1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি শেষ: আব্বাস

২০ মে ২০২০

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি ও বোঝাপড়া শেষ করার ঘোষণা দিয়েছেন৷

ছবি: picture-alliance/dpa/A. Badarneh

দখলকৃত পশ্চিম তীরে নির্মিত ইহুদিদের বসতি ও জর্ডান উপত্যকার উপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পরিকল্পনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন আব্বাস৷

এসব চুক্তি ও বোঝাপড়ার শর্ত হিসেবে নিরাপত্তা সহযোগিতাসহ যেসব আইনগত বাধ্যবাধকতা ছিল সেগুলো এখন বিলুপ্ত হয়ে যাবে বলে জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট৷

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এসব তথ্য জানিয়েছে৷

মাহমুদ আব্বাস অতীতে বেশ কয়েকবারই নিরাপত্তা সহযোগিতা ছিন্ন করার হুমকি দিয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তা করেননি৷

তাঁর নতুন ঘোষণার বিস্তারিত এখনও তিনি জানাননি৷ ফলে বাস্তবে বিষয়টি কীরকম হবে তা বোঝা যাচ্ছে না৷

তবে আব্বাস বলেছেন, এখন থেকে ‘‘দখলদারি হিসেবে ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দখলকৃত ফিলিস্তিনি এলাকার সব দায়দায়িত্ব ও বাধ্যবাধকতার ভার বহন করতে হবে৷’’

এছাড়া ‘ইসরায়েলি দখলদারি সরকারের প্রাইমারি অংশীদার’ হিসেবে যুক্তরাষ্ট্র ‘ফিলিস্তিনি জনগণের উপর চলা সবধরনের নিপীড়নের জন্য দায়ী থাকবে’ বলেও মন্তব্য করেন আব্বাস৷

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি মধ্যপ্রাচ্য পরিকল্পনা পেশ করেছিলেন৷ এর আওতায় তিনি বলেন, জেরুসালেম শহর ইসরায়েলের অবিভক্ত রাজধানী থাকবে৷ এছাড়া পশ্চিম তীরের ইহুদি বসতির উপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার প্রস্তাবও করেন তিনি৷

এ ব্যাপারে আগামী জুলাইয়ে আলোচনা শুরুর কথা রয়েছে৷

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলছেন, দখলকৃত পশ্চিম তীরের কোনো অংশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা শেষ করে দিবে৷

২০১৭ সালে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা দেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রকে বয়কট করে আসছে ফিলিস্তিন৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)

২৯ জানুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ