1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামবিরোধীদের পক্ষে, বিপক্ষে টুইটারে বিতর্ক

২৩ ডিসেম্বর ২০১৪

জার্মানিতে ইসলামবিরোধীদের পক্ষে, বিপক্ষে সমাবেশ ক্রমশ বড় আকার ধারণ করছে৷ গত সোমবার (২২.১২.১৪) রেকর্ড সংখ্যক মানুষ ড্রেসডেন, মিউনিখ এবং বন শহরে সমাবেশ করেছে৷ টুইটারে চলছে এই নিয়ে বির্তক৷

PEGIDA-Demonstration in Dresden
ছবি: Reuters/H. Hanschke

ইসলামবিরোধীদের সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে ড্রেসডেনে৷ সেখানে ১৭ হাজারেরও বেশি মানুষ ‘পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট' বা পেগিডা-র সমাবেশে অংশ নেয়৷ এই সমাবেশের বিপক্ষে সমাবেশ করেছে চার হাজারের মতো মানুষ৷ টুইটারে কেউ কেউ এ সব সংখ্যা অবশ্য বড় করেও প্রকাশ করেছে৷

সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বিষয়ক ওয়েবসাইট টপসি ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে টুইটারে #পেগিডা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে কমপক্ষে ৬৩ হাজার বার৷ অন্যদিকে একইসময়ে #নোপেগিডা হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে ১৮ হাজারবারের বেশি৷

মিউনিখে সোমবার পেগিডাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ ১২ হাজারের মতো মানুষ ইসলামবিরোধীদের বিপক্ষে সমাবেশ করেছে শহরটিতে৷ সেখানে ইসলামবিরোধীদের পক্ষে কোনো সমাবেশের খবর পাওয়া যায়নি৷

এদিকে, জার্মানির রাজধানী বনেও সোমবার রাতে ইসলামবিরোধীতার পক্ষে এবং বিপক্ষে সমাবেশ হয়েছে৷ টুইটারে এ সব সমাবেশ ‘লাইভ কভার' করছে ডয়চে ভেলের ইংরেজি এবং জার্মান বিভাগ৷ বন পুলিশের বরাত দিয়ে ডয়চে ভেলের এক সাংবাদিক জানিয়েছেন, বনে সমাবেশ ছিল শান্তিপূর্ণ৷ আর পেগিডার পক্ষে সমাবেশে অংশ নেন তিন'শোর মতো মানুষ৷ বিপক্ষে তিন হাজারের মতো৷

উল্লেখ্য, গত সপ্তাহে জার্মানিতে পোলস্টার ইউগভ-এর এক জরিপে জানতে চাওয়া হয়, এটা কি ‘‘ভালো যে কেউ একজন রাজনৈতিক শরণার্থী নীতির ভূলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরছে এবং ইসলামপন্থিদের বিরোধীতা করছে৷'' জরিপে অংশ নেয়া এক তৃতীয়াংশ মানুষ এই জানতে চাওয়াকে সমর্থন দিয়েছেন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ