‘ইসলামি মূল্যবোধের পরিপন্থি' কনটেন্ট প্রচারের অভিযোগ তুলে সেরকম কনটেন্ট সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি৷ এক বিবৃতিতে তারা বলেছে, নেটফ্লিক্স ‘আপত্তিকর' কনটেন্ট না সরালে আইনি ব্যবস্থা নেয়া হবে৷
বিজ্ঞাপন
কোন বা কোন ধরনের কনটেন্ট ‘ইসলামি মূল্যবোধের পরিপন্থি' তা সরাসরি বলা হয়নি৷ তবে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এক নারী নেটফ্লিক্সকে ‘সমকামিতার অফিসিয়াল স্পন্সর' হিসেবে উল্লেখ করেছেন৷ মঙ্গলবার সৌদিআরবের নেতৃত্বাধীন গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-ও গভীর নিন্দা জানিয়ে নেটফ্লিক্সের প্রতি ‘আপত্তিকর কনটেন্ট' শীঘ্রই সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার- এই ছয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জোটটি যৌথ বিবৃতিতে বলেছে, নেটফ্লিক্সের অনেক কনটেন্ট ‘ইসলাম ও সামাজিক মূল্যবোধ এবং নীতিবোধ বিরোধী'৷ বিবৃতিতে আরো বলা হয়, নেটফ্লিক্স এমন কনটেন্টও প্রচার করে যা কিনা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর গণমাধ্যম সংক্রান্ত বিধিরও পরিপন্থি৷ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে জিসিসির এ বিবৃতি প্রচার করা হয়৷ নেটফ্লিক্স অবশ্য এখনো বিবৃতির বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি৷
মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ‘আচরণ বিষয়ক পরামর্শক' (বিহেভিওরাল কনসালট্যান্ট) এক নারী বলেন, নেটফ্লিক্স হলো ‘সমকামিতার অফিসিয়াল স্পন্সর'৷ একই চ্যানেলে একটি কার্টুন ছবিতে দুই নারীর কোলাকুলির দৃশ্যকে ঝাপসা করে দেখিয়ে এমন দৃশ্য প্রচারেরও নিন্দা জানানো হয়৷ সেখানে বলা হয় এমন অনুষ্ঠান শিশুদের দেখানো হলে নেটফ্লিক্স নিষিদ্ধও হতে পারে৷
গোল্ডেন গ্লোবেও নেটফ্লিক্সের রমরমা
অস্কারের পর এবার গোল্ডেন গ্লোবের নমিনেশনেও নেটফ্লিক্সের একাধিপত্য। অনলাইন স্ট্রিমিংয়ের এই অ্যাপের ৪২টি ছবি এবং সিরিজ নমিনেশন পেয়েছে।
ছবি: Des Willie/Netflix/AP Photo/picture alliance
বিজয়ী নেটফ্লিক্স
দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন। অ্যামেরিকার বর্ণবাদী ব্যবস্থা নিয়ে তৈরি এই ছবি নেটফ্লিক্সে সাড়া ফেলে দিয়েছে। গোল্ডেন গ্লোবেও নমিনেশন পেয়েছে ছবিটি। সব মিলিয়ে নেটফ্লিক্স অরিজিন্যালের ২২টি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা এবং ২০টি সিরিজ গোল্ডেন গ্লোবের জন্য নমিনেশন পেয়েছে।
ছবি: Niko Tavernise/Everett Collection/picture alliance
ব্লুজ থেকে জ্যাজ
অভিনেত্রী ভায়োলা ডেভিস নেটফ্লিক্সের একটি জীবনীমূলক সিনেমায় অভিনয় করেছেন। ব্লুজ গায়িকা মা রেইনির জীবন নিয়ে তৈরি সেই গল্পে ধরা পড়েছে সেই সময়ের অ্যাফ্রো-অ্যামেরিকানদের লড়াই। আরেকটি ছবিতে গায়িকা অ্যান্ড্রা ডজে অভিনয় করেছেন বিখ্যাত জ্যাজ গায়িকা বিল্লি হলিডের জীবন নিয়ে। নেশায় ডুবে থাকতেন বিল্লি। দুইটি ছবিই নমিনেশন পেয়েছে। লড়াই হাড্ডাহাড্ডি।
ছবি: David Lee/Netflix/AP/picture alliance
নারী পরিচালকদের জয়জয়কার
আজ পর্যন্ত মাত্র পাঁচজন নারী পরিচালক গোল্ডেন গ্লোবে নমিনেশন পেয়েছেন। শেষ পেয়েছিলেন আভা দুভারনে, ২০১৪ সালে। এ বছর পাঁচজনের মধ্যে তিনজন পরিচালকই নারী।
নোম্যাডল্যান্ড ছবিটিতে এক নারীর যাযাবর জীবনের গল্প দেখানো হয়েছে। ২০১৭ সালের একটি উপন্যাসের আধারে তৈরি হয়েছে ছবিটি। দুইবারের অস্কারজয়ী ম্যাকডরম্যান্ড সেখানে অভিনয় করেছেন। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার অপেক্ষায় তিনি।
ছবি: picture-alliance/dpa/20th Century Studios/Biennale di Venezia
দ্য ক্রাউন
নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ দ্য ক্রাউন। ব্রিটিশ রাজপরিবারকে নিয়ে তৈরি এই সিরিজ আগেই সেড়ে ফেলেছিল। গোল্ডেন গ্লোবের মঞ্চেও ওই সিরিজ থেকে একাধিক অভিনেত্রী নমিনেশন পেয়েছেন। ডায়নার ভূমিকায় অভিনয় করা এম্মা করিন, মার্গারেট থ্যাচারের চরিত্রে অভিনয় করা গিলিয়ান অ্যান্ডারসন সকলেই নমিনেশন পেয়েছেন।
ছবি: Des Willie/Netflix/AP Photo/picture alliance
কমেডির নাম বোরাট
বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম এই সময়ের অন্যতম জনপ্রিয় স্যাটায়ার এবং কমেডি। যেখানে অভিনয় করেছেন ব্যারোন কোহেন। শিকাগো সেভেনেও অভিনয় করেছেন তিনি। বেস্ট অ্যাক্টর এবং সেরা কমেডির দৌড়ে রয়েছেন কোহেন। এসজি/জিএইচ (ব্রেন্ডা হ্যাস)
ছবি: Everett Collection/picture alliance
6 ছবি1 | 6
এর আগে মধ্য-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম থেকে গে এবং লেসবিয়ানদের চুম্বন দৃশ্য সরিয়ে নেয়ার আহ্বান জানায়৷ গত জুনে ডিজনি‘র অ্যানিমেশন ফিল্ম ‘লাইটইয়ার' নিষিদ্ধ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া৷
মধ্য-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ৷ গত সোমবার দুই এলজিবিটি অ্যাক্টিভিস্টকে ‘মানবপাচারের' অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান৷
২০১৯ সালে একবার নেটফ্লিক্সকে ‘প্যাট্রিয়টিক অ্যাক্ট উইথ হাসান মিনহাজ'-এর একটি পর্ব সরিয়ে নিতে বলেছিল সৌদি আরব৷ নেটফ্লিক্স তা সরিয়ে নিয়েছিল৷ সেবার রাজতন্ত্রের কঠোর সমালোচনা করার পরই সৌদি সরকারের কাছ থেকে কঠোর বার্তা পেয়েছিল নেটফ্লিক্স৷