লেবানন থেকে রাতভর রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ অন্যদিকে রোববার হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী৷
বিজ্ঞাপন
ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে ,রোববার সকালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তাদের যুদ্ধবিমানগুলো৷ হিজবুল্লাহর সক্ষমতা এবং সামরিক অবকাঠামোর ‘ক্ষতিসাধন ও দুর্বল' করার জন্য তাদের কার্যক্রম অব্যাহত থাকবে৷
এর আগে রাতভর লেবানন থেকে ইসরায়েলে দেড়শোর মতো রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী৷ এর বেশিরভাগই রুখে দেয়া হয়েছে বলেও উল্লেখ করেছে তারা৷
কয়েকটি রকেট উত্তরের শহর হাইফাতে গিয়ে পড়েছে৷ সেখানে অন্তত তিনজন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷
উদ্ধারকারীরা আহত কয়েকজনকে চিকিৎসা দিয়েছে৷ তবে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি৷ বাসিন্দাদের নিরপদ স্থানে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ৷
হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েল রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ এখন পর্যন্ত এটি ইসরায়েলের সবচেয়ে অভ্যন্তরে চালানো হামলা বলে দাবি করেছে তারা৷
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো ‘হিজবুল্লাহর সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা' অব্যাহত রেখেছে৷ শনিবার আইডিএফ লেবাননের ২৯০টি স্থানে হামলার কথা জানিয়েছে৷
২০০৬ সালে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধের পর বৈরুতে শুক্রবারের হামলাটিই সবচেয়ে বড় বিমান হামলা৷ নিহতদের মধ্যে তিন শিশু ও সাতজন নারী রয়েছে৷ ইসরায়েলের দাবি, এই হামলায় শীর্ষ নেতাসহ হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন৷
ইসরায়েলি সরকার জানিয়েছে, হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের দায়িত্বে থাকা কমান্ডার ইব্রাহিম আকিল এই হামলায় নিহত হয়েছেন৷ জঙ্গিগোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্যকে নিয়ে আকিল একটি ভবনের নীচতলায় বৈঠক করছিলেন৷
কয়েকদিন আগেই শত শত পেজার, ওয়াকি-টকি বিস্ফোরণে লেবাননে দুই হিজবুল্লাহ সদস্যসহ অন্তত ১১ জন নিহত হন৷ ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই ঘটনার নেপথ্যে রয়েছে৷ এরপর হিজবুল্লাহর পক্ষ থেকে পালটা ব্যবস্থা নেয়ার হুমকির মধ্যেই ইসারায়েলের এই বিমান হামলার ঘটনা ঘটলো৷
এর আগেও ইসরায়েল সীমান্তের দক্ষিণ লেবাননে প্রায়ই হিজবুল্লাহ স্থাপনা ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল৷ তবে এবারের হামলার ঘটনাটি ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা৷
এফএস/আরআর (রয়টার্স, এএফপি, এপি, ডিপিএ)
পেজার বিস্ফোরণের পর আলোচনায় ইসরায়েলের ইউনিট ৮২০০
লেবাননে মঙ্গল ও বুধবারের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ৩২ জন প্রাণ হারিয়েছেন৷ পেজার বিস্ফোরণের পর ইসরায়েলের সামরিক বাহিনীর ইউনিট ৮২০০ এর নাম আলোচনায় এসেছে৷
ছবি: AFP
পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ
লেবাননে মঙ্গলবার হেজবুল্লাহ সদস্যদের সঙ্গে থাকা পেজার বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান৷ এরপর বুধবার ওয়াকিটকি বিস্ফোরণে মারা যান আরো ২০ জন৷ নিহতদের মধ্যে দুজন শিশু আছে৷ দুই দিনে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়৷
ছবি: Balkis Press/ABACA/IMAGO
ইউনিট ৮২০০
ইসরায়েলের সামরিক বাহিনীর সাইবার যুদ্ধ ও গোয়েন্দা ইউনিটের নাম ‘ইউনিট ৮২০০’৷ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা ও ব্রিটেনের জিসিএইচকিউর মতো সংস্থা এটি৷ পশ্চিমা নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছেন, হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা পরিকল্পনার শুরুর দিকে জড়িত ছিল এই ইউনিট৷ পেজারগুলো তৈরির সময় কীভাবে সেগুলোর মধ্যে বিস্ফোরক ঢোকানো যায় তা ঠিক করতে এই ইউনিট জড়িত ছিল বলে সূত্র জানিয়েছে৷
ছবি: Hassan Ammar/AP/picture alliance
অস্বীকার
ইসরায়েলের সামরিক বাহিনী এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে৷ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে এই বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যায়নি৷ ছবিতে লেবাননের এক সুপারমার্কেটে পেজার বিস্ফোরণের আগের মুহূর্ত দেখা যাচ্ছে৷
ছবি: Balkis Press/ABACA/IMAGO
আরো হামলায় ইউনিট ৮২০০-র নাম
২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত চলা স্টাক্সনেট ভাইরাস হামলার সঙ্গে এই ইউনিটের কিছুটা সংশ্লিষ্টতা আছে বলে মনে করা হয়৷ ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজ নিষ্ক্রিয় করতে এই হামলা করা হয়েছিল৷ ২০১৭ সালে লেবাননের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ওগেরোতে সাইবার হামলার পেছনেও ইউনিট ৮২০০ ছিল বলে ধারনা করা হয়৷
ছবি: Fotolia/bofotolux
জীবনরক্ষা
২০১৭ সালে অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করা ইতিহাদ এয়ারওয়েজের এক যাত্রীবাহী বিমানে ইসলামিক স্টেটের সম্ভাব্য হামলা ব্যর্থ করে দেওয়ার সঙ্গে ইউনিট ৮২০০ এর নাম জড়িয়ে আছে৷ ছবিটি প্রতীকী৷
ছবি: Jack Guez/AFP
কর্মী নিয়োগ
ইউনিট ৮২০০-এ টিনএজ বয়সকালের প্রান্তে থাকা এবং ২০ এর কিছু বেশি বয়স হওয়া তরুণদের নিয়োগ দেওয়া হয়৷ হাইস্কুলগুলোতে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকেও তাদের বাছাই করা হয়৷ এই ইউনিটে কাজ করা অনেকে পরবর্তীতে ইসরায়েলের হাইটেক ও সাইবার নিরাপত্তা খাতে কাজ করেছেন৷
ছবি: Przemek Klos/Zoonar/picture alliance
সমালোচনা
৭ অক্টোবরের হামসা রুখতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে ইউনিট ৮২০০-কেও সমালোচনার মুখে পড়তে হয়েছে৷
ছবি: AHMAD GHARABLI/AFP
নিন্দা
২০১৪ সালে ৪৩ জন রিজার্ভ সেনা এক খোলা চিঠিতে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা ফিলিস্তিনিদের ওপরও ইউনিট ৮২০০-এর নজর রাখার বিষয়টি ‘অনৈতিক’ বলে নিন্দা করেছিলেন৷