ইসরায়েল-হামাসকে দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আর্জি
৯ আগস্ট ২০২৪
যুদ্ধবিরতি নিয়ে কথা শুরু করতে ইসরায়েল, হামাসকে আর্জি যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের। প্রতিনিধি পাঠাবে ইসরায়েল।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের আবেদন ছিল, আর কোনো সময় নষ্ট না করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু করুক ইসরায়েল ও হামাস। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানিয়েছে, আলোচনার জন্য তাদের প্রতিনিধিরা যাবেন।
মিশর বা কাতারে এই শান্তি আলোচনা হতে পারে।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এই মধ্যস্থতা করছে। তারা চাইছে, দ্রুত আলোচনা করে যুদ্ধবিরতি চালু করতে।
গত নভেম্বরে ইসরায়েল ও হামাস এক সপ্তাহের মতো অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল। সেই সময় দুই পক্ষই কিছু বন্দিকে মুক্তি দেয়। কিন্তু তারপর মধ্যস্থতাকারীদের চেষ্টা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে আর কোনো সমঝোতা হয়নি। এই অচলাবস্থার জন্য দুই পক্ষই একে অন্যকে দায়ী করেছে।
যুক্তরাষ্ট্র, মিশর, কাতারের যৌথ বিবৃতি
তিন মধ্যস্থতাকারী দেশ যৌথ বিবৃতিতে বলেছে, ১৫ অগাস্টের মধ্যে দুই পক্ষ যেন আলোচনা শুরু করে। খসড়া সমঝোতা তৈরি। শুধু তার খুঁটিনাটি বিষয়গুলি ঠিক করতে হবে।
বিধ্বস্ত খান ইউনিসে গাজাবাসীদের ফেরা
সপ্তাহব্যাপী অভিযানের পর খান ইউনিস ত্যাগ করেছে ইসরায়েলি বাহিনী৷ ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছে শহরের বাসিন্দারা৷
ছবি: Hatem Khaled/REUTERS/REUTERS
চারিদিকে ধ্বংসচিহ্ন
সপ্তাহজুড়ে চলা অভিযানে বিধ্বস্ত হয়ে পড়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস৷ ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি-ঘর আর ধ্বংসাবশেষে অবরুদ্ধ রাস্তাঘাট৷ ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সদস্যরা যেন আবার দলবদ্ধ হতে না পারে সেজন্যই এই অভিযান চালিয়েছে তারা৷
ছবি: Hatem Khaled/REUTERS
হতাহতের সংখ্যা
ইসরায়েলি সামরিক বাহিনীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক সপ্তাহের অভিযানে ১৫০ জন বন্দুকধারী নিহত হয়েছেন৷ আর হামাস নিয়ন্ত্রিত হাজার মিডিয়া অফিস থেকে বলা হয়, অভিযানে ২৫৫ জন নিহত হয়েছেন আর ৩০ জন নিখোঁজ রয়েছেন৷
ছবি: Hatem Khaled/REUTERS/REUTERS
দলে দলে বাড়ি ফেরা
ইসারেয়েলের সামরিক বাহিনী খান ইউনিস ত্যাগ করার পর এভাবেই দলে দলে বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা৷
ছবি: Hatem Khaled/REUTERS/REUTERS
পায়ে হেঁটে, গাধার গাড়িতে
গাধার গাড়িতে নিজেদের পণ্য সামগ্রী নিয়ে দলবেঁধে পরিবার ও গোত্রের সদস্যদের নিয়ে খান ইউনিসে ফিরছেন তারা৷
ছবি: Mohammed Salem/REUTERS
সংগ্রামে নারীরাও
পায়ে হেঁটে লম্বা পথ পাড়ি দিয়ে ফেরার সংগ্রামে আছেন নারীরাও৷ কাঁধে এক শিশু আর দুই পাশে দুই শিশুকে নিয়ে এভাবেই খান ইউনিসে ফিরছেন এই নারী৷ অবশ্য এই নারী একা নন৷ এমন অনেক নারীই সন্তানদের কোলে নিয়ে গৃহে ফেরার চেষ্টা করছেন৷
ছবি: Mohammed Salem/REUTERS
ধ্বংস কবরস্থান
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সামরিক অভিযানে ধ্বংস হয়েছে অনেক কবরস্থানও৷ বাড়ি ফিরে আসার পর বাসিন্দাদের অনেকেই কবরস্থান পরিদর্শন করছেন৷
ছবি: Hatem Khaled/REUTERS/REUTERS
দৃষ্টি অসহায়
চারিদিকে ধ্বংসের হাহাকার৷ পুনর্গঠন কবে হতে পারে জানা নেই৷ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এভাবেই তাকিয়ে আছেন এই নারী৷
ছবি: Mohammed Salem/REUTERS
7 ছবি1 | 7
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মিশরের রাজা আবদেল ফাতাহ আল-সিসি ও কাতারের আমীর শেখ তামিন বিন হামাদ আল-থানির সই করা বিবৃতিতে বলা হয়েছে, ''আর দেরি করার মতো কোনো সময় নেই, কোনো পক্ষের কাছে কোনো অজুহাতও নেই। এখন যুদ্ধবিরতি চুক্তি করে বন্দিবিনিময় করা প্রয়োজন।''
ইসরায়েলের হিসাব হলো, তাদের ১৩০ জনকে এখনো হামাস বন্দি করে রেখেছে। ইসরায়েল, জার্মানি, ইইউ এবং অ্যামেরিকা হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে।