়৷ জবাবে পালটা হামলা চালায় ইসরায়েলও৷ এসময় দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করছিলেন৷ সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ইসরায়েল এটি সহ্য করবে না৷ আমি এটি সহ্য করব না৷'' তাঁকে সমর্থন দিয়ে ট্রাম্প বলেন, নিজেদের প্রতিরক্ষার সম্পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে৷
হামাস প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় লক্ষ্য করেও ইসরায়েল সোমবার হামলা চালায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তবে এসময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না৷
সংঘাতের মাঝে শান্তির খোঁজে গাজার নারীরা
দারিদ্র্য আর বঞ্চনার মাঝেও গাজার নারীরা হাল ছেড়ে দেননি৷ বরং সংঘাতের মাঝেও নানাভাবে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন তাঁরা৷ রয়টার্সের দুই সাংবাদিক তুলে এনেছেন তাঁদের জীবন সংগ্রামের চিত্র৷
ছবি: Reuters/S. Abo Elouf
পার্কে সেলফি
সতের বছর বয়সি ফিলিস্তিনি শিক্ষার্থী ওয়েসেল আবু আমরা গাজার একটি পার্কে সেলফি তুলছেন৷ বন্ধুদের সঙ্গে গাজার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে, কেনাকাটা করতে আর রেস্টুরেন্টে খেতে ভালোবাসেন আবু আমরা৷ ‘‘যুদ্ধ এবং দুর্বল অর্থনীতির মাঝে থাকা সত্ত্বেও আমরা কিছুটা আনন্দে সময় কাটানোর চেষ্টা করি,’’ বলেন তিনি৷
ছবি: Reuters/S. Abo Elouf
বোনের সঙ্গে বাড়িতে
ছোটবোনের সঙ্গে পারিবারিক বাড়িতে খেলছেন আবু আমরা৷
ছবি: Reuters/S. Abo Elouf
নিয়মিত নামাজও পড়েন
বাড়িতে জায়নামাজে আবু আমরা৷
ছবি: Reuters/S. Abo Elouf
সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়া
চব্বিশ বছর বয়সি ফিলিস্তিনি সুয়াদ দাউদ গাজার সমুদ্র সৈকতে একটি ঘোড়ায় চড়েছেন৷ ‘মেডিক্যাল সেক্রেটারি’ বিষয়ে ডিপ্লোমা করার পরও চারবছর ধরে বেকার তিনি৷ ‘‘গাজায় কোনো চাকরি নেই৷ যখন আমি বিরক্ত বোধ করি, তখন বন্ধুদের নিয়ে সমুদ্র সৈকতে বা সবুজ কোথাও চলে যাই,’’ বলেন দাউদ৷
ছবি: Reuters/S. Abo Elouf
অশ্বারোহিণী ফাতেমা ইউসুফ
সতের বছর বয়সি ফাতেমা ইউসুফ উচ্চমাধ্যমিকে পড়ছেন৷ ‘‘স্কুলে এটা আমার শেষবর্ষ বলে কিছুটা চাপ অনুভব করি, কিন্তু ঘোড়ায় চড়লে নিজেকে মুক্ত মনে হয়,’’ বলেন ইউসুফ৷
ছবি: Reuters/S. Abo Elouf
মনোযোগী শিক্ষার্থী
ঘোড়ায় চড়ে শান্তি খুঁজলেও লেখাপড়ার ব্যাপারে বেশ মনোযোগী ফাতেমা ইউসুফ৷ ছবিতে নিজের ঘরে লেখাপড়া করছেন তিনি৷
ছবি: Reuters/S. Abo Elouf
রাস্তায় স্কুলশিক্ষার্থীরা
ফিলিস্তিনি দুই শিক্ষার্থী স্কুলে যাচ্ছেন৷
ছবি: Reuters/S. Abo Elouf
সমুদ্র দর্শন
সমুদ্রের পাড়ে বসে প্রকৃতি উপভোগ করছেন গাজার দুই তরুণী৷ গাজা উপত্যকায় যে সংঘাত চলছে তা কি এই ছবি দেখে বোঝার কোন উপায় আছে?
ছবি: Reuters/S. Abo Elouf
8 ছবি1 | 8
এদিকে সোমবার সন্ধ্যায় মিশরের মধ্যস্থতায় এই হামলা-পালটা হামলার ঘটনায় রাশ টানার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছিল হামাস৷ কিন্তু রাতে গাজা থেকে নতুন করে আরো ৩০টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী৷ ইসরায়েলও নতুন করে ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে৷ দেশটির নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এই পরিস্থিতি তৈরি হলো৷
গোলান মালভূমিকে ট্রাম্পের স্বীকৃতি
এদিকে বিরোধপূর্ণ গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌম ভূমি হিসেবে স্বীকৃতি দিয়ে একটি পত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ইসরায়েলের প্রধানমন্ত্রীর সফরকালেই এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তিনি৷ ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর সিরিয়ার কাছ থেকে এই ভূমি দখল করে ইসরায়েল৷ ১৯৮১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এটি নিজেদের বলে দাবি করে আসলেও তার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি৷ যুক্তরাষ্ট্রও বরাবরই এই বিষয়ে চুপ ছিল৷ সেখান থেকে সরে এসে ট্রাম্পের এই স্বীকৃতি দেশটির পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে৷
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিনব যুদ্ধ
যুদ্ধ চলছে আকাশে৷ ঘুড়ি আর ড্রোন বিমানের যুদ্ধ৷ ড্রোনকে ফাঁকি দিয়ে ঘুড়ি ওপারে যেতে পারলেই ইসরায়েলের সর্বনাশ৷ ইসরায়েলের সেনাবাহিনী তাই মহাআতঙ্কে! দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/I.A. Mustafa
ফিলিস্তিনিদের জন্য বিশেষ ড্রোন
ছবিতে একটি ড্রোন ধরে আছেন ইসরায়েলের এক সৈন্য৷ জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছিল বিক্ষোভের তীব্রতা ততই বাড়ছিল গাজায়৷ অথচ সশস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর সামনে ফিলিস্তিনিরা তো অসহায়৷ তাই প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয়ার জন্য অভিনব এক উপায় বের করলো ফিলিস্তিনিরা৷ সেই আগুন থেকে বাঁচতেই এই ড্রোন বানিয়েছে ইসরায়েল৷
ছবি: Reuters/A. Cohen
ঘুড়ি যখন ভয়ানক হাতিয়ার
ছবিতে একটি ঘুড়িতে আগুন জ্বালাচ্ছেন এক ফিলিস্তিনি৷ রামায়ণে হনুমানের আগুন পুড়ে ছাড়খার করেছিল রাবণরাজ্য৷ ফিলিস্তিনিরাও চায় ইসরায়েলে আগুন লাগাতে৷ তাই আকাশে ওড়ার আগে আগুনে পুড়ছে ঘুড়ি৷
ছবি: Reuters/I.A. Mustafa
আকাশে ফিলিস্তিন-ইসরায়েল লড়াই
ফিলিস্তিনিদের উড়িয়ে দেয়া জ্বলন্ত ঘুড়ি উড়ে চলেছে ইসরায়েলের দিকে৷ কিন্তু ইসরায়েলে ঢোকা কি এত সহজ? ঘুড়ি-প্রতিরোধী ড্রোন বানিয়ে ইসরায়েলও ইতিমধ্যে তৈরি৷ দূর থেকে ফিলিস্তিনিদের ঘুড়ি উড়তে দেখেই তাই ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷ উড়ে এসে ঘুড়ি প্রতিরোধে ব্যস্ত হয়ে পড়েছে ড্রোন৷
ছবি: Reuters/M. Salem
জ্বলছে ঘুড়ি
এই ঘুড়িটি গাজা থেকেই এসেছে৷ কিন্তু বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আগুন নেভাচ্ছেন এক ইসরায়েলি সৈন্য৷
ছবি: Reuters/A. Cohen
ফিলিস্তিনিদের একটি সাফল্য
ঘুড়ির আগুনে দাউ দাউ করে জ্বলছে মাঠ৷ মাঠটি ইসরায়েলে৷
ছবি: Reuters/A. Cohen
ধেয়ে আসছে আতঙ্ক
রাতের আঁধারে ইসরায়েলের আকাশে ঢুকে পড়েছে আরেকটি ঘুড়ি৷
ছবি: Reuters/A. Cohen
ড্রোন থেকে কাঁদানে গ্যাস
ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসবাহী ড্রোন পাঠিয়েছে ইসরায়েল৷ সেই ড্রোন গাজার আকাশে এসেই ছাড়তে শুরু করেছে কাঁদানে গ্যাস৷
ছবি: Reuters/I.A. Mustafa
যা ঘুড়ি উড়ে যা...
‘‘ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে উড়ে যা ঘুড়ি’’ – ঘুড়িতে আগুন লাগিয়ে যেন এ কথাই বলছেন ফিলিস্তিনিরা৷
ছবি: Reuters/I.A. Mustafa
উড়ছে ঘুড়ি, উড়ছে পতাকা
ফিলিস্তিনি পতাকার পাশ দিয়েই উড়ে যাচ্ছে ঘুড়ি৷
ছবি: Reuters/I.A. Mustafa
ঘুড়িসৈনিক
গাজা সীমান্তে ঘুড়ি নিয়ে ফিলিস্তিনিরা তৈরি৷
ছবি: Reuters/I.A. Mustafa
ধরা পড়েছে ‘আসামী’
গাজা থেকে উড়ে আসা ঘুড়ি ধরতে পেরে আনন্দিত ইসরায়েলি সেনা৷
ছবি: Reuters/A. Cohen
ইসরায়েলের পালটা ব্যবস্থা
ফিলিস্তিনিরা আগুন জ্বালিয়ে ঘুড়ি পাঠায় বলে পালটা ব্যবস্থা হিসেবে কখনো কখনো গাজায় আগুন লাগানোর জন্যও ড্রোন পাঠায় ইসরায়েল৷ এমনই এক ডোন থেকে ফেলা আগুন নেভানোর চেষ্টা করছেন এক ফিলিস্তিনি৷
ছবি: Reuters/I.A. Mustafa
12 ছবি1 | 12
যে কলম দিয়ে ট্রাম্প ঘোষণাপত্রটিতে স্বাক্ষর করেছেন সেটি তিনি নেতানিয়াহুর হাতে দিয়ে বলেন, ‘‘এটি ইসরায়েলের জনগণকে দিবেন৷'' জবাবে নেতানিয়াহু ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ইসরায়েল এর আগে কখনও এত ভাল বন্ধু পায়নি৷
তবে এই সিদ্ধান্তকে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার উপর ভয়ংকর এক আক্রমণ হিসেবে অভিহিত করেছে সিরিয়া৷ এই অঞ্চলকে নিজেদের হিসেবে পুনর্দাবি করার অধিকার আছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে তারা৷
এদিকে, গোলান নিয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ৷ ১৯৮১ সালে নিরাপত্তা পরিষদ সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের আইন ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগকে অবৈধ পদক্ষেপ হিসেবে ঘোষণা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছিল৷
ট্রাম্পের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে উপসাগরীয় রাষ্ট্র সৌদি আরব, বাহরাইন, কাতার এবং কুয়েতও৷ সৌদি আরব এক বিবৃতিতে বলেছে, ‘‘এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া, নিরাপত্তা ও স্থিতিশীলতায় বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলবে৷'' এই ঘোষণাকে জাতিসংঘের চার্টার ও আন্তর্জাতিক আইনের পরিষ্কার বরখেলাপ হিসেবেও অভিহিত করা হয়েছে৷ কুয়েত, বাহরাইনও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে৷ অন্যদিকে কাতার গোলান মালভূমির দখলদারিত্বের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক আইন মানার জন্য ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছে৷
এফএস/জেডএইচ (রয়টার্স, এএফপি)
ইসরায়েল: দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফিলিস্তিনের সঙ্গে এবং সেই কারণে বলতে গেলে প্রায় গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই ইসরায়েল নামের রাষ্ট্রটির বৈরিতা৷ তবে ইহুদি অধ্যুষিত এ দেশ সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? জানলে সত্যিই অবাক হবেন৷
রাষ্ট্র ভাষা কয়টি?
জানেন ইসরায়েলের রাষ্ট্রভাষা ক’টি? দু’টি৷ আধুনিক হিব্রু ভাষা এবং আরবি৷ হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু ‘আধুনিক হিব্রু’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়ত অনেকেই বুঝতে পারবেন না৷ এই ভাষাটি গত ১৯ শতকের শেষভাগ পর্যন্তও বিকশিত হয়েছে৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধুনিক হিব্রুর শেকড় প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি, স্লাভিচ, আরবি এবং জার্মানসহ অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে৷
ছবি: Fotolia/Ivan Montero
ইসরায়েলের আয়তন কত?
ছোট্ট দেশ৷ কিন্তু কত ছোট? ইসরায়েলের আয়তনই বা কত? কাজির গরু নাকি গোয়ালে থাকে না, গাছে থাকে৷ ইসরায়েলের ক্ষেত্রে কথাটা একটু অন্যভাবে বলা যায়৷ ইসরায়েলের ভূমি চুক্তিতে থাকে না, বাস্তবে থাকে৷ ১৯৪৯ সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চু্ক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ২০ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার৷ কিন্তু ইসরায়েলের আয়তন এখন ২৭ হাজার ৭৯৯ বর্গ কিলোমিটার৷
ইসরায়েলের ‘সবাই’ সেনাসদস্য
ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনাসদস্যও এক অর্থে ততজন৷ সেনাপ্রশিক্ষণও স্বল্পমেয়াদি হয় না৷ সব প্রাপ্ত বয়স্ক ছেলেকে ৩ বছরের এবং মেয়েকে অন্তত ২ বছরের প্রশিক্ষণ নিতে হয়৷
ছবি: dapd
ইসরায়েলিও ফিলিস্তিনের সমর্থক?
ইহুদিদের একটি ধর্মীয় সংগঠন জিওনিজম মতবাদ এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরুদ্ধে৷ সংগঠনটির নাম, ‘নেতুরেই কার্টা’ বা ‘নগর রক্ষক’৷ ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি ‘ফিলিস্তিনের সমর্থক’ হিসেবে পরিচিত৷
ছবি: picture-alliance/dpa
আইনস্টাইন প্রেসিডেন্ট হননি
নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিনিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন৷ ইসরায়েল তাঁর কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি, তাঁকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে৷ ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন৷
ছবি: Imago/United Archives International
ঈশ্বরের কাছে চিঠি
ইসরায়েলের মানুষ সত্যি সত্যিই ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে৷ প্রতি বছর জেরুসালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজার খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ‘ঈশ্বর’!
ছবি: Fotolia/V. Kudryashov
জেরুসালেম যা যা সয়েছে
ইতিহাস বলছে, প্যালেস্টাইনের রাজধানী জেরুসালেমে এ পর্যন্ত ২৩ বার ভয়াবহ আগুন লেগেছে আর বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে ৫২ বার৷ জেরুসলেম দখল এবং পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে ৪৪ বার৷
ছবি: DW/S. Legesse
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ নোট
ইসরায়েলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা৷ ‘ব্রেইল’-এর মতো বর্ণের সহায়তায় কাগুজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না৷ সারা বিশ্বে ইসরায়েল ছাড়া ক্যানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই বিষেষ ব্যবস্থা রয়েছে৷