জার্মানিতে শুরু হওয়া ইসলামবিরোধী সমাবেশের দাবি-দাওয়াকে সমর্থন করছে এক তৃতীয়াংশের মতো জার্মান৷ শুক্রবার প্রকাশিত এক জরিপে জানা গেছে এ তথ্য৷ এদিকে শরণার্থীদের ঢল ঠেকানোর উপায় খুঁজছে বার্লিন৷
বিজ্ঞাপন
জার্মানির ড্রেসডেন শহরে গত সোমবার ইসলামবিরোধী সমাবেশে হাজির হন ১৫ হাজারের মতো মানুষ৷ অভিবাসী বিরোধী গ্রুপ ‘পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অফ অক্সিডেন্ট' বা পেগিডা আয়োজিত এই সমাবেশ গোটা জার্মানিতেই আলোড়ন তুলেছে৷
যদিও মনে করা হয়, পেগিডা কার্যত সাবেক কমিকউনিস্ট পূর্ব জার্মানির মানসিকতাই প্রকাশ করছে, তবে জরিপে দেখা গেছে উল্টো চিত্র৷ ইসলামবিরোধী সমাবেশের দাবির সঙ্গে সম্মত জানানোদের মধ্যে সাবেক পূর্ব এবং পশ্চিম জার্মানির প্রায় সমান মানুষই রয়েছে৷
জীবিকার তাগিদে উত্তাল সাগর পাড়ি
উত্তাল সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে আফ্রিকার অনেক নাগরিক ইউরোপে যায়৷ কিন্তু সুখের দেখা কি মেলে?
ছবি: Reuters
নড়বড়ে জলযানে উত্তাল সাগর পাড়ি
এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর গ্রীষ্মে কাজের খোঁজে হাজার হাজার আফ্রিকান নাগরিক উত্তাল সাগর পাড়ি দিয়ে ইটালির দক্ষিণাঞ্চলে পৌঁছেন৷
ছবি: picture-alliance/dpa
অস্থায়ী বাসস্থান
কোনোমতে সাগর পাড়ি দিতে পারলে অভিবাসীদের থাকার ব্যবস্থা হয় ছবির এমন পরিবেশে, একটি বস্তিতে৷ সেখানে থেকে তাঁরা সবজি বা ফল পাড়ার কাজ খোঁজেন৷ কিন্তু এসব পণ্যের মূল্য কমে যাওয়ায় ইদানীং বেশি কাজ পাওয়া যাচ্ছে না৷
ছবি: DW/J.Hahn
‘ইউরোপীয় বস্তি’
প্রায় এক হাজার আফ্রিকান নাগরিক বাস করেন দক্ষিণ ইটালির আপুলিয়ার এই বস্তিতে৷ ‘দ্য ঘেটো’ নামে পরিচিত সেই আবাসস্থলে নেই বিদ্যুৎ, নেই টয়লেট, এমনকি নেই পানিও৷ তারপরও গ্রীষ্মকাল এলেই সেখানে আগন্তুকের সংখ্যাটা বাড়ে৷ কারণ আবহাওয়া উপকূলে থাকায় ইদানীং আরও বেশি সংখ্যক আফ্রিকান সাগর পাড়ি দিতে আগ্রহী হচ্ছেন৷
ছবি: DW/J.Hahn
সাইকেলই ভরসা
‘দ্য ঘেটো’-তে বেঁচে থাকতে হলে একজনের উদ্ভাবনী ক্ষমতা থাকা প্রয়োজন৷ আর সেটা যদি হয় সাইকেল ঠিক করার দক্ষতা তাহলে ভালো৷ কেননা সাইকেলে করেই অভিবাসীরা কাজের খোঁজে বের হন৷ অনেকে সাইকেল ধারও নেন৷
ছবি: DW/J.Hahn
অর্থনৈতিক সংকট
‘দ্য ঘেটো’র সবচেয়ে কাছের বড় শহর ফোগিয়া, যেটা ১৫ কিলোমিটার দূরে অবস্থিত৷ অভিবাসীরা সাধারণত সেখানেই কাজের খোঁজ করেন৷ তবে অর্থনৈতিক সংকটের কারণে সেখানে বেকারত্বের সংখ্যা বাড়ছে৷
ছবি: DW/J.Hahn
আশা যেন নিরাশা
ইবরা এমবেকে ফল (বামে) এবং নাগর সার (ডানে)৷ সেনেগালের এই দুই নাগরিক জানেন ইটালিতে টাকা আয় করা কতটা কঠিন৷ ইবরা ঘণ্টা প্রতি সাড়ে তিনশো টাকায় টমেটো তোলার কাজ করেন৷ তবে এর একটা অংশ চলে যায় মাফিয়াদের কাছে৷
ছবি: DW/J.Hahn
বাংলাদেশিদের লক্ষ্য মালয়েশিয়া
আফ্রিকানদের যেমন ইউরোপ তথা ইটালি, বাংলাদেশিদের তেমন স্বপ্নের দেশ মালয়েশিয়া৷ কক্সবাজার থেকে ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে সেখানে যেতে আগ্রহী হন অনেক বাংলাদেশি বেকার যুবক৷ এমনটা করতে গিয়ে মারা পড়েন অনেকেই৷
ছবি: Reuters
7 ছবি1 | 7
পোলস্টার ইউগভ-এর জরিপে জানতে চাওয়া হয়, এটা কি ‘‘ভালো যে কেউ একজন রাজনৈতিক শরণার্থী নীতির ভূলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরছে এবং ইসলামপন্থির বিরোধীতা করছে৷'' পেগিডা দৃশ্যত এই দাবি করছে৷ সাবেক পূর্ব জার্মানির ৩৬ শতাংশ এবং সাবেক পশ্চিম জার্মানির ৩৩ শতাংশ মানুষ এই বক্তব্যের পক্ষে রায় দিয়েছেন৷
পোলস্টার মোট ১০২৫ জন জার্মানের সাক্ষাৎকার নিয়েছে৷ এরপর সেটিকে ১৮ বছরের বেশি বয়সি জার্মানদের প্রতিনিধিদের মতামত হিসেবে প্রকাশ করেছে৷
প্রসঙ্গত, জার্মান রাজনীতিবিদরা পেগিডাকে ডানপন্থি হিসেবে সমালোচনা করে আসছে৷ তাদের মত হচ্ছে জার্মানি ‘ইসলামাইসড' হচ্ছে না৷ জার্মান সমাজ যতটা মনে করে তারচেয়ে অনেক কম, মানে জার্মানির মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মুসলমান৷