1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিকিনি থাকবে

২১ সেপ্টেম্বর ২০১৩

রোববার ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস৷ কিন্তু শুরুর আগেই দেখা দিয়েছে বিপত্তি৷ কিছু দেশ চায়, প্রতিযোগিতায় মেয়েরা শরীর ঢেকে রাখা যায় এমন পোশাক পরুক৷ আয়োজকরা বলছেন, বিকিনি নিষিদ্ধ করা অসম্ভব৷

Misty May-Treanor of the U.S. and team mate Kerri Walsh Jennings (L) celebrate winning the women's beach volleyball gold medal match at the Horse Guards Parade during the London 2012 Olympic Games August 8, 2012. REUTERS/Dominic Ebenbichler (BRITAIN - Tags: SPORT OLYMPICS SPORT VOLLEYBALL)
ফাইল ফটোছবি: Reuters

বিচ ভলিবল, অ্যাথলেটিক্স আর সাঁতার – এসব ইভেন্টে মেয়েরা সংক্ষিপ্ত পোশাক পরেই অংশ নেন৷ কিন্তু ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে কয়েকটি দেশ দাবি করেছে মেয়েদের পুরো শরীর ঢেকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে৷ জবাবে আয়োজক কমিটির কর্মকর্তা জোকো প্রামোনো বলেছেন, ‘‘কোনো দেশ যদি বিকিনি ব্যবহার না করে, তাতে কোনো অসুবিধা নেই৷ তবে অন্য দেশগুলোর প্রতিযোগীরা যদি বিকিনি পরতে চায়, তাদের সে সুযোগ দেয়া হবে, কারণ, আমরা পোশাকবিধিসহ সব আন্তর্জাতিক নিয়ম মানার অঙ্গিকার করেছি৷''

ইন্দোনেশিয়ায় বিকিনি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

ইসলামিক সলিডারিটি গেমসে মুসলিম অধ্যুষিত ৪৪টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন৷ আসর চলবে ১ অক্টোবর পর্যন্ত৷ গত কয়েক বছর ধরে ইন্দোনেশিয়ায় খেলাধুলার বড় কোনো আসরে অনাকাঙ্খিত ঘটনা অহরহই ঘটছে৷ ইসলামিক সলিডারিটি গেমস এক মাস আগে শুরু হবার কথা৷ পাওনা মজুরির দাবিতে শ্রমিকরা স্টেডিয়াম ঘেরাও করে আন্দোলন শুরু করায় তখন পাকানবারুতে আসর শুরু করা সম্ভব হয়নি৷ তারপর রাজধানি জাকার্তায় আয়োজনের চেষ্টা হয়েছিল৷ কিন্তু দু'মাসেরও কম সময়ে আয়োজনের সব প্রস্তুতি শেষ করার ঝুঁকি এড়াতে জাকার্তা পিছিয়ে যায়৷ শেষ ভরসা সুমাত্রা দ্বীপের পালেমবাং শহর৷ সেখানেই রোববার থেকে শুরু হচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস৷

এসিবি / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ