1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পক্ষে’ এক তৃতীয়াংশ জার্মান

২১ ডিসেম্বর ২০১৪

জার্মানিতে শুরু হওয়া ইসলামবিরোধী সমাবেশের দাবি-দাওয়াকে সমর্থন করছে এক তৃতীয়াংশের মতো জার্মান৷ শুক্রবার প্রকাশিত এক জরিপে জানা গেছে এ তথ্য৷ এদিকে শরণার্থীদের ঢল ঠেকানোর উপায় খুঁজছে বার্লিন৷

PEGIDA-Demonstration in Dresden
ছবি: Reuters/H. Hanschke

জার্মানির ড্রেসডেন শহরে গত সোমবার ইসলামবিরোধী সমাবেশে হাজির হন ১৫ হাজারের মতো মানুষ৷ অভিবাসী বিরোধী গ্রুপ ‘পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট' বা পেগিডা আয়োজিত এই সমাবেশ গোটা জার্মানিতেই আলোড়ন তুলেছে৷

যদিও মনে করা হয়, পেগিডা কার্যত সাবেক কমিকউনিস্ট পূর্ব জার্মানির মানসিকতাই প্রকাশ করছে, তবে জরিপে দেখা গেছে উল্টো চিত্র৷ ইসলামবিরোধী সমাবেশের দাবির সঙ্গে সম্মত জানানোদের মধ্যে সাবেক পূর্ব এবং পশ্চিম জার্মানির প্রায় সমান মানুষই রয়েছে৷

পোলস্টার ইউগভ-এর জরিপে জানতে চাওয়া হয়, এটা কি ‘‘ভালো যে কেউ একজন রাজনৈতিক শরণার্থী নীতির ভূলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরছে এবং ইসলামপন্থির বিরোধীতা করছে৷'' পেগিডা দৃশ্যত এই দাবি করছে৷ সাবেক পূর্ব জার্মানির ৩৬ শতাংশ এবং সাবেক পশ্চিম জার্মানির ৩৩ শতাংশ মানুষ এই বক্তব্যের পক্ষে রায় দিয়েছেন৷

পোলস্টার মোট ১০২৫ জন জার্মানের সাক্ষাৎকার নিয়েছে৷ এরপর সেটিকে ১৮ বছরের বেশি বয়সি জার্মানদের প্রতিনিধিদের মতামত হিসেবে প্রকাশ করেছে৷

প্রসঙ্গত, জার্মান রাজনীতিবিদরা পেগিডাকে ডানপন্থি হিসেবে সমালোচনা করে আসছে৷ তাদের মত হচ্ছে জার্মানি ‘ইসলামাইসড' হচ্ছে না৷ জার্মান সমাজ যতটা মনে করে তারচেয়ে অনেক কম, মানে জার্মানির মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মুসলমান৷

এআই/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ