1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল-মরক্কো সরাসরি বিমান চালু

২৬ জুলাই ২০২১

গত বছর থেকে ইসরায়েল-মরক্কো কূটনৈতিক সম্পর্ক উন্নত হচ্ছে৷ তারই ধারাবাহিকতায় রোববার থেকে দুই দেশের মধ্যে শুরু হলো বিমান চলাচল৷

ইসরায়েলের একটি বিমানবন্দরছবি: Gil C. Magen/Xinhua/picture alliance

মরক্কোর রাজধানী মারাকেশ ও ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যে সরাসরি বিমান চালু করলো দুটি ইসরায়েলি বিমান সংস্থা৷ গত বছর থেকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের যে ধারার সূত্রপাত হয়, এই পদক্ষেপ তারই সম্প্রসারণ৷

গত বছর ডিসেম্বর মাসে সরাসরি বিমান চলাচল শুরু করার ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল ও মরক্কো৷ এই আলোচনায় মধ্যস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র৷

বিমান চলাচলের বিষয়ে ইসরায়েলি পর্যটন মন্ত্রী ইওয়েল রাসভোজভ বলেন, ‘‘এই রুটে বিমান চলাচল দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করবে৷’’

ইসরায়েলের কূটনীতিক গালিত পেলেগ এ বিষয়ে একটি টুইট করেন৷ এক সময়ে মরক্কো কাজ করা গালিত মনে করেন, এই পদক্ষেপ শান্তির বার্তা আনবে দুই দেশের জন্য৷

রোববার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে তেল আবিব থেকে মারাকেশের উদ্দেশ্যে যাত্রা করে ইসরাএয়ার সংস্থার একটি বিমান৷ বিমানকর্মীদের পরনে ছিল মরোক্কান পোশাক ও বিমানে যাত্রীদের জন্য মরোক্কান খাবারের ব্যবস্থাও ছিল৷

আরেকটি বিমান সংস্থা এল আলের একটি বিমান একই দিনে সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে মরক্কোর উদ্দেশ্যে উড়ে যায়৷ প্রতি সপ্তাহে, এল আলের পাঁচটি ও ইসরাএয়ারের দুটি বিমান উড়বে এই পথে৷

এছাড়া আরকিয়া ও রয়াল এয়ার মারোক বিমান সংস্থাও জানিয়েছে যে, আগামী মাস থেকে এই পথে বিমান যোগাযোগ চালু করবে তারা৷

উন্নত সম্পর্ক, উন্নত পর্যটন

মরক্কোতে এক সময় উত্তর আফ্রিকার সবচেয়ে বেশি ইহুদি বাস করতেন৷ কিন্তু ১৯৪৮ থেকে ১৯৬৪ সালের মধ্যে সেখান থেকে প্রায় আড়াই লাখ ইহুদি চলে যান ইসরায়েলে৷ বর্তমানে, মরক্কোতে আনুমানিক তিন হাজার ইহুদির বাস, যদিও ইসরায়েলের বহু ইহুদি বাসিন্দারা নিজেদের মরোক্কান ইহুদি পরিচয় দিয়ে থাকেন৷

মরক্কো কর্তৃপক্ষের মতে, ২০০০ সালে রাবাতের ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণের পর থেকেই ইসরায়েলের সাথে সম্পর্কে জটিলতা বাড়ে, যা গত বছর থেকে নতুন করে উন্নতির দিকে৷

এ বছর মার্চ মাসে মরক্কোর পর্যটন মন্ত্রী নাদিয়া ফেত্তাহ আলাওউই জানান যে, উন্নত সম্পর্কের জেরে মোট দুই লাখ ইসরায়েলি পর্যটক মরক্কোতে আসবেন বলে তার ধারণা৷ করোনা অতিমারির ফলে  মরক্কোর থমকে যাওয়া পর্যটনে বদল আনতে পারে এই নতুন বিমান চলাচল, আশা করছেন অনেকে৷

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ