বিকিনি থাকবে
২১ সেপ্টেম্বর ২০১৩বিচ ভলিবল, অ্যাথলেটিক্স আর সাঁতার – এসব ইভেন্টে মেয়েরা সংক্ষিপ্ত পোশাক পরেই অংশ নেন৷ কিন্তু ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে কয়েকটি দেশ দাবি করেছে মেয়েদের পুরো শরীর ঢেকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে৷ জবাবে আয়োজক কমিটির কর্মকর্তা জোকো প্রামোনো বলেছেন, ‘‘কোনো দেশ যদি বিকিনি ব্যবহার না করে, তাতে কোনো অসুবিধা নেই৷ তবে অন্য দেশগুলোর প্রতিযোগীরা যদি বিকিনি পরতে চায়, তাদের সে সুযোগ দেয়া হবে, কারণ, আমরা পোশাকবিধিসহ সব আন্তর্জাতিক নিয়ম মানার অঙ্গিকার করেছি৷''
ইসলামিক সলিডারিটি গেমসে মুসলিম অধ্যুষিত ৪৪টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন৷ আসর চলবে ১ অক্টোবর পর্যন্ত৷ গত কয়েক বছর ধরে ইন্দোনেশিয়ায় খেলাধুলার বড় কোনো আসরে অনাকাঙ্খিত ঘটনা অহরহই ঘটছে৷ ইসলামিক সলিডারিটি গেমস এক মাস আগে শুরু হবার কথা৷ পাওনা মজুরির দাবিতে শ্রমিকরা স্টেডিয়াম ঘেরাও করে আন্দোলন শুরু করায় তখন পাকানবারুতে আসর শুরু করা সম্ভব হয়নি৷ তারপর রাজধানি জাকার্তায় আয়োজনের চেষ্টা হয়েছিল৷ কিন্তু দু'মাসেরও কম সময়ে আয়োজনের সব প্রস্তুতি শেষ করার ঝুঁকি এড়াতে জাকার্তা পিছিয়ে যায়৷ শেষ ভরসা সুমাত্রা দ্বীপের পালেমবাং শহর৷ সেখানেই রোববার থেকে শুরু হচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস৷
এসিবি / ডিজি (এএফপি)