1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল রাষ্ট্রের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন ওবামার

আব্দুল্লাহ আল-ফারুক২৩ জুলাই ২০০৮

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট-প্রার্থী বারাক ওবামা ইসরায়লের প্রতি অকুন্ঠ সমর্থন প্রকাশ করেছেন৷ কথা বলেছেন শীর্ষ ইসরায়েলী নেতাদের সঙ্গে৷ ফিলিস্তিনী নেতাদের সঙ্গে ওবামার বৈঠক ছিল নিচু স্বরে বাঁধা৷

বারাক ওবামার সঙ্গে ইসরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেসছবি: AP

ইসরায়েল-এর নিরাপত্তার প্রতি সমর্থন-এর প্রশ্নে কোন কিন্তু রাখেন নি বারাক ওবামা৷ একই সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ার প্রতি তাঁর অবিচলিত আস্থার কথাও তিনি উল্লেখ করতে ভোলেন নি৷ জেরুসালেমে ইসরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেস-এর সঙ্গে বৈঠকে তিনি অত্যন্ত জোর দিয়েই বলেন, এখানে এই সফরে আমি এসেছি ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্কের কথা দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করতে, তার নিরাপত্তার প্রতি আমার অঙ্গীকারবদ্ধতার কথা জানিয়ে দিতে এবং আমার এই আশা নতুন করে ব্যক্ত করতে যে এই অঞ্চলে অপেক্ষাকৃত স্থায়ী এক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি যেন - সে সেনেটর পদেই হোক বা প্রেসিডেন্ট পদেই হোক - কার্যকর এক সহযোগী হিসেবে কাজ করতে পারি৷

বারাক ওবামার সফর নিয়ে তাঁর ওয়েবসাইটছবি: picture-alliance/ dpa

৩০ঘন্টার ইসরায়েল সফরে ওবামা অবশ্য কিছু সময় ব্যয় করেছেন প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক অঞ্চলে৷ রামাল্লা শহরে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস-এর সঙ্গে প্রায় এক ঘন্টার আলোচনাকে তিনি excellent - চমত্‌কার - বলে উল্লেখ করেছেন৷ তবে আব্বাসের সঙ্গে কোন যৌথ সংবাদ সম্মেলন তিন করেন নি৷

প্রধান ফিলিস্তিনী আলোচক সায়েব এরেকাত এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, আব্বাস ইসরায়েল-এর সঙ্গে শান্তি প্রক্রিয়া এবং ইসরায়য়েল নতুন বসতি ও নিরাপত্তা বেষ্টনী তৈরি করে, ওয়েস্ট ব্যাংকে গ্রেপ্তারী হানা চালিয়ে যে-সব বাধা সৃষ্টি করছে সে সম্পর্কে সেনেটর ওবামাকে অবহিত করেন৷ ওবামা বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েল আর ফিলিস্তিনীদের মধ্যে শান্তি অর্জনে তিনি হবেন গঠনমূলক এক সহযোগী৷ এবং এই কাজে এক মিনিট সময়ও নষ্ট করবেন না তিনি৷

জেরুসালেমে ইসরায়েলী নেতাদের সঙ্গে আলোচনায় তাঁর বক্তব্যের লক্ষ্য ছিল স্পষ্টত দুটি - তাঁর দেশে ইহুদী ভোটারদের আশ্বস্ত করা এবং অ্যামেরিকার প্রধান সহযোগী ইসরায়েলকে তাঁর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা৷ ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক-এর সঙ্গে আঞ্চলিক বিশেষ করে ইরানের দিক থেকে হুমকির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তিনি৷ কথা হয়েছে তাঁর বিরোধী ইসরায়েলী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী সিপি লিভনির সঙ্গেও৷

দক্ষিণ ইসরায়েল-এর এসদেরত শহরে বক্তব্য রাখতে গিয়ে ওবামা - জেরুসালেম হবে ইসরায়েল-এর রাজধানী - এই বিতর্কিত বক্তব্যের পুনরুল্লেখ করেন৷ বলেন, পরমাণু অস্ত্রের অধিকারী এক ইরান গুরুতর এক হুমকি বয়ে আনবে৷গাজা অঞ্চল থেকে এই এসদেরত শহর অনেক দিন থেকেই ফিলিস্তিনীদের রকেট ও মর্টার হামলার লক্ষ্য৷

মাথায় ইহুদীদের প্রথাসিদ্ধ টুপি লাগিয়ে ওবামা ইয়াদ ভাশেম-এর হল অফ রিমেমব্রেন্স-এ পুষ্প স্তবক অর্পণ করেছেন৷ এই হল-এর কেন্দ্রস্থলে রয়েছে শিখা অনির্বাণ৷ তার চারদিকে নাত্‌সী নিধন শিবিরগুলোর নাম৷

বৃহস্পতিবার ওবামার বার্লিন সফর৷ সাজ সাজ রব বার্লিনে৷ কথা হবে তাঁর চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর সঙ্গে৷ বার্লিনের বিজয় স্তম্ভের অদূরে ভাষণ দেবেন তিনি৷ তা নিয়ে প্রত্যাশা আর প্রতীক্ষা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ