1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাচ এমপির ইসলাম গ্রহণ

৫ ফেব্রুয়ারি ২০১৯

সাবেক এক উগ্র ডানপন্থি ডাচ এমপি ইয়োরাম ফন ক্লাভেরেন ইসলাম গ্রহণ করেছেন বলে ঘোষণা দিয়েছেন৷ ইসলামবিরোধী পার্টি ফর ফ্রিডমের প্রতিষ্ঠাতা ও প্রধান গির্ট ভিল্ডার্সের ডান হাত বলে পরিচিত ছিলেন ফন ক্লাভেরেন৷

Niederländischer Politiker Joram van Klaveren PVV
ছবি: AFP/Getty Images/ANP/B. Czerwinski

ডাচ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বছরের পর বছর ধরে ইসলামের বিরুদ্ধে লড়াই করে আসছেন ফন ক্লাভেরেন৷ ফলে হঠাৎ করেই ফন ক্লাভেরেনের এমন ঘোষণা নেদারল্যান্ডসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে৷

এক সময় তিনি নেদারল্যান্ডসে মিনার ও বোরকা নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন বলেও জানায় ডাচ ট্যাবলয়েড আলগেমিন ডাগবাল্ড৷

কিন্তু দেশটির এনআরসি পত্রিকাকে ৪০ বছর বয়সি ফন ক্লাভেরেন জানিয়েছেন, ইসলামবিরোধী একটি বই লেখার মাঝপথে তিনি তাঁর মত পরিবর্তন করেন৷ তাঁর এ বই লিখতে গিয়ে ইসলাম নয়, বরং ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের নানা অভিযোগ খণ্ডন করা হয়ে গেছে৷

এআরসিকে তিনি বলেন, ‘‘আমি এখন পর্যন্ত বইটিতে যা লিখেছি, তা যদি সত্যি হয়, তবে আমি এমনিতেই একজন মুসলিম৷''

ফন ক্লাভেরেন গত বছরের ২৬ অক্টোবর ইসলাম গ্রহণ করেন৷ কিছু দিনের মধ্যেই ‘অ্যাপোস্টেট: ফ্রম ক্রিশ্চিয়ানিটি টু ইসলাম ইন দ্য টাইম অব সেকুলার টেরর' প্রকাশ হবে৷

অর্থোডক্স প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান পরিবারে বেড়ে ওঠা ফন ক্লাভেরেন বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে সত্যের সন্ধানে ছিলেন৷ ডাচ গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘এটা আমার কাছে অনেকটা বাড়ি ফেরার মতো অনুভূতি হচ্ছে৷''

সংবাদপত্র আলগেমিন ডাগবাল্ড বলছে, ‘ফন ক্লাভেরেনের এ পরিবর্তনে তাঁর বন্ধু ও শত্রু, সবাই অবাক হয়েছেন৷' ২০১৪ সালে মরোক্কান বংশোদ্ভূত নাগরিকদের নিয়ে ভিল্ডার্সের এক মন্তব্যের জের ধরে ফন ক্লাভেরেনের সঙ্গে দূরত্ব তৈরি হয়৷ 

বৈষম্যের অভিযোগে ২০১৬ সালে এক আদালত ভিল্ডার্সকে দোষী সাব্যস্ত করে৷ বর্তমানে তা আপিল বিভাগে রয়েছে৷

এরপর নিজেই ‘ফর নেদারল্যান্ডস' নামে একটি উগ্র ডানপন্থি দল খুলে বসেন ফন ক্লাভেরেন৷ তবে দলটি ২০১৭ সালের নির্বাচনে পার্লামেন্টে একটিও আসন জিততে ব্যর্থ হয়৷

ফর নেদারল্যান্ডস দলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা ইয়ান রুস বলছেন, ‘‘যদি এটি তাঁর বইয়ের প্রচারের জন্য কোনো স্টান্ট না হয়ে থাকে, তাহলে ইসলাম নিয়ে এতো কথা বলা ব্যক্তির পক্ষে এমন সিদ্ধান্ত আসলে খুবই আশ্চর্যের৷''

তবে রুস বলেন, ‘‘নেদারল্যান্ডসে ধর্মীয় স্বাধীনতা রয়েছে, ফলে তিনি যাকে ইচ্ছা উপাসনা করতে পারেন৷''

নেদারল্যান্ডসে মরোক্কান মসজিদ বোর্ডের সদস্য সাইদ বোহারু ফন ক্লাভেরেনের প্রশংসা করে বলেছেন, ‘‘ইসলাম নিয়ে তীব্র সমালোচনা করা কেউ যখন বুঝতে পারে, ইসলাম বাজে নয়, বিকৃত নয়, তখন সেটা বেশ আনন্দের৷'' প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা স্বীকার করায় তাঁকে ধন্যবাদও দেন বোহারু৷

ডাচ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স ব্যুরোর হিসাবমতে, দেশটির জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম৷ অর্থাৎ, ১ কোটি ৭০ লাখ নাগরিকের সাড়ে আট লাখ মুসলিম ধর্মাবলম্বী৷

নানামুখী বাধার পরও দেশটিতে মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে৷ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান হারে বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ মুসলিম জনগোষ্ঠী দ্বিগুণ হয়ে যাবে৷

 দীর্ঘ তর্ক-বিতর্কের পর অবশেষ গত বছর বিভিন্ন পাবলিক স্থানে বোরকা নিষিদ্ধ ঘোষণা করে দেশটির সরকার৷

এডিকে/জেডএ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ