ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সুর মিলিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার আহ্বান জানিয়েছেন৷ তবে এ থেকে ইরানকে বিরত রাখার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে মতানৈক্য৷
বিজ্ঞাপন
জার্মানি ও ইসরায়েল সরকারের মধ্যে নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই ম্যার্কেল ও তাঁর মন্ত্রীদের এই একদিনের সফর৷ কিন্তু সম্প্রতি ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি বাঁচাতে ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু৷
তাছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে শান্তি প্রক্রিয়ায় বাধা বলে মন্তব্য করে আসছে জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশ৷
ফলে এরপর ম্যার্কেলের এই সফরটির দিকে স্বভাবতই বিশেষ দৃষ্টি ছিল সবার৷ তবে বৈঠক শেষে দুই নেতা জানান, সব বৈরিতা দূর করে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে আগ্রহী তাঁরা৷
ইসরায়েল: দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফিলিস্তিনের সঙ্গে এবং সেই কারণে বলতে গেলে প্রায় গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই ইসরায়েল নামের রাষ্ট্রটির বৈরিতা৷ তবে ইহুদি অধ্যুষিত এ দেশ সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? জানলে সত্যিই অবাক হবেন৷
রাষ্ট্র ভাষা কয়টি?
জানেন ইসরায়েলের রাষ্ট্রভাষা ক’টি? দু’টি৷ আধুনিক হিব্রু ভাষা এবং আরবি৷ হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু ‘আধুনিক হিব্রু’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়ত অনেকেই বুঝতে পারবেন না৷ এই ভাষাটি গত ১৯ শতকের শেষভাগ পর্যন্তও বিকশিত হয়েছে৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধুনিক হিব্রুর শেকড় প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি, স্লাভিচ, আরবি এবং জার্মানসহ অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে৷
ছবি: Fotolia/Ivan Montero
ইসরায়েলের আয়তন কত?
ছোট্ট দেশ৷ কিন্তু কত ছোট? ইসরায়েলের আয়তনই বা কত? কাজির গরু নাকি গোয়ালে থাকে না, গাছে থাকে৷ ইসরায়েলের ক্ষেত্রে কথাটা একটু অন্যভাবে বলা যায়৷ ইসরায়েলের ভূমি চুক্তিতে থাকে না, বাস্তবে থাকে৷ ১৯৪৯ সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চু্ক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ২০ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার৷ কিন্তু ইসরায়েলের আয়তন এখন ২৭ হাজার ৭৯৯ বর্গ কিলোমিটার৷
ইসরায়েলের ‘সবাই’ সেনাসদস্য
ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনাসদস্যও এক অর্থে ততজন৷ সেনাপ্রশিক্ষণও স্বল্পমেয়াদি হয় না৷ সব প্রাপ্ত বয়স্ক ছেলেকে ৩ বছরের এবং মেয়েকে অন্তত ২ বছরের প্রশিক্ষণ নিতে হয়৷
ছবি: dapd
ইসরায়েলিও ফিলিস্তিনের সমর্থক?
ইহুদিদের একটি ধর্মীয় সংগঠন জিওনিজম মতবাদ এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরুদ্ধে৷ সংগঠনটির নাম, ‘নেতুরেই কার্টা’ বা ‘নগর রক্ষক’৷ ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি ‘ফিলিস্তিনের সমর্থক’ হিসেবে পরিচিত৷
ছবি: picture-alliance/dpa
আইনস্টাইন প্রেসিডেন্ট হননি
নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিনিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন৷ ইসরায়েল তাঁর কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি, তাঁকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে৷ ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন৷
ছবি: Imago/United Archives International
ঈশ্বরের কাছে চিঠি
ইসরায়েলের মানুষ সত্যি সত্যিই ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে৷ প্রতি বছর জেরুসালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজার খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ‘ঈশ্বর’!
ছবি: Fotolia/V. Kudryashov
জেরুসালেম যা যা সয়েছে
ইতিহাস বলছে, প্যালেস্টাইনের রাজধানী জেরুসালেমে এ পর্যন্ত ২৩ বার ভয়াবহ আগুন লেগেছে আর বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে ৫২ বার৷ জেরুসলেম দখল এবং পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে ৪৪ বার৷
ছবি: DW/S. Legesse
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ নোট
ইসরায়েলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা৷ ‘ব্রেইল’-এর মতো বর্ণের সহায়তায় কাগুজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না৷ সারা বিশ্বে ইসরায়েল ছাড়া ক্যানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই বিষেষ ব্যবস্থা রয়েছে৷
ছবি: picture alliance/landov
8 ছবি1 | 8
ইরান পরমাণু চুক্তি
ইরানের সাথে বিশ্বের পরাশক্তিগুলোর করা পরমাণু চুক্তিকে বরাবরই ‘ঐতিহাসিক ভুল’ দাবি করে এসেছেন নেতানিয়াহু৷ চুক্তিতে থাকা দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিয়েছেন৷ জার্মানিসহ চুক্তিতে থাকা অন্য দেশগুলোকেও ট্রাম্পের নীতি অনুসরণের আহ্বান জানিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী৷
তবে ইসরায়েল সফরে এ নিয়ে বিতর্কে জড়াননি জার্মান চ্যান্সেলর৷ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমরা ইসরায়েলের সাথে একটি বিষয়ে সম্পূর্ণ একমত হয়েছি৷ পরমাণু অস্ত্র তৈরি করা থেকে ইরানকে যেভাবেই হোক, বিরত রাখতে হবে৷’’
তবে এক্ষেত্রে যে কিছু দ্বিমতও রয়েছে, তা-ও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি, ‘‘কিভাবে ইরানকে মোকাবিলা করা হবে, তা নিয়ে আমাদের মতপার্থক্য রয়েছে৷ এজন্যই আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে৷’’
ইসরায়েল-ফিলিস্তিন বিতর্ক
ফিলিস্তিনের ইসরায়েলি দখলে থাকা পশ্চিম তীরে একটি বেদুইন গ্রাম গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়েছে জার্মানি৷ এর ফলে দ্বি-রাষ্ট্র শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে বলেও মনে করে জার্মানি৷ একক সিদ্ধান্তে দখলীকৃত ভূমিতে পরিকল্পনা বাস্তবায়ন না করতে ইসরায়েলকে আহ্বানও জানিয়েছে জার্মানি৷
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিনব যুদ্ধ
যুদ্ধ চলছে আকাশে৷ ঘুড়ি আর ড্রোন বিমানের যুদ্ধ৷ ড্রোনকে ফাঁকি দিয়ে ঘুড়ি ওপারে যেতে পারলেই ইসরায়েলের সর্বনাশ৷ ইসরায়েলের সেনাবাহিনী তাই মহাআতঙ্কে! দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/I.A. Mustafa
ফিলিস্তিনিদের জন্য বিশেষ ড্রোন
ছবিতে একটি ড্রোন ধরে আছেন ইসরায়েলের এক সৈন্য৷ জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছিল বিক্ষোভের তীব্রতা ততই বাড়ছিল গাজায়৷ অথচ সশস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর সামনে ফিলিস্তিনিরা তো অসহায়৷ তাই প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয়ার জন্য অভিনব এক উপায় বের করলো ফিলিস্তিনিরা৷ সেই আগুন থেকে বাঁচতেই এই ড্রোন বানিয়েছে ইসরায়েল৷
ছবি: Reuters/A. Cohen
ঘুড়ি যখন ভয়ানক হাতিয়ার
ছবিতে একটি ঘুড়িতে আগুন জ্বালাচ্ছেন এক ফিলিস্তিনি৷ রামায়ণে হনুমানের আগুন পুড়ে ছাড়খার করেছিল রাবণরাজ্য৷ ফিলিস্তিনিরাও চায় ইসরায়েলে আগুন লাগাতে৷ তাই আকাশে ওড়ার আগে আগুনে পুড়ছে ঘুড়ি৷
ছবি: Reuters/I.A. Mustafa
আকাশে ফিলিস্তিন-ইসরায়েল লড়াই
ফিলিস্তিনিদের উড়িয়ে দেয়া জ্বলন্ত ঘুড়ি উড়ে চলেছে ইসরায়েলের দিকে৷ কিন্তু ইসরায়েলে ঢোকা কি এত সহজ? ঘুড়ি-প্রতিরোধী ড্রোন বানিয়ে ইসরায়েলও ইতিমধ্যে তৈরি৷ দূর থেকে ফিলিস্তিনিদের ঘুড়ি উড়তে দেখেই তাই ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷ উড়ে এসে ঘুড়ি প্রতিরোধে ব্যস্ত হয়ে পড়েছে ড্রোন৷
ছবি: Reuters/M. Salem
জ্বলছে ঘুড়ি
এই ঘুড়িটি গাজা থেকেই এসেছে৷ কিন্তু বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আগুন নেভাচ্ছেন এক ইসরায়েলি সৈন্য৷
ছবি: Reuters/A. Cohen
ফিলিস্তিনিদের একটি সাফল্য
ঘুড়ির আগুনে দাউ দাউ করে জ্বলছে মাঠ৷ মাঠটি ইসরায়েলে৷
ছবি: Reuters/A. Cohen
ধেয়ে আসছে আতঙ্ক
রাতের আঁধারে ইসরায়েলের আকাশে ঢুকে পড়েছে আরেকটি ঘুড়ি৷
ছবি: Reuters/A. Cohen
ড্রোন থেকে কাঁদানে গ্যাস
ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসবাহী ড্রোন পাঠিয়েছে ইসরায়েল৷ সেই ড্রোন গাজার আকাশে এসেই ছাড়তে শুরু করেছে কাঁদানে গ্যাস৷
ছবি: Reuters/I.A. Mustafa
যা ঘুড়ি উড়ে যা...
‘‘ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে উড়ে যা ঘুড়ি’’ – ঘুড়িতে আগুন লাগিয়ে যেন এ কথাই বলছেন ফিলিস্তিনিরা৷
ছবি: Reuters/I.A. Mustafa
উড়ছে ঘুড়ি, উড়ছে পতাকা
ফিলিস্তিনি পতাকার পাশ দিয়েই উড়ে যাচ্ছে ঘুড়ি৷
ছবি: Reuters/I.A. Mustafa
ঘুড়িসৈনিক
গাজা সীমান্তে ঘুড়ি নিয়ে ফিলিস্তিনিরা তৈরি৷
ছবি: Reuters/I.A. Mustafa
ধরা পড়েছে ‘আসামী’
গাজা থেকে উড়ে আসা ঘুড়ি ধরতে পেরে আনন্দিত ইসরায়েলি সেনা৷
ছবি: Reuters/A. Cohen
ইসরায়েলের পালটা ব্যবস্থা
ফিলিস্তিনিরা আগুন জ্বালিয়ে ঘুড়ি পাঠায় বলে পালটা ব্যবস্থা হিসেবে কখনো কখনো গাজায় আগুন লাগানোর জন্যও ড্রোন পাঠায় ইসরায়েল৷ এমনই এক ডোন থেকে ফেলা আগুন নেভানোর চেষ্টা করছেন এক ফিলিস্তিনি৷
ছবি: Reuters/I.A. Mustafa
12 ছবি1 | 12
ইসরায়েলের প্রেসিডেন্ট রয়ভেন রিভলিনের সাথে ম্যার্কেলের সাক্ষাতের সময় তাঁর অফিসের বাইরে বেদুইন গ্রাম থেকে আসা কিছু শিশু সাহায্যের আবেদন জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে৷
তবে এবারের সফরে ম্যার্কেল এ বিষয়ে কিছুটা নরম অবস্থানেই ছিলেন৷ শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের দায়িত্বের কথা মনে করিয়ে দিলেও নেতানিয়াহুর কথা মেনে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও কথা বলতে রাজি হয়েছেন৷
নেতানিয়াহুর অভিযোগ, গাজা উপত্যকায় শান্তি আলোচনা শুরুর করতে আব্বাসই বাধা দিয়ে আসছেন৷ ম্যার্কেল বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহু) প্রতিশ্রুতি দিয়েছি, ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে আমি কথা বলবো৷ আমি তাঁকে আমাদের আলোচনার বিষয়ে জানাবো, তাঁর কাছ থেকেও গাজা পরিস্থিতি কিছু বিষয়ে জানতে চাইবো৷’’
তিনি বলেন, ‘‘ফিলিস্তিনি পক্ষকে আলোচনার টেবিলে আনতে আমাদের উৎসাহিত করা উচিত এবং আমরা তা করবো৷’’
জার্মানিতে ইহুদিবিদ্বেষ
জেরুজালেমে হলোকস্ট মেমোরিয়াল পরিদর্শন করে ইসরায়েল সফর শুরু করেন ম্যার্কেল৷ সেখানে রাখা অতিথি বইয়ে ম্যার্কেল লিখেছেন, ‘‘এই অপরাধের কথা মনে রাখা এবং ইহুদিবিদ্বেষ, বিদেশিবিদ্বেষ, ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো জার্মানির চিরকালের দায়িত্ব৷’’
ম্যার্কেলের সাথে সফরে আসা প্রতিনিধিদলের সাথে ছিলেন ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে জার্মান সরকারের প্রধান কর্মকর্তা ফেলিক্স ক্লাইন৷ জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষ ও তা মোকাবিলার উপায় নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে৷