নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের বৈঠক আগামী বুধবার। মঙ্গলবার ইসরায়েল পৌঁছাবেন শলৎস।
বিজ্ঞাপন
সংঘাতের প্রথম দিন থেকেই ইসরায়েলের পাশে আছে অ্যামেরিকার বাইডেন প্রশাসন। বুধবার সংঘাত শুরু হওয়ার পর প্রথম ইসরায়েলের মাটিতে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তার আগে মঙ্গলবার ইসরায়েল পৌঁছাবেন জার্মান নেতা ওলফ শলৎস।
নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জো বাইডেনের আলোচনা হওয়ার কথা। তারমধ্যে অন্যতম গাজা স্ট্রিপে বেসামরিক মানুষদের জন্য সাহায্য পৌঁছে দেওয়া। এখনো পর্যন্ত গাজা স্ট্রিপ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। বলা হয়েছে, ইসরায়েলের পণবন্দিদের মুক্তি না দিলে পর্যন্ত গাজায় কিছুই প্রবেশ করতে দেওয়া হবে না। হামাস অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, ইসরায়েলের বিমানহানায় ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামাসের হাতে আটক আছেন ১৯৯ জন ইসরায়েলি বন্দি।
আকস্মিক সংঘাতে অসহায় ফিলিস্তিন
হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা আঘাতে পরিস্থিতি এমন যে গাজা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে মরিয়া কয়েক লাখ মানুষ৷ কিন্তু যে কোনো মুহূর্তে মৃত্যুর ঝুঁকি সত্ত্বেও মিশর সীমান্ত বন্ধ থাকায় তারা এখন মহাবিপদে৷ দেখুন ছবিঘরে...
ছবি: Ibraheem Abu Mustafa/REUTERS
তিন লাখ মানুষ ঘরছাড়া
২৩ লাখ মানুষের ভূখণ্ড গাজা এখন আতঙ্কের নগরী৷ জাতিসংঘের মানবিক বিষয়াদি সম্পর্কিত সংস্থা অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ বা ওচা) জানিয়েছে, গাজায় মৃত্যুভয়ে ঘরছাড়া মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে৷ সংঘাতের ষষ্ঠ দিন পর্যন্ত গাজা-র অন্তত তিন লাখ মানুষ প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছে বলে জানিয়েছে তারা৷
ছবি: Majdi Fathi/NurPhoto/picture alliance
স্কুলঘরে আশ্রয়
অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ বা ওচা) এক বিবৃতিতে জানিয়েছে, ঘর ছাড়তে বাধ্য হওয়া তিন লাখ গাজাবাসীর দুই তৃতীয়াংশই এখন জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন৷ ওপরের ছবিতে এক স্কুলে আশ্রয় নেয়া একটি পরিবার৷
ছবি: Rola Farhat/DW
ধ্বংসস্তূপ ডিঙিয়ে শান্তির সন্ধানে
ইসরায়েল থেকে উড়ে আসা মিসাইলের আঘাতে ধসে পড়েছে ঘর-বাড়ি৷ চারপাশে শুধুই ধ্বংসের চিহ্ন৷ তার মাঝেই কয়েকজনের বাঁচার পথ খোঁজার চেষ্টা৷
ছবি: Abed Rahim Khatib/dpa/picture alliance
রাফা সীমান্তে বাধা
জাতিসংঘ জানাচ্ছে, সোমবার গাজা থেকে রাফা সীমান্ত হয়ে মিশরে প্রবেশ করে অন্তত ৮০০ মানুষ৷ কিন্তু সেদিন সীমান্তে কড়াকড়ি শুরু হওয়ায় অন্তত ৫০০ জন মিশরে প্রবেশ করতে ব্যর্থ হয়৷
ছবি: Abed Rahim Khatib/dpa/picture alliance
সীমান্তে কড়াকড়ি
গাজার এক পাশে মিশর অন্য তিন পাশে সাগর অথবা ইসরায়েল৷ মিশর সরকার চায় না সেই দেশে গাজাবাসীর ঢল নামুক৷ তাই প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি আলোচনার মাধ্যমে দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানিয়ে সীমান্তে নজরদারি জোরদার করেছেন৷
ছবি: Abed Rahim Khatib/dpa/picture alliance
তবুও মরিয়া আতঙ্কিত মানুষ...
রাফা সীমান্ত বন্ধ করেও গাজার অসহায় মানুষদের মিশরে আশ্রয় নেয়ার চেষ্টা থেকে বিরত রাখা যাচ্ছে না৷ এমনকি স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম মানুষরাও প্রাণ বাঁচাতে পৌঁছে যাচ্ছেন রাফা সীমান্তে৷ ওপরের ছবিতে হুইল চেয়ারে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়া এক গাজাবাসী৷
ছবি: Ibraheem Abu Mustafa/REUTERS
6 ছবি1 | 6
ইসরায়েল পৌঁছানোর আগে মঙ্গলবার জর্ডনের রাজা এবং প্যালেস্তাইনের প্রশাসনের সঙ্গে দেখা করবেন বাইডেন। বুধবার তার ইসরায়েল পৌঁছানোর কথা। মিশরের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করার কথা মার্কিন প্রেসিডেন্টের। বস্তুত, মিশরের সীমান্ত দিয়ে গাজায় সাহায্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এবিষয়ে বাইডেনের সঙ্গে আবদেল ফাতাহের আলোচনা হওয়ার কথা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবশ্য এরমধ্যেই এবিষয়ে কথা অনেকটা এগিয়ে ফেলেছেন। ইসরায়েল থেকে গত চারদিন তিনি জর্ডন, মিশর, আরব দেশগুলি এবং প্যালেস্তাইনের প্রশাসনের সঙ্গে গিয়ে বৈঠক করেছেন। সোমবার তিনি আবার ইসরায়েলে ফিরেছেন। ইসরায়েলের মন্ত্রীদের সঙ্গে সোমবার তিনি আবার বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন পাঁচ মিনিট তাদের বাংকারেও বসতে হয়। কারণ সাইরেন বেজে উঠেছিল। নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করেছেন ব্লিংকেন। পরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, গাজায় সাহায্য পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে কেবলমাত্র বেসামরিক ব্যক্তিদের কাছেই ত্রাণ পাঠানো যাবে।
হামাস ইসরায়েলে আক্রমণ চালানোর পর গত তিনদিন গাজা স্ট্রিপে লাগাতার বিমান হামলা চালচ্ছে ইসরায়েল। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। প্রতিটি বাড়ি জ্বলে-পুড়ে ছাই হয়ে গেছে।
ছবি: Belal Al SabbaghAFP/Getty Images
হামাসের আক্রমণ
গত শনিবার ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল হামাস। ইউরোপীয় ইউনিয়ন এবং অ্যামেরিকা হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। হামাসের সেই আক্রমণের পর পাল্টা যুদ্ধে নেমেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামাসকে এমন শিক্ষা দেওয়া হবে যে গাজা স্ট্রিপের পরবর্তী প্রজন্মও ভয়াবহতার কথা মনে রাখবে।
ছবি: Mohammed Talatene/dpa/picture alliance
গাজার অবস্থা
জাতিসংঘের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত গাজা স্ট্রিপের ভিতর অন্তত ৮০০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ত পাঁচ হাজার বাড়ি। প্রায় চার লাখ মানুষ জল পর্যন্ত পাচ্ছেন না। পানীয় জল পৌঁছাচ্ছে না তাদের কাছে।
ছবি: Fatima Shbair/AP/picture alliance
প্রাণের সন্ধান
ইসরায়েলের বিমানহামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে এই ভবন। উদ্ধারকর্মীরা সেখানেই প্রাণের সন্ধানে নেমেছেন। ধ্বংসস্তূপের নিচে মানুষ বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে।
ছবি: Mahmud Hams/AFP/Getty Images
শিশুর মৃতদেহ
কোলের শিশুকে কবর দিতে নিয়ে যাচ্ছেন তার আত্মীয়রা। গত তিনদিনে গাজায় অন্তত ১৪০টি শিশুর মৃত্যু হয়েছে। একশর বেশি নারী মারা গেছেন।
ছবি: Mahmud Hams/AFP/Getty Images
গৃহহীন মানুষ
গাজা সম্পূর্ণ অবরুদ্ধ। সেখান থেকে পালানোর পথ নেই। ইসরায়েলের আক্রমণে এখনো পর্যন্ত প্রায় এক লাখ ৮৭ হাজার মানুষ গৃহহীন। এক লাখ ৩৭ হাজার মানুষ জাতিসংঘের বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন। মিশরের দিকের সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে।
ছবি: Saleh Salem/REUTERS
ইসরায়েল-গাজা সীমান্ত
ইসরায়েল-গাজা সীমান্তে অতন্দ্র প্রহরায় ইসরায়েলের সেনা। গোটা সীমান্তে কাঁটাতার বসানো। সেই কাঁটাতার উপেক্ষা করেই শনিবার ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। তারপরেই গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল।
ছবি: Oren Ziv/AP/picture alliance
সীমান্তে সেনা
ইসরায়েল-গাজা সীমান্তে ইসরায়েল প্রায় তিন লাখ সেনা মজুত করেছে। সঙ্গে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধের সাজোয়া গাড়ি। গাজার মানুষের ধারণা, যে কোনো সময় ইসরায়েলের সেনা গাজা স্ট্রিপের ভিতরে ঢুকে পড়তে পারে।
ছবি: Ilia Yefimovich/dpa/picture alliance
হাসপাতালেও বোমা
মানবাধিকার কর্মীদের বক্তব্য, গাজা স্ট্রিপে হাসপাতাল লক্ষ্য করেও বোমাবর্ষণ করা হচ্ছে। হাসপাতালে ওষুধের অভাবে, খাবারের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট ছোট শিশুরা। একে যুদ্ধপরাধ বলে মনে করছে কোনো কোনো সংগঠন।
ছবি: Mahmud Hams/AFP/Getty Images
9 ছবি1 | 9
অন্যদিকে নেতানিয়াহু জানিয়েছেন, এ লড়াই সম্মানের, এ লড়াই ইহুদিকে বাঁচিয়ে রাখার। দ্রুত এই সংঘাত থামবে না বলে সতর্ক করে দিয়েছেন।
দেশের বিভিন্ন সীমান্তেই লড়াই চালাতে হচ্ছে ইসরায়েলকে। লেবানন সীমান্তে হেজবোল্লাহর বেশ কয়েকটি কাঠামোয় মঙ্গলবার ভোরে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনার মুখপাত্র।
এদিকে সোমবার হামাস একটি ভিডিও প্রচার করেছে। সেখানে দেখা যাচ্ছে, হামাসের হাতে বন্দি হয়েছেন এক ইসরায়েলের নারী। ক্যামেরার সামনে তিনি বলছেন, তার হাত জখম হয়েছে। হামাস তার চিকিৎসার ব্যবস্থা করেছে। দ্রুত ওখান থেকে তাকে উদ্ধারের আর্জি জানিয়েছেন ওই বন্দি। কোন পরিস্থিতিতে ক্যামেরার সামনে এই কথাগুলো তাকে বলতে হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে মঙ্গলবারই ইসরায়েল পৌঁছাবেন জার্মান চ্যান্সেলর। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হওয়ার কথা তার।